বরিশাল ব্যুরো
প্রকাশ : ১৪ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ১৪ জুন ২০২৩, ০৯:১৮ এএম
প্রিন্ট সংস্করণ

প্রতিশ্রুতির সব কাজ অগ্রাধিকার পাবে: খোকন

সিটি নির্বাচন
প্রতিশ্রুতির সব কাজ অগ্রাধিকার পাবে: খোকন

নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি পূরণে আরেক দফা অঙ্গীকার করলেন আবুল খায়ের আব্দুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত। বরিশাল সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র বলেন, প্রতিশ্রুতির সব কাজ অগ্রাধিকার ভিত্তিতে করব। আমার প্রতিশ্রুতির কোনোটা রাখা, কোনোটা বাদ দেওয়ার নয়। তবে যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেগুলো যাচাই-বাছাই করে অগ্রাধিকার দিয়ে কাজ করব।

গতকাল মঙ্গলবার সকালে বরিশাল নগরের কালুশাহ সড়কে নিজ বাসভবনে নির্বাচনে জয়লাভের প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। এর আগে গত সোমবার অনুষ্ঠিত বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে নৌকা প্রতীকে ৮৭ হাজার ৭৫২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন আবুল খায়ের আব্দুল্লাহ।

দলমত নির্বিশেষ সাধারণ নাগরিকদের সঙ্গে নিয়ে নতুন বরিশাল গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে নবনির্বাচিত মেয়র বলেন, মানুষ আমাকে ভালোভাবে গ্রহণ করেছে, তারা আমাকে বিশ্বাস করেছে। সেই বিশ্বাসের প্রতিফলন আমার ভোটের সংখ্যা। আমি কাউকে দ্বিধাবিভক্তি করতে চাই না। আর এটা কাজও না।

নির্বাচনে প্রচারের মাঠে আলোচনার শীর্ষে ছিলেন আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহর সহধর্মিণী লুনা আব্দুল্লাহ। ভোটে জেতার প্রতিক্রিয়ায় লুনা আব্দুল্লাহ বলেন, নিজের ভালোলাগা থেকেই নগরের প্রতিটি কলোনিসহ প্রতিটি মানুষের কাছে গিয়েছি। নগরবাসীর সুখে-দুঃখে দুজনই পাশে থাকব।

বাধাবিপত্তি উপেক্ষা করে বিপুল ভোটে নির্বাচিত করায় বরিশালের নগরবাসীকে ধন্যবাদ জানিয়ে নৌকা প্রতীকে জয় পাওয়া আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের বলেন, সর্বস্তরের মানুষ আমাকে যে ভালোবাসা দিয়েছে, সেই ভালোবাসার মর্যাদা যেন রক্ষা করতে পারি। সেজন্য মহান আল্লাহপাক আমাকে শক্তি দান করুন।

ফুলেল শুভেচ্ছায় সিক্ত

গতকাল দুপুরে নিউ সার্কুলার রোডের বাসায় নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ। এ সময় নেতাকর্মীরা বাধ্যযন্ত্রের তালে তালে নেচে গেয়ে উৎসব করেন। মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান সর্বস্তরের নেতাকর্মীরা। এ সময় বরিশালের নতুন মেয়র বলেন, সর্বস্তরের মানুষ আমাকে যে ভালোবাসা দিয়েছে, সেই ভালোবাসার মর্যাদা রক্ষা করব। তারা আমাকে বিশ্বাস করেছে, সেই বিশ্বাস আমি রক্ষা করব।

পরে নৌকার নির্বাচনী প্রধান কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন মেয়র খোকন। এর আগে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু নতুন মেয়রের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় বরিশাল সদর আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম বলেন, সুখী সমৃদ্ধ বরিশাল গড়ার যে স্বপ্ন নগরবাসীর রয়েছে, তা পূরণ করবেন নতুন মেয়র। শেখ হাসিনার উন্নয়নের মহাসড়ক থেকে নগরবাসী বিচ্ছিন্ন ছিল। এখন আমরা প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে যুক্ত হব।

পরে নৌকার নির্বাচনী প্রধান কার্যালয়ে নতুন মেয়র খোকন সেরনিয়াবাত ও লুনা আব্দুল্লাহকে ফুলেল শুভেচ্ছা জানান কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ শাহাব, জেলা শ্রমিক লীগের সভাপতি শাহজাহান হাওলাদার, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আফজালুল করিম, কেবিএস আহম্মেদ কবির, লস্কর নুরুল হক, আনিচ উদ্দিন সহিদ, মহানগর যুবলীগের আহ্বায়ক নিজাম উদ্দিন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমীর খসরু / যে বিষয়গুলোতে ঐকমত্য হয়েছে, তা নিয়েই এগিয়ে যেতে হবে

ইহুদিদের উৎসবের জন্য ইব্রাহিমি মসজিদ বন্ধ করল ইসরায়েল

এখন পর্যন্ত ফুটবল বিশ্বকাপের টিকিট পেল যে ১৯ দেশ

টেলিস্কোপে চাঁদ-তারা দেখে মুগ্ধ শিক্ষার্থীরা

আস-সুন্নাহ ফাউন্ডেশনে কাজের সুযোগ, থাকছে একাধিক সুবিধা

ঘানি টানা ষাটোর্ধ্ব দম্পতির পাশে তারেক রহমান

পটুয়াখালীতে ক্যাম্পে র‍্যাব সদস্যের মৃত্যু

চুক্তি হলেও উত্তর গাজায় ফিলিস্তিনিদের বাধা ইসরায়েলের

রোববার থেকে দেওয়া হবে টাইফয়েড টিকা : ডা. সায়েদুর

ধ্বংস হওয়া গাজা পুনর্গঠনে লাগবে ৬ লাখ কোটি টাকার বেশি

১০

২০ জিম্মির বিনিময়ে মুক্তি পাবে ১৯৫০ ফিলিস্তিনি বন্দি

১১

বাংলাদেশ সফরের জন্য চমক রেখে শক্তিশালী দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

১২

সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার

১৩

বাথরুমে একদম খোলামেলা গোসল করা কি জায়েজ?

১৪

বড়শি প্রতিযোগিতার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার পাঁয়তারা

১৫

মাইকে ঘোষণা করে যুদ্ধবিরতির খবর ছড়িয়ে দিচ্ছেন সাংবাদিকরা

১৬

সময়ের সঙ্গে চলচ্চিত্রে নারীদের অবস্থান বদলেছে: চিত্রাঙ্গদা সিং

১৭

বালু উত্তোলন করে নির্মাণাধীন সেতুতে ব্যবহার, প্রকৌশলীর কারাদণ্ড

১৮

নওগাঁর সাবেক এমপি ফারুক ঢাকায় গ্রেপ্তার

১৯

১৩ অক্টোবর সকাল-সন্ধ্যা হরতাল যে জেলায়   

২০
X