ওয়াহিদ রুবেল, কক্সবাজার
প্রকাশ : ০২ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০২ জুলাই ২০২৩, ১০:০৪ এএম
প্রিন্ট সংস্করণ

পর্যটকে ভরপুর কক্সবাজার

ঈদের ছুটিতে কক্সবাজার সৈকতে পর্যটকদের ভিড়। ছবি : কালবেলা
ঈদের ছুটিতে কক্সবাজার সৈকতে পর্যটকদের ভিড়। ছবি : কালবেলা

কোরবানির ঈদের পর দিন থেকে পর্যটকে প্রাণ ফিরেছে বিশ্বের দীর্ঘতম সৈকত কক্সবাজারের। এখানকার হোটেল-মোটেল, গেস্ট ও রেস্টহাউসগুলো এখন পর্যটকদের উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে। তবে এবারে ঈদে সরকারি ছুটি এবং সপ্তাহিক ছুটি একই দিন হওয়ায় ব্যবসার সময়ও বেশি দীর্ঘ হচ্ছে না বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

সৈকত ছাড়াও জেলার পর্যটন স্পট ডুলাহাজারায় বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, হিমছড়ি, ইনানী, পাটুয়ারটেক ও রামুর বৌদ্ধপল্লিতেও ভ্রমণপিপাসুর ভিড় বেড়েছে। পর্যটকদের পাশাপাশি স্থানীয় দর্শনার্থীর সংখ্যাও কম নয়। তাদের মধ্যে চট্টগ্রাম ও আশপাশের পর্যটকও রয়েছেন। তবে দেশের প্রবালদ্বীপ সেন্টমার্টিন নৌরুটের জাহাজ চলাচল শুরু না হওয়ায় পর্যটক সংখ্যা কিছুটা কম।

এদিকে পর্যটকদের নিরাপদে ভ্রমণ নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন, লাইফ গার্ড ও ট্যুরিস্ট পুলিশ। এ ক্ষেত্রে নিয়ম-কানুন মানতে পর্যটকদের প্রতি পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। এরই মধ্যে শনিবার দুপুরে গোসল করতে নেমে সাআদ নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।

সূত্র মতে, ঈদের ছুটিতে প্রতিবছর বিপুলসংখ্যক পর্যটকের আগমন ঘটে কক্সবাজারে। এ বছরও এর ব্যতিক্রম হয়নি। ঈদের আগে থেকেই কক্সবাজারের চার শতাধিক হোটেল-মোটেল, গেস্ট ও রেস্টহাউসের অধিকাংশ রুম বুকিং হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, পর্যটকরা কক্সবাজার এলে কেবল শহরের সমুদ্রসৈকতেই ঘুরে বেড়ান না, পাশাপাশি ইনানীর পাথুরে সৈকত, হিমছড়ির দরিয়ানগর, ইনানী, পাটুয়ারটেক, ডুলাহাজারা সাফারি পার্ক, রামুর বৌদ্ধপল্লিসহ বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমণে যান।

হোটেল-মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক ও বিচ হলিডের ব্যবস্থাপনা পরিচালক হাফিজুর রহমান লাভলু বলেন, ঈদের আগেই বেশিরভাগ হোটেলের ৬০ ভাগ রুম বুকিং হয়েছে। তবে এবারে ঈদে সরকারি ছুটি এবং সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার হওয়ায় পর্যটকরা দীর্ঘ সময় কক্সবাজারে অবস্থান করবেন না। তাই এবারে ব্যবসাটাও কম হবে। আবার অনেক পর্যটক সকালে এসে রাতে ফিরে যাচ্ছেন। গতকাল শনিবার বিকেলে সমুদ্রসৈকতের গিয়ে দেখা যায়, সমুদ্রসৈকতের লাবণী পয়েন্ট থেকে কলাতলী পর্যন্ত পর্যটকরা ঘুরে বেড়াচ্ছেন।

কেউ গোসল করছেন, কেউ গান গাইছেন, আবার কেউ প্রিয়জনকে সঙ্গে নিয়ে খালি পায়ে সাগরের নোনা জলের ছোঁয়া নিচ্ছেন। কেউ জেট স্কি চালাচ্ছেন আবার কেউ বিচ বাইক চালিয়ে আনন্দ উপভোগ করছেন। ঘোড়ার পিঠে সাওয়ার হয়েছেন কেউ কেউ।

ঈদের ছুটিতে ভিড়ের মধ্যে পর্যটকরা যাতে কোনো অপ্রীতিকর ঘটনার শিকার না হন সে লক্ষ্যে ট্যুরিস্ট পুলিশও বেশ সক্রিয় রয়েছে বলে জানান কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) শেহরিন আলম।

তিনি বলেন, ঈদের ছুটিতে পর্যটকের আগমন একটু বেশি হয়। এটি মাথায় রেখে নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে ট্যুরিস্ট পুলিশ। বাড়ানো হয়েছে লোকবল। পর্যটক নির্বিঘ্নে কক্সবাজার শহরের কলাতলী, সি-ইন ও লাবণী পয়েন্ট ঘুরতে পারে পারে সেজন্য সৈকতে ২৪ ঘণ্টা পুলিশি পাহারা থাকছে। শুধু তাই নয়, সৈকতের গুরুত্বপূর্ণ পয়েন্টে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও দায়িত্ব পালন করছে পুলিশ।

ট্যুরিস্ট পুলিশের এএসপি আরও বলেন, গোসলে নামার আগে পর্যটকদের জোয়ার-ভাটার সময় দেখে নেওয়ার পরামর্শ সংবলিত নির্দেশনা রয়েছে সৈকতের বিভিন্ন স্পটে। তারপরও অনেক পর্যটক অসাবধনতা বসত সাগরে নেমে পড়েন। ফলে অনেক সময় দুর্ঘটনায় মোকাবিলা করতে হচ্ছে আমাদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পুতিনের মন্তব্য

সুদানে এক গ্রামে ভূমিধসে প্রাণহানি ১ হাজার, বেঁচে রইলেন মাত্র একজন

ঢাকায় আসছেন টিআই চেয়ারপারসন ফ্রাঁসোয়া ভ্যালেরিয়াঁ

আজ ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যে জেলায়

আজ সাত দলের সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

২ সেপ্টেম্বর : আজকের নামাজের সময়সূচি

বৈষম্যবিরোধী আন্দোলনের মামলা থেকে ৩৫ ব্যক্তি অব্যাহতি পাচ্ছেন 

সকাল ৯টার মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে যেসব জেলায় 

১০

‘কার্টা ব্লু’ ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল ইতালি

১১

যুক্তরাজ্য বিএনপি নেতা ড. মুজিবের ছেলের বিয়েতে সস্ত্রীক তারেক রহমান 

১২

আফগানিস্তানে ভূমিকম্পে ব্যাপক হতাহত, হেফাজতের শোক ও সহায়তার আহ্বান

১৩

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন কর্মসূচি দিল ছাত্রদল

১৪

বনানীর সেলসিয়াস সিসা লাউঞ্জে পুলিশের অভিযান

১৫

অবশেষে মাদক সম্রাজ্ঞী আ.লীগ নেত্রী স্বপ্না আক্তার আটক

১৬

সর্বদলীয় বৈঠক শেষে ফেরার পথে জাগপা সভাপতিকে এলোপাতাড়ি কুপিয়ে জখম

১৭

আদাবরে পুলিশের ওপর কিশোর গ্যাংয়ের হামলা

১৮

নাটোরে ডা. আমিরুলকে হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি ড্যাবের

১৯

গাজীপুরের কমিশনারের দায়িত্ব থেকে সরানো হলো নাজমুল করিমকে

২০
X