তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, শহীদ বুদ্ধিজীবী দিবসে যাদের হত্যা করা হয়েছিল, বাঙালি জাতির স্বাধীনতার লক্ষ্যে মনন তৈরি করতে বঙ্গবন্ধুর সহযোগী হিসেবে তারা লেখনী, বক্তব্য ও নানাভাবে কাজ করেছিলেন। কিন্তু তাদের হত্যা করেও বাঙালি জাতিকে পঙ্গু করা যায়নি। ৫২ বছরের বেশি সময়ের পথচলায় বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের পথে তার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বহুদূর এগিয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার শহীদ বুদ্ধিজীবী দিবসে সকালে রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে আওয়ামী লীগের দলীয় শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে যদি বিএনপি-জামায়াতের নেতৃত্বে অপরাজনীতি, সাম্প্রদায়িকতাআশ্রয়ী রাজনীতি, জ্বালাও-পোড়াও, ধংসাত্মক রাজনীতি না থাকত আমরা বঙ্গবন্ধুর সব স্বপ্ন এরই মধ্যে বাস্তবায়ন করতে পারতাম। বিশেষ করে যারা স্বাধীনতা চায়নি, মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে যারা পাকিস্তানিদের হয়ে যুদ্ধ করেছে, সেই জামায়াতে ইসলামীকে সঙ্গে নিয়ে বিএনপি অপরাজনীতি করছে। এই অপরাজনীতি যদি দেশে না থাকত দেশ আজকে বহুদূর এগিয়ে যেতে পারত।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, আজ বাংলাদেশের প্রশংসায় সারা বিশ্ব পঞ্চমুখ। অথচ দুঃখের বিষয় এখনো দেশে সাম্প্রদায়িক রাজনীতি হয়। তিনি বলেন, পৃথিবীর অনেক বড় রাষ্ট্রের রক্তচক্ষু ও চাপ উপেক্ষা করে প্রধানমন্ত্রী যুদ্ধাপরাধীদের বিচার করেছেন। জননেত্রী দেশ পরিচালনার দায়িত্বে থাকলে সব মানবতাবিরোধী অপরাধীর বিচার হবে, বিচারের রায়ও কার্যকর হবে।