

ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান শরীফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের উদ্যোগে বার্ষিক সেলস ও মার্কেটিং কনফারেন্স-২০২৫ এবং প্রতিষ্ঠানের ১৫ বছরের গৌরবময় যাত্রা উদযাপন উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠান উদযাপিত হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত শরীফ ফুড কোর্ট অ্যান্ড ড্রিম পার্কে এটি অনুষ্ঠিত হয়। এ আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সেলস ও মার্কেটিং বিভাগের পেশাজীবী ও সিনিয়র কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীফ গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. রজ্জব শরীফ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক রাজিয়া শরীফ, খন্দকার জিয়াউল বাশার এবং মো. শাকিল হোসেন। অনুষ্ঠানে বক্তারা প্রতিষ্ঠানের সাফল্য, ভবিষ্যৎ পরিকল্পনা এবং মানবসম্পদের উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
এর আগে অনুষ্ঠানে জেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) বিশ্বজিৎ কুমার সোম অংশগ্রহণকারীদের স্বাগত জানান।
জিএম বিশ্বজিৎ তার উদ্বোধনী বক্তব্যে ২০২৬ সালের লক্ষ্য অর্জনে প্রতিষ্ঠানের রোডম্যাপ তুলে ধরে টেকসই প্রবৃদ্ধি, বাজার সম্প্রসারণ ও কার্যকর কর্মদক্ষতার ওপর জোর দেন।
মার্কেটিং ম্যানেজার মো. রেজওয়ানুল ইসলাম তার বক্তব্যে শরীফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ১৫ বছরের যাত্রার সংক্ষিপ্ত পর্যালোচনা তুলে ধরেন এবং ভবিষ্যৎ মার্কেটিং কৌশল নিয়ে আলোচনা করেন।
পাশাপাশি সেলস ম্যানেজার মো. ওয়ালিউল্লাহ ও মো. শাহজাহান কবির দল গঠন, দক্ষতা উন্নয়ন এবং গ্রাহক সম্পর্ক ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে কৃতিত্বপূর্ণ কর্মীদের সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনা আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। আয়োজকরা জানান, এ সম্মেলন একদিকে যেমন একটি সফল বার্ষিক আয়োজনের সাক্ষী হয়ে থাকবে, অন্যদিকে তেমনি বিশ্বাস, অগ্রগতি ও সাফল্যের ১৫ বছর উদযাপনের একটি গর্বিত মুহূর্ত হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।
মন্তব্য করুন