সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে আগামী এক বছরের জন্য ছাত্রলীগের ঢাকা মহানগরের (দক্ষিণ) অন্তর্গত সরকারি মাদরাসা-ই-আলিয়ার কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে মুরাদ হোসাইনকে সভাপতি ও রাকিবুল ইসলাম বরকতকে সাধারণ সম্পাদক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজিবুল ইসলাম (বাপ্পি) ও সাধারণ সম্পাদক সজল কুণ্ডুর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ১০ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যরা হলেন, সহসভাপতি পদে মোহাম্মদ ইকবাল খান, মেহেদী হাসান, হাসান মাহমুদ ও মো. আনিছুর রহমান। যুগ্ম সাধারণ সম্পাদক পদে হাসিবুর রহমান ও আবু জিহাদ, ১নং সাংগঠনিক সম্পাদক পদে ইসরাফিল হোসেন ও ২নং সাংগঠনিক সম্পাদক পদে রফিকুল ইসলাম তানজীম। সেইসঙ্গে আগামী তিন মাসের মধ্যে এ কমিটি পূর্ণাঙ্গ করার নির্দেশ দেওয়া হয়।
মন্তব্য করুন