দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট বর্জনের আহ্বানে এবং অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত তৈরিতে বিএনপির লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি শেষ হচ্ছে আজ সোমবার। আজ নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানা গেছে। ঢাকাসহ সারা দেশে পৃথকভাবে জামায়াতে ইসলামী ও যুগপতভাবে ২১ ডিসেম্বর থেকে এ কর্মসূচি পালন করছে বিএনপির সমমনা দল ও জোটগুলো।
গতকাল জাতীয় প্রেস ক্লাব সংলগ্ন এলাকায় কৃষক দলের নেতাকর্মীদের নিয়ে লিফলেট বিতরণ করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সকালে মালিবাগ কাঁচাবাজারে লিফলেট বিতরণ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।