রাজকুমার নন্দী
প্রকাশ : ২১ জুলাই ২০২৩, ০১:৫০ এএম
প্রিন্ট সংস্করণ

পদযাত্রার কর্মসূচিতেও চাপে সরকার

বিএনপির মূল্যায়ন
পদযাত্রার কর্মসূচিতেও চাপে সরকার

একদফার আন্দোলনে পদযাত্রার মতো নীরব ও শান্তিপূর্ণ কর্মসূচিও ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের ওপর চাপ তৈরি করেছে বলে মনে করে বিএনপি। দলটির মূল্যায়ন, ঢাকাসহ দেশব্যাপী এই কর্মসূচিতে নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। আর ঢাকায় একপ্রান্ত থেকে অপর প্রান্তে নেতাকর্মীদের ব্যাপক ও স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে দীর্ঘ সময়ব্যাপী এ ধরনের কর্মসূচি আগে হয়নি। তাই শান্তিপূর্ণ ও নীরিহ কর্মসূচিও যে দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করতে পারে, অর্থবহ হয়—সরকারের ওপর চাপ তৈরি করতে পারে, সর্বশেষ দুদিনের পদযাত্রার কর্মসূচি তার প্রমাণ। সে কারণে এ ধরনের শান্তিপূর্ণ কর্মসূচিও বরদাস্ত করছে না সরকার। হামলা-মামলা, নির্যাতনের পথ বেছে নিয়েছে। তবে ক্ষমতাসীনদের কোনো উসকানিতে পা দেবে না বিএনপি। ফলে পদযাত্রায় বিভিন্ন স্থানে নেতাকর্মীদের ওপর হামলা-মামলা এবং প্রাণহানির ঘটনা ঘটলেও সহিংস কর্মসূচিতে যাচ্ছে না দলটি। গত বুধবার রাতে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে এমন মতামত দেন দলটির নীতি-নির্ধারকরা। বৈঠকে অবশ্য একদফার পরবর্তী কর্মসূচি নির্ধারণ হয়নি। যুগপতের শরিকদের মতামত সাপেক্ষে শিগগিরই নতুন কর্মসূচি চূড়ান্ত করা হবে। বৈঠক সূত্রে এসব তথ্য জানা গেছে। পদযাত্রার পর মানববন্ধন, বিক্ষোভ সমাবেশের মতো কর্মসূচি দেওয়ার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত রয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকাসহ দেশব্যাপী মহানগর ও জেলা পর্যায়ে শোক র‌্যালি করে বিএনপি। এ ছাড়া সরকারের পদত্যাগ ও এক দফা দাবিতে আজ শুক্রবার বাদ জুমা ঢাকাসহ সারা দেশে বিএনপির পক্ষ থেকে মসজিদে মসজিদে লিফলেট বিতরণ করা হবে। এর বাইরে আগামীকাল শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে ‘তারুণ্যের সমাবেশ’ অনুষ্ঠিত হবে। এরপরই যুগপৎ আন্দোলনের নতুন কর্মসূচি আসবে। ঢাকায় এফবিসিসিআই আয়োজিত ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ব্যবসায়ীদের করণীয়’—শীর্ষক সম্মেলন হয়। সেখানে দেশের শীর্ষ স্থানীয় ব্যবসায়ীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় দেখতে চান বলে জানান। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এই বিষয়টি নিয়েও আলোচনা হয়। নেতারা মতামত দিয়ে বলেন, দেশের মানুষ যেখানে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য গত ১৫ বছর ধরে আন্দোলন করছে, সেখানে শীর্ষ ব্যবসায়ীদের এ ধরনের বক্তব্য কতটা বাস্তবসম্মত—তা বিবেচনার দাবি রাখে। এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে পারে বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, আমাদের সিদ্ধান্ত দাবি আদায়ে আমরা সম্পূর্ণ গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করব। এদিকে দুদিনের পদযাত্রার কর্মসূচিতে বিভিন্ন স্থানে নেতাকর্মীদের ওপর হামলা-মামলা-নির্যাতনের ভিডিওসহ তথ্য-উপাত্ত সংগ্রহ করছে বিএনপি, যা ঢাকাস্থ দূতাবাসের মাধ্যমে আন্তর্জাতিক মহলের কাছে তুলে ধরা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডেতে নতুন অধিনায়ক নিয়ে নামবে ভারত

ভারত / মাতৃদুগ্ধে মিলেছে ইউরেনিয়াম, দাবি গবেষকদের

ভারত থেকে ‘পুশ ইন’ / সেই সখিনা বেগমের জামিন

চট্টগ্রাম বন্দর লিজ দেওয়ার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই : ড. রেদোয়ান

৪৭তম বিসিএস পেছানোর দাবিতে আবারো রেল অবরোধ রাবি শিক্ষার্থীদের

কুষ্টিয়ায় গ্রামীণ ব্যাংকের অফিসে আগুন

হাসপাতালের উদ্দেশে খালেদা জিয়া

খামেনিকে হত্যাচেষ্টার ষড়যন্ত্র, অভিযোগ দুই দেশের বিরুদ্ধে

ইন্টারপোল সম্মেলনে যোগ দিতে মরক্কো গেলেন আইজিপি

টেস্ট জয়ের পরও বাংলাদেশের সামনে অনিশ্চিত ভবিষ্যৎ

১০

বঙ্গোপসাগরে ১৩ জেলে নিখোঁজ

১১

হাসিনা-কামালকে ফেরাতে দিল্লিকে ঢাকার চিঠি

১২

শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বিভাগীয় শহরে বাস সুবিধা দিচ্ছে জবি প্রশাসন

১৩

চমক রেখে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

১৪

পায়ে শিকল বাঁধা বৃদ্ধের মরদেহ উদ্ধার

১৫

স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাবেন খালেদা জিয়া

১৬

পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা তরুণীসহ আটক ২

১৭

এক সপ্তাহ রাতে ওয়াই-ফাই বন্ধ রাখুন

১৮

যে ৮ লক্ষণে বুঝবেন তিনি এখনো আপনাকে ভুলতে পারেননি

১৯

ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে পরিকল্পনা জানালেন তারেক রহমান

২০
X