বরিশাল ব্যুরো
প্রকাশ : ১৪ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ১৪ জুন ২০২৩, ০৯:১৮ এএম
প্রিন্ট সংস্করণ

প্রতিশ্রুতির সব কাজ অগ্রাধিকার পাবে: খোকন

সিটি নির্বাচন
প্রতিশ্রুতির সব কাজ অগ্রাধিকার পাবে: খোকন

নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি পূরণে আরেক দফা অঙ্গীকার করলেন আবুল খায়ের আব্দুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত। বরিশাল সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র বলেন, প্রতিশ্রুতির সব কাজ অগ্রাধিকার ভিত্তিতে করব। আমার প্রতিশ্রুতির কোনোটা রাখা, কোনোটা বাদ দেওয়ার নয়। তবে যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেগুলো যাচাই-বাছাই করে অগ্রাধিকার দিয়ে কাজ করব।

গতকাল মঙ্গলবার সকালে বরিশাল নগরের কালুশাহ সড়কে নিজ বাসভবনে নির্বাচনে জয়লাভের প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। এর আগে গত সোমবার অনুষ্ঠিত বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে নৌকা প্রতীকে ৮৭ হাজার ৭৫২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন আবুল খায়ের আব্দুল্লাহ।

দলমত নির্বিশেষ সাধারণ নাগরিকদের সঙ্গে নিয়ে নতুন বরিশাল গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে নবনির্বাচিত মেয়র বলেন, মানুষ আমাকে ভালোভাবে গ্রহণ করেছে, তারা আমাকে বিশ্বাস করেছে। সেই বিশ্বাসের প্রতিফলন আমার ভোটের সংখ্যা। আমি কাউকে দ্বিধাবিভক্তি করতে চাই না। আর এটা কাজও না।

নির্বাচনে প্রচারের মাঠে আলোচনার শীর্ষে ছিলেন আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহর সহধর্মিণী লুনা আব্দুল্লাহ। ভোটে জেতার প্রতিক্রিয়ায় লুনা আব্দুল্লাহ বলেন, নিজের ভালোলাগা থেকেই নগরের প্রতিটি কলোনিসহ প্রতিটি মানুষের কাছে গিয়েছি। নগরবাসীর সুখে-দুঃখে দুজনই পাশে থাকব।

বাধাবিপত্তি উপেক্ষা করে বিপুল ভোটে নির্বাচিত করায় বরিশালের নগরবাসীকে ধন্যবাদ জানিয়ে নৌকা প্রতীকে জয় পাওয়া আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের বলেন, সর্বস্তরের মানুষ আমাকে যে ভালোবাসা দিয়েছে, সেই ভালোবাসার মর্যাদা যেন রক্ষা করতে পারি। সেজন্য মহান আল্লাহপাক আমাকে শক্তি দান করুন।

ফুলেল শুভেচ্ছায় সিক্ত

গতকাল দুপুরে নিউ সার্কুলার রোডের বাসায় নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ। এ সময় নেতাকর্মীরা বাধ্যযন্ত্রের তালে তালে নেচে গেয়ে উৎসব করেন। মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান সর্বস্তরের নেতাকর্মীরা। এ সময় বরিশালের নতুন মেয়র বলেন, সর্বস্তরের মানুষ আমাকে যে ভালোবাসা দিয়েছে, সেই ভালোবাসার মর্যাদা রক্ষা করব। তারা আমাকে বিশ্বাস করেছে, সেই বিশ্বাস আমি রক্ষা করব।

পরে নৌকার নির্বাচনী প্রধান কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন মেয়র খোকন। এর আগে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু নতুন মেয়রের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় বরিশাল সদর আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম বলেন, সুখী সমৃদ্ধ বরিশাল গড়ার যে স্বপ্ন নগরবাসীর রয়েছে, তা পূরণ করবেন নতুন মেয়র। শেখ হাসিনার উন্নয়নের মহাসড়ক থেকে নগরবাসী বিচ্ছিন্ন ছিল। এখন আমরা প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে যুক্ত হব।

পরে নৌকার নির্বাচনী প্রধান কার্যালয়ে নতুন মেয়র খোকন সেরনিয়াবাত ও লুনা আব্দুল্লাহকে ফুলেল শুভেচ্ছা জানান কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ শাহাব, জেলা শ্রমিক লীগের সভাপতি শাহজাহান হাওলাদার, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আফজালুল করিম, কেবিএস আহম্মেদ কবির, লস্কর নুরুল হক, আনিচ উদ্দিন সহিদ, মহানগর যুবলীগের আহ্বায়ক নিজাম উদ্দিন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

২০ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

জঙ্গল সলিমপুরের নিয়ন্ত্রণ দুই বাহিনীর হাতে, ঢুকতে লাগে অনুমতি!

ঘোষণা দিয়েও ইসলামী আন্দোলনের আমিরের আসন ছাড়েনি জামায়াত

সব রেকর্ড ভেঙে দেশে স্বর্ণের দামে ইতিহাস

দুই দেশ থেকে ফেরত এলো ৫৬০০ পোস্টাল ব্যালট

বাবা হতে চলেছেন সৌম্য সরকার

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরের সম্মানে যে ২ আসন ছাড়ল ইসলামী আন্দোলন

শুধু পড়াশোনার চাপ নয়, শিশুদের আগ্রহের বিষয়টিতে উৎসাহ দেওয়া জরুরি

ফেব্রুয়ারির শুরুতেই যেভাবে মিলবে ৪ দিনের ছুটি

১০

আমার কর্মীদের ভয়ভীতি দেওয়া হচ্ছে : মহিউদ্দিন আহমেদ

১১

আলিফ হত্যা মামলা / নিজেকে নির্দোষ দাবি করলেন চিন্ময় ব্রহ্মচারী

১২

আমির হামজার সকল ওয়াজ-মাহফিল স্থগিত ঘোষণা

১৩

ভারতীয়দের ভিসামুক্ত ভ্রমণ সুবিধা প্রত্যাহার দুই দেশের

১৪

পঞ্চগড়ে জাতীয় ছাত্রশক্তির ‘হ্যাঁ যাত্রা’ ক্যাম্পেইন

১৫

শাকসু নির্বাচন নিয়ে উত্তাল শাবি

১৬

খড়িবাহী ট্রাকের চাপায় প্রাণ গেল মা-মেয়ের

১৭

দেশে প্রথম বেস আইসোলেশন প্রযুক্তিতে ফায়ার সার্ভিস ভবন নির্মাণ করছে গণপূর্ত

১৮

সাইড দিতে গিয়ে ট্রাকের নিচে মোটরসাইকেল, মা-মেয়ে নিহত

১৯

নির্বাচনকালীন সহিংসতা রোধে মাজআসের গোলটেবিল আলোচনা সভা

২০
X