নির্মাণসামগ্রীর দাম বেড়ে যাওয়ায় প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে রেট শিডিউল সমন্বয়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একসঙ্গে একই এলাকায় একই ধরনের প্রকল্প না নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী বলেছেন, যে কোনো প্রকল্প নেওয়ার ক্ষেত্রে মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয় থাকতে হবে। গতকাল মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে চলতি অর্থবছরের প্রথম একনেক বৈঠকে এসব নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এসব তথ্য জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের সচিব সত্যজিত কর্মকারসহ বিভিন্ন বিভাগের সদস্যরা। প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, জিনিসপত্রের দাম বাড়ার সঙ্গে সঙ্গে রড, সিমেন্ট, বালু, ইট, পাথরসহ বিভিন্ন নির্মাণসামগ্রীর দাম বেড়েছে। ফলে প্রকল্প নেওয়ার সময় যে দাম ধরা হয়, বাস্তবায়ন হতে হতেই তা পরিবর্তন হয়ে যায়। তাই প্রকল্পের কাজ বাস্তবায়নের সময় রেট শিডিউল পরিবর্তনের বিষয়কে সমন্বয় করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। পরিকল্পনামন্ত্রী বলেন, ডলারের দাম বৃদ্ধির কারণে বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন ব্যয় বেড়ে যায় এবং প্রকল্প বাস্তবায়নে ধীরগতি দেখা দেয়। এজন্য ডলারের দাম বৃদ্ধির সঙ্গে সমন্বয় করতে অর্থ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে উচ্চ আদালতে ভ্যাট ও ট্যাক্স বিষয়ে যেসব মামলা রয়েছে সেগুলো আইন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে দ্রুত নিষ্পত্তির জন্য উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, একই এলাকায় একই নামে একই ধরনের প্রকল্প নেওয়া যাবে না। প্রকল্প বাস্তবায়নের দ্বৈততা পরিহার করতে হবে। একই ধরনের প্রকল্প নিলে অর্থের অপচয়ের আশঙ্কা থাকে। এটা পরিহার করতে হবে। এক্ষেত্রে সমন্বয় করতে হবে। আমার গ্রাম আমার শহর প্রকল্পের বিষয়ে প্রধানমন্ত্রী বলেছেন, এরপর একই নামে যেন আর নতুন প্রকল্প না আসে। কেননা এটা একটি সমন্বিত প্রক্রিয়া। এটাকে মডেল ধরে সব মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করবে। তবে যারাই গ্রামে কাজ করবে তাদের এবং ওইসব মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় থাকতে হবে। উপকূলীয় এলাকায় প্রকল্প নেওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, উপকূলে যে কোনো প্রকল্প করতে গেলে সাবধানে হাত দিতে হবে। কারণ সেখানে পলিমাটি বা কাদামাটির বিষয় আছে। একই সঙ্গে শত শত চ্যানেল আছে। অনেক জীব বসবাস করে। তাদের ক্ষতি করা যাবে না। তাই ওই এলাকায় কাজ করার আগে দু-তিনবার ভাবতে হবে। এ ছাড়া মৌসুমি শাকসবজি ও ফল সংরক্ষণসহ বিদেশের মতো ফল শুকিয়ে বাজারজাত করার নির্দেশ দিয়েছেন সরকারপ্রধান।
মন্তব্য করুন