আবু সালেহ মুছা,
প্রকাশ : ২৮ জুলাই ২০২৪, ০২:১১ এএম
আপডেট : ২৮ জুলাই ২০২৪, ০৮:০৭ এএম
প্রিন্ট সংস্করণ
স্বজনের কান্না

কার কাছে বিচার চামু কে বিচার করব

সিহাবের মায়ের আর্তনাদ
কার কাছে বিচার চামু কে বিচার করব

শিবচর (মাদারীপুর)

‘কে গুলি করল আমার বাজানরে! কেন গুলি করল! আমার বাজানতো আন্দোলনে যায় নাই। আমি কার কাছে বিচার চামু। কে বিচার করব! কার বিরুদ্ধে বিচার চামু! আমার বাজানরে কি আর ফিরে পামু! আমার বাজান কই গেলগা! আমার আর কেউ রইল না জগতে। আল্লার কাছে বিচার দিলাম, আল্লাহ, আমার বাজানরে যারা গুলি করে মারছে তাদের তুমি দেখছ, তুমিই বিচার কইরো। আমার বাজান কইছিল বিদেশে যাইব। কইছি পাসপোর্ট করে দিমু। কিন্তু বাজান কোন দেশে চইলা গেল!’ এসব কথা বলতে বলতে বারবার মূর্ছা যাচ্ছিলেন গত ১৯ জুলাই শুক্রবার রাজধানী

বাড্ডা লিঙ্করোড এলাকায় গুলিতে নিহত হৃদয় হোসেন সিহাবের মা নাসিমা বেগম।

সিহাবের বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলার সন্ন্যাসীরচর ইউনিয়নের আজগর হাওলাদার কান্দি এলাকায়। তার বাবার নাম মজুর শাহ আলম হাওলাদার। তিনি দিনমজুর। একমাত্র ছেলেকে হারিয়ে তিনি নির্বাক হয়ে গেছেন। মানুষ দেখলে শুধু তাকিয়ে থাকেন।

গতকাল শনিবার বিকেলে সিহাবের বাড়িতে গিয়ে দেখা যায়, শোকে স্তব্ধ সবাই। এলাকার লোকজন কেউ যাচ্ছেন সিহাবের বাড়িতে আবার কেউ যাচ্ছেন কবরস্থানে। স্বজনরা জানান, ছোটবেলা থেকে সিহাব অত্যন্ত ভদ্র ও নম্র স্বভাবের। স্থানীয় রাজারচর উচ্চ বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করে। তার দিনমজুর বাবা সংসার চালাতে হিমশিম খেতেন। এ কারণে ২০২২ সালের শুরুতে দূরসম্পর্কের ফুফাতো ভাই মনির হোসেনের মালিকানাধীন লিংকরোড এলাকার হাসান স্টিল নামে এক ফার্নিচারের দোকানে কাজ নেয় সিহাব। গত আড়াই বছর সে সেখানেই কাজ করেছে।

গত ১৯ জুলাই জুমার নামাজের পরে খাবার খেয়ে দোকানে ফেরার পথে গুলিবিদ্ধ হন সিহাব। লোকজন উদ্ধার করে নাগরিক স্পেশালাইজড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দোকান মালিক মনির হোসেন বলেন, ‘শুক্রবার দুপুরে খাওয়ার পর দোকানে ফিরছিল সে। আমি বাসায় ঘুমিয়ে পড়ছিলাম। সাড়ে ৩টার দিকে একজন ফোন দিয়ে আমাকে জানায়, আপনার লোক গুলি খাইছে। সেখানে গিয়ে শুনি ওরে মধ্য বাড্ডার একটি হাসপাতালে নিয়ে গেছে লোকজন। পরে সেখানে যাই। সেখানে তারা জানায়, এই রোগীর অবস্থা ভালো না। ঢাকা মেডিকেলে নিয়ে যান। এরপর সেখান থেকে নাগরিক হাসপাতালে নিয়ে গেলে তারা জানায় সিহাব মারা গেছে।’

সিহাবের ভগ্নিপতি নিরব হোসেন জানান, সন্ধ্যার দিকে আমরা খবর পাই। লাশ নিয়ে আসতে রাত ১১টা বেজে যায়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ইতিহাসে এর চেয়ে স্বচ্ছ বিচার কখনো হয়নি : অ্যাটর্নি জেনারেল 

রংপুরে ৩য় বর্ষপূর্তি অনুষ্ঠানে বক্তারা / অনুসন্ধান করে ঘটনার ভেতরের সত্য প্রকাশ করে ‘কালবেলা’ 

৩ ভুয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে সতর্ক করল ইউজিসি

শিক্ষার্থী চারজন, পরীক্ষা দেওয়া দুজনের কেউ পাস করেনি

ধারাবাহিকের মূল ভূমিকায় হেদায়েত উল্লাহ তুর্কী 

রাকসু নির্বাচনে ভোট পড়েছে ৭০ শতাংশ

খতমে নবুওয়তের চেতনায় সত্য ও ন্যায়ের পথে এগিয়ে যাক কালবেলা : মুহিউদ্দীন রাব্বানী

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন করবেন যেভাবে

চট্টগ্রামে আগুন ৪ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি, ২৫ শ্রমিককে উদ্ধার

চীনে ৩০ পাদরি গ্রেপ্তার, বড় অভিযানের আশঙ্কা

১০

মোস্তারির অর্ধশতকে অজিদের বিপক্ষে বাংলাদেশের লড়াকু সংগ্রহ

১১

‘ভর্তির পরে সবার বিয়ে হয়ে গেছে, তাই কেউ পাস করেনি’

১২

সর্বপ্রথম কোথায় আজান হয়েছিল, কার কণ্ঠে?

১৩

নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্রের পথ মসৃণ হবে : মির্জা ফখরুল

১৪

রাকসু নির্বাচন ঘিরে নানা অভিযোগ ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থীর

১৫

যমুনা ঘেরাও কর্মসূচি স্থগিত, আন্দোলনরত শিক্ষকদের বড় কর্মসূচি ঘোষণা

১৬

গাজায় সৈন্য পাঠাতে যাচ্ছে পাকিস্তান, আজারবাইজান ও ইন্দোনেশিয়া!

১৭

রংপুর ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ ৫

১৮

‘ইলেকশন ইন ফেব্রুয়ারি’ স্লোগানে ঢাবিতে ছাত্রদলের মিছিল 

১৯

টাঙ্গাইলে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৪

২০
X