ভালোবেসে প্রেমিকার হাতে পরিয়ে দিয়েছিলেন বাগদানের আংটি। আগামী বছর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ করেই ভেঙে যায় সম্পর্ক। এরপর বাগদানের আংটি কার কাছে থাকবে, সেটি নিয়ে ঝামেলা বাধে যুগলের মধ্যে। শেষ পর্যন্ত সেই লড়াই গড়িয়েছে সর্বোচ্চ আদালতে! বিচিত্র এ ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে।
প্রতিবেদনে বলা হয়েছে, ব্রুস জনসন তার প্রেমিকা ক্যারোলিন সেত্তিনোর হাতে ২০১৭ সালের আগস্টে বাগদানের আংটি পরিয়ে দেন। ৭০ হাজার ডলার দিয়ে আংটিটি কেনা হয়েছিল বোস্টনের জনপ্রিয় জুয়েলারি কোম্পানি ‘টিফানি’ থেকে। বাগদানের সবকিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু হঠাৎ করেই দুজনের সম্পর্কে অবনতি ঘটতে থাকে।
ব্রুস জানিয়েছেন, বাগদত্তা সেত্তিনো তাকে গালাগাল করেন। শুধু তাই নয়, অন্য একজনের সঙ্গে তার সম্পর্কও ছিল। এ নিয়েই তাদের মধ্যে ঝামেলা হয়। পরে তারা সম্পর্কের ইতি টানেন। ব্রুস বলেন, সেত্তিনো আমার সঙ্গে বাচ্চাদের মতো ব্যবহার করেন এবং আমার ক্যান্সারের চিকিৎসার অ্যাপয়নমেন্টেও যায়নি।
তবে সেত্তিনোর দাবি, তিনি তার একজন বন্ধুকে মেসেজ করেছিলেন। ব্রুস বিষয়টি নিয়ে ভুল বুঝে সম্পর্ক ছিন্ন করেছেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ম্যাসাচুসেটসের সুপ্রিম কোর্টে খুব শিগগির এ বিষয়ে শুনানি হবে। আইনজীবী জানিয়েছেন, এখন মামলার মূল বিষয় হলো ‘বিচ্ছেদের’ জন্য কে দায়ী। ম্যাসাচুসেটসের বর্তমান আইন অনুযায়ী, বাগদানের আংটি হলো ‘শর্তসাপেক্ষ গিফট’। সম্পর্কের ইতি ঘটলে আংটিদাতা সেটি প্রত্যাহার করে নিতে পারেন। সূত্র: সিবিসি নিউজ