রাফসান জানি
প্রকাশ : ২২ মে ২০২৪, ০২:৪৪ এএম
আপডেট : ২২ মে ২০২৪, ০৮:১৬ এএম
প্রিন্ট সংস্করণ

ময়নাতদন্তে হত্যা পিবিআই জানাল আত্মহত্যা

ঢাবির সাবেক অধ্যাপকের স্ত্রীর মৃত্যু
ময়নাতদন্তে হত্যা পিবিআই জানাল আত্মহত্যা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক অধ্যাপক কেবিএম মামুন রশীদ চৌধুরীর স্ত্রী কোহিনূর বেগমের (৬৫) মৃত্যুর ঘটনায় ময়নাতদন্তকারী চিকিৎসক জানিয়েছিলেন, শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। কোহিনূর মৃত্যুর ঘটনায় স্বামী রশীদ চৌধুরী ও তাদের পালিত কন্যা ফাইজা নূর-ই-রশীদকে আসামি করে হত্যা মামলা করেন মৃতের ভাই সালাহউদ্দীন ম. রহমতুল্লাহ। পরবর্তী সময়ে মামলাটি তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তারা তদন্ত করে জানিয়েছে, কোহিনূরকে হত্যার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তিনি ‘বাইপোলার মুড ডিজঅর্ডার’ নামক রোগে ভুগছিলেন। মানসিক এই অসুস্থতার কারণে তিনি আত্মহত্যা করেছেন।

গত বছরের ১০ এপ্রিল কোহিনূর বেগমের মরদেহ নিজ বাসায় ঝুলন্ত অবস্থায় পান তার স্বামী মামুন রশীদ। ডাইনিং রুমের সিলিং ফ্যানে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলছিলেন কোহিনূর। মামুন রশীদ নিজেই ওড়না কাঁচি দিয়ে কেটে নিথর কোহিনূরকে নিচে নামিয়ে আনেন। তাৎক্ষণিক অ্যাম্বুলেন্সে করে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার দিনই মামুন রশীদ ধানমন্ডি থানায় অপমৃত্যুর মামলা করেন। পরে ময়নাতদন্তের প্রতিবেদনে জানা যায়, ‘শ্বাসরোধ করে হত্যা করা হইয়াছে।’ ময়নাতদন্তকারী চিকিৎসকের এই প্রতিবেদন পেয়ে মৃতের ভাই সালাহউদ্দীন ম. রহমতুল্লাহ বোনের স্বামী মামুন রশীদ ও দত্তক নেওয়া মেয়ে ফাইজা-নূর-ই-রশীদসহ অজ্ঞাতপরিচয়দের আসামি করে মামলা করেন। ২০২৩ সালের আগস্টে ধানমন্ডি থানা থেকে মামলার তদন্তভার দেওয়া হয় ঢাকা মেট্রো দক্ষিণ পিবিআইর অর্গানাইজড ক্রাইম বিভাগকে। মামুন রশীদ ও তার মেয়ে ফাইজা-নূর-রশীদকে গ্রেপ্তার করে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করে পিবিআই। হত্যা মামলাটির তদন্ত শেষে গত ২৮ মার্চ বাবা ও মেয়েকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক শাহীন মিয়া।

তদন্ত করতে গিয়ে পিবিআই জানতে পেরেছে, কোহিনূর বেগম জীবিত থাকাকালে ‘বাইপোলার মুড ডিজঅর্ডার’ নামক রোগে ভুগছিলেন। অধ্যাপক ডা. এম এ মোহিত কামালের অধীনে তিনি চিকিৎসাধীন ছিলেন। ২০১৯ সালের ২১ অক্টোবর প্রথম তার কাছে কোহিনূরকে নিয়ে আসে পরিবার।

তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, ঘটনার সময় ভুক্তভোগী কোহিনূর বেগম বাসায় একাই ছিলেন। তাদের দত্তক মেয়ে ফাইজা অফিসে কাজে সকালে চাঁদপুর যায়। আর তাদের ছেলে নূর-ই-চৌধুরী ছিলেন আইইএলটিএস ক্লাসে আর স্বামী মামুন রশীদ ছিলেন বসুন্ধরায় অবস্থিত ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে।

তদন্তে পিবিআই জানিয়েছে, মামুন রশীদ বাসায় প্রবেশের প্রায় পাঁচ মিনিটের মধ্যেই প্রথম ফোন করেছেন তার ভায়রা ভাই আজিজুল্লাহকে। এরপর ধারাবাহিকভাবে বিভিন্নজনকে এবং শেষে ৯৯৯-এ অর্থাৎ পুলিশকে। এ থেকেও তার সময় ও কার্যক্রম বিবেচনায় সৎ উদ্দেশ্য প্রতীয়মান হয়। এই পাঁচ মিনিটের মধ্যেই পূর্বের এবং অন্যদের সহযোগিতা ছাড়া ভিকটিমকে মেরে আবার গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেওয়াটা বাস্তবিক পক্ষে সম্ভব নয়। কারণ সময়স্বল্পতা, অন্যদের অনুপস্থিতি এবং সর্বোপরি দরজা খোলা ছিল। বাসার কোনো দরজা-জানালা ভাঙা ছিল না; কোনো ভায়োলেন্সের চিহ্ন ছিল না; অন্যপথে প্রবেশের কোনো লক্ষণ ছিল না—এ বিষয়গুলো বিবেচনায় এটি সুস্পস্টভাবে আত্মহত্যা বলে প্রাথমিকভাবে মনে হয়েছে।

এদিকে পিবিআইর এই চূড়ান্ত প্রতিবেদনে নারাজির আবেদন করেছেন মামলার বাদী সালাহউদ্দীন ম. রহমতুল্লাহ। তিনি বলেন, ‘ময়নাতদন্ত প্রতিবেদনে চিকিৎসক হত্যাকাণ্ড বললেও পিবিআই এটাকে আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছে। এই প্রতিবেদন প্রত্যাখ্যান করে নারাজির আবেদন করেছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পলক-আনিসুল-সালমান-কামরুলসহ ৬ জন নতুন মামলায় গ্রেপ্তার 

জেনে নিন বাড়তি আয়ের ৫টি চমৎকার উপায়

সীমানা পুনর্নির্ধারণ: ইসিতে চতুর্থ দিনের শুনানি চলছে

ডাকসুর ভিপি প্রার্থী জালালের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

আইপিএল থেকে অবসরের ঘোষণা তারকা স্পিনারের

শাহবাগ মোড় অবরোধ করে প্রকৌশল শিক্ষার্থীদের বিক্ষোভ

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে এফআইআর

বিদ্যুতায়িত মাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মেয়েরও

শান্তিরক্ষা মিশনে যোগ দিতে কঙ্গো গেলেন পুলিশের ১৮০ সদস্য

স্কিন ক্যান্সারে আক্রান্ত সাবেক তারকা ক্রিকেটারের আবেগঘন বার্তা

১০

সবুজের আঁচলে পাহাড়ি জীবনের ভরসা জুম চাষ

১১

আর্জেন্টিনাকে যে শাস্তি দিল ফিফা

১২

আমান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকসহ ৫ জনের বিরুদ্ধে বিদেশ গমনে নিষেধাজ্ঞা

১৩

আসছে বাহুবলি: দ্য এপিক

১৪

দীর্ঘ ক্যারিয়ারে নিজের সেরা ইনিংস কোনটি, শচীনের উত্তর শুনে অবাক সবাই

১৫

নদীপাড়ের ফসলি জমিতে মাটি কাটার মহোৎসব

১৬

ইসরায়েলি ড্রোন হামলায় কেঁপে উঠল দামেস্ক, ৬ সেনা নিহত

১৭

জেনে নিন যে ৫ ভুলে ফ্রিজ বারবার নষ্ট হচ্ছে

১৮

পাশের ঘরে বরকে অপেক্ষায় রেখে নববধূর কাণ্ড

১৯

ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা

২০
X