৫ হাজার টাকা ভাতা বৃদ্ধি মেনে নিয়ে কর্মবিরতি প্রত্যাহার করেছেন আন্দোলনরত বেসরকারি পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা। কয়েকটি শর্তসাপেক্ষে নিজ নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনের নেতারা। সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. জাবির হোসেন বলেন, কয়েকটি শর্তসাপেক্ষে আমরা এ ৫ হাজার টাকা ভাতা বৃদ্ধি মেনে নিয়ে কাল শনিবার কর্মস্থলে যোগদান করতে যাচ্ছি। সত্যি বলতে, এ ফলাফলে আমরা আশাহত। ডা. জাবির হোসেন আরও বলেন, গত ১৭ জুলাই বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বিএসএমএমইউ ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, স্বাচিপ সভাপতি অধ্যাপক ডা. জামাল উদ্দিন চৌধুরী, মহাসচিব অধ্যাপক ডা. কামরুল হাসান মিলন এবং ডিজিএমই ডা. টিটো মিয়ার সঙ্গে আমাদের প্রতিনিধি দলের মিটিং হয়েছে। মিটিংয়ে দেওয়া প্রতিশ্রুতি আমরা বিশ্বাস করেছি।
মন্তব্য করুন