অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য। দলমত নির্বশেষে সব মানুষকে নিয়ে রাজনীতি করতে চাই। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি মানুষের রাজনীতি করা প্রয়োজন। এ রাজনীতির মাধ্যমে সমাজের ভালো ভালো কাজগুলো করা যায়।
গতকাল নাঙ্গলকোট উপজেলা হলরুমে উপজেলা কর্মকর্তা-কর্মচারী ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, এ নাঙ্গলকোটে এক সময় কিছুই ছিল না। বর্তমানে নাঙ্গলকোটের মানুষের কোনো কিছুর অভাব নেই। শতভাগ বিদ্যুৎ, যেদিকে তাকাই বড় বড় বিল্ডিং, স্কুল-কলেজ ও সড়কের প্রায় শতভাগ কাজ শেষ। আর যদি কিছু বাকি থাকে সেটিও করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সামছুউদ্দিন কালু, অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান লিটন, অধ্যক্ষ ছাদেক হোসেন ভূঁইয়া, লালমাই উপজেলা চেয়ারম্যান শাহিন, পৌর মেয়র আব্দুল মালেক, উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান মেহেবুব, নাঙ্গলকোট-চৌদ্দগ্রাম সার্কেল এএসপি জাহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আবু ইউছুফ ভূঁইয়া, জেলা পরিষদ সদস্য নাছরিন আক্তার মুন্নী, সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুর রাজ্জাক সুমন, ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম রুবেল, সাধারণ সম্পাদক আব্দুল জলিল প্রমুখ।
মন্তব্য করুন