

আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আজ নিজেদের প্রথম ম্যাচেই ভারতকে ধসিয়ে দিয়েছে বাংলাদেশ। আল ফাহাদের দুর্দান্ত বোলিং নৈপুণ্যে ২৩৮ রানেই ভারতকে অলআউট করে দিয়েছে আজিজুল হাকিম তামিমের দল। এর ফলে জয়ের জন্য ৪৯ ওভারে বাংলাদেশের প্রয়োজন ২৩৯ রান।
মোস্তাফিজ ইস্যুতে মাঠের বাইরে বাংলাদেশ-ভারতের মধ্যে চলছে কঠিন লড়াই। সেই উত্তেজনার মাঝেই আজ অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে একে অপরের মুখোমুখি হয় বাংলাদেশ-ভারত। যে ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় টাইগাররা। সে সিদ্ধান্তটা যে সঠিকই ছিল, তা বাংলাদেশের বোলাররা বেশ ভালোভাবেই প্রমাণ করে। শুরু থেকে ভারতকে চেপে ধরে। শেষ পর্যন্ত ২৩৮ রানেই ভারতকে থামিয়ে দেয় আজিজুল হক তামিমের দল।
শক্তিশালী প্রতিপক্ষ ভারতের বিপক্ষে বাংলাদেশের হয়ে উৎসবের শুরুটা করে দিয়েছিলেন আল ফাহাদ। ভারত অধিনায়ক আয়ুশ মাহাত্রেকে কালাম সিদ্দিকির ক্যাচ বানিয়ে প্যাভিলিয়নে ফেরান তিনি। এর পরের বলেই তিনি শিকার করেন বেদান্ত ত্রিবেদীকে। ১২ রানে ২ উইকেট খুইয়ে বিপাকে পড়ে যায় ভারত।
এরপর বৈভব সূর্যবংশী একাই চেষ্টা করেছিলেন ভারতকে তরিয়ে নেওয়ার। ৩০ বলে ফিফটি তুলে বাংলাদেশকে চোখরাঙানি দিচ্ছিলেন। তবে এরপরই বাংলাদেশ অধিনায়ক আজিজুল হাকিম তামিম দারুণ ভাবে ভারতকে চেপে ধরেন বোলারদের অদলবদল করে। ৩০ বলে ফিফটি করা বৈভব আউট হওয়ার আগ পর্যন্ত খেলেছেন আরও ৩৭ বল, রান তুলতে পেরেছেন আর মোটে ২২টি।
মাঝে আবার বিহান মালহোত্রার উইকেট তুলে নেন অধিনায়ক তামিম নিজেই। এরপর বৈভব যখন থিতু হয়ে ইনিংস গড়ায় মন দিয়েছিলেন, তখন আঘাত হানেন শুরুর স্পেলে বেশ রান দেওয়া ইকবাল হোসেন ইমন। তার বলেই ছক্কা হাঁকাতে গিয়ে আল ফাহাদের হাতে ক্যাচ দেন বৈভব। ৬৭ বলে ৭২ রানের ইনিংস খেলে ফেরেন তিনি। এরপর খুব দ্রুতই পঞ্চম উইকেট তুলে নেয় বাংলাদেশ। হরবংশ পাঙ্গালিয়াকে ফেরান সেই ইমনই। ১১৯ রানে ৫ উইকেট খুইয়ে বসে ভারত।
তবে এরপরই অবশ্য প্রতি আক্রমণ শুরু করেন অভিজ্ঞান কুণ্ডু ও কনিষ্ক চৌহান। দুজন মিলে ষষ্ঠ উইকেটে তোলেন ৪৫ বলে ৫৪ রান। কনিষ্ককে ফিরিয়ে এই জুটি ভাঙেন অধিনায়ক তামিম। এরপর পর বাংলাদেশ ভারতকে বড় জুটি গড়তে দেয়নি ঠিক, কিন্তু ভারত ছোট ছোট অথচ কার্যকর কিছু জুটি পেয়ে গেছে, যা তাদের নিয়ে গেছে লড়াকু পুঁজির দিকে। ইনিংসের ৩৯তম ওভারে ফাহাদ ভয় ধরিয়ে দিয়েছিলেন খানিকটা। চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন ৪ বল করেই। সে ওভারে রিজান হোসেন ক্যাচও ছেড়েছিলেন। পরে সাদকে দিয়ে ওভার শেষ করার পর নামে বৃষ্টি। ৬৪ মিনিট খেলা বন্ধ থাকে। খেলার দৈর্ঘ্য কমে ১ ওভার করে।
তবে এই বৃষ্টির পরই বাংলাদেশ পেয়ে যায় সপ্তম উইকেটের দেখা। এরপর ফাহাদের চমকে ২৩৮ রানেই গুটিয়ে যায় ভারতের ইনিংস। ৯.২ ওভারে মাত্র ৩৮ রান দিয়ে ভারতের ৫ উইকেট তুলে নেন আল ফাহাদ। যা বাংলাদেশের ইনিংসের সেরা বোলিং। এছাড়া, সমান দুটি করে উইকেট লাভ করেন ইকবাল হোসেন ইমন এবং আজিজুল হাকিম। ১টি উইকেট লাভ করেন শেখ পারভেজ জীবন।
মন্তব্য করুন