রাজন ভট্টাচার্য
প্রকাশ : ২১ আগস্ট ২০২৩, ০২:৩৮ এএম
আপডেট : ২১ আগস্ট ২০২৩, ০৭:২৩ পিএম
প্রিন্ট সংস্করণ
রওশনের নেতৃত্বে নভেম্বরে কাউন্সিল

আওয়ামী লীগের কাছে ৪০ আসন চায় জাপা

আওয়ামী লীগের কাছে ৪০ আসন চায় জাপা

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের কাছে ৪০ আসন চায় জাতীয় পার্টি। তেমনি আসন্ন নির্বাচনে শেষ পর্যন্ত ক্ষমতাসীনদের সঙ্গেই থাকছে বিরোধী দল। এই লক্ষ্যে বিরোধী দলের নেতার ডাকে দ্বাদশ সংসদ নির্বাচনের আগেই দশম জাতীয় সম্মেলনের আয়োজন করা হচ্ছে। এই সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী নভেম্বরের শেষ দিকে। সম্মেলনে রওশনকে জাপার চেয়ারম্যান ও মহাসচিব হিসেবে দুজনের নাম প্রস্তাব করা হয়েছে।

জাপার পক্ষে বৈঠকে অংশ নেওয়া একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরদিন রওশনপন্থিরা সম্মেলন প্রস্তুতি কমিটির জরুরি বৈঠক করেছেন।

গত শনিবার বিরোধী দলের নেতা ও জাপার প্রধান পৃষ্ঠপোশক রওশন এরশাদ চার সদস্যের প্রতিনিধিদল নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে। এই বৈঠকে বিরোধী দলের নেতার পক্ষ থেকে প্রধানমন্ত্রীর হাতে একটি ফাইল দেওয়া হয়েছে। এতে জাপার প্রত্যাশিত আসন, নতুন কমিটি, আওয়ামী লীগের পাশে থাকাসহ সার্বিক বিষয় উল্লেখ রয়েছে বলে সূত্র জানিয়েছে।

দীর্ঘদিন ধরেই নেতৃত্বের কোন্দল চলছে জাতীয় পার্টিতে। এর পরিপ্রেক্ষিতে রওশন এরশাদ ও জাপা চেয়ারম্যান জি এম কাদেরের অবস্থান একেবারেই ভিন্ন। শীর্ষ নেতৃত্বে কোন্দলের কারণে জাপার নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে বিভক্তি। ইতোমধ্যে আগামী নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়ে আওয়ামী লীগকে সমর্থন দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন রওশন। আর সরকারের সমালোচনায় মুখর জি এম কাদের। অনেকের ধারণা, জি এম কাদের হয়তো বিএনপির সঙ্গে জোট করতে আগ্রহী।

দলীয় সূত্রগুলো বলছে, বৈঠকে জাপা ৪০ আসনের তালিকা দিলেও প্রধানমন্ত্রী এ ব্যাপারে বিরোধী দলের নেতাকে কোনো আশ্বাস দেননি। তবে এই তালিকায় জি এম কাদেরের নাম রয়েছে বলে জানা গেছে। সাক্ষাতে নির্বাচনের আগে সম্মেলন করার কথা প্রধানমন্ত্রীকে জানান রওশন। তিনি এ ব্যাপারে সম্মতি দিয়ে জি এম কাদেরের অবস্থান জানতে চান। তখন রওশন বলেন, সম্মেলনে তিনি হবেন চেয়ারম্যান। জি এম কাদের ও রুহুল আমিন হাওলাদারের নাম নির্বাহী সভাপতি হিসেবে প্রস্তাব করা হয়েছে।

জানা গেছে, নতুন কমিটির মহাসচিব পদের জন্য চেষ্টা করছেন দুজন। তাদের একজন হলেন সাবেক মহাসচিব ও দলের সিনিয়র কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, অন্যজন বিরোধী দলের নেতার রাজনৈতিক সচিব গোলাম মসিহ। তবে তাদের দুজনের ব্যাপারেই রওশনের আগ্রহ কম। গোলাম মসিহ জি এম কাদেরপন্থিদের সঙ্গেও হাত মিলিয়েছেন। দলের সংসদ সদস্যদের সমর্থনও চেয়েছেন তিনি।

সম্মেলনে জাপার শীর্ষ নেতা থেকে শুরু করে সব সংসদ সদস্য অংশ নেবেন বলে প্রধানমন্ত্রীকে নিশ্চিত করেন রওশন। পাশাপাশি সব জেলা ও তৃণমূলের নেতাকর্মীদের অংশগ্রহণে কমিটি গঠন করা হবে। এরশাদের মৃত্যুর পর কাউন্সিলের মাধ্যমে জি এম কাদের জাপা চেয়ারম্যান নির্বাচিত হন। ইতোমধ্যে এই কমিটির মেয়াদ শেষ হয়েছে।

২০০৮ সালের নির্বাচনের আগে আওয়ামী লীগ যে ‘মহাজোট’ গড়েছিল, তাতে এইচ এম এরশাদ নেতৃত্বাধীন জাতীয় পার্টিও ছিল। এরপর ২০১৪ সালে বিএনপির বর্জনের মধ্যে অনুষ্ঠিত দশম সংসদ নির্বাচনে জাতীয় পার্টি আলাদা নির্বাচন করে সংসদে প্রধান বিরোধী দলের আসনে বসে। আবার আওয়ামী লীগের সঙ্গে সরকারেও অংশ নেয় দলটি, এরশাদ নিজেও হন প্রধানমন্ত্রীর বিশেষ দূত।

সবশেষ একাদশ সংসদ নির্বাচনে বিএনপি আসার পর সেই নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে আসন ভাগাভাগি করলেও দেড় শতাধিক আসনে প্রার্থী দিয়েছিল জাতীয় পার্টি। ফের গঠন করা হয় মহাজোট।

২০১৯ সালে এরশাদ মারা যাওয়ার পর জাতীয় পার্টির চেয়ারম্যানের দায়িত্ব নেন তার ভাই জি এম কাদের। তবে তার সঙ্গে ভাবি রওশনের বিরোধ চলছে।

জি এম কাদের আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন এককভাবে লড়ার ঘোষণা দিয়ে রেখেছেন। সূত্র বলছে, ৩০০ আসনে তার প্রার্থী তালিকাও প্রায় চূড়ান্ত। তবে রওশন এরশাদও প্রার্থী তালিকা করছেন।

এদিকে, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরদিন রোববার বিরোধীদলীয় নেতার মুখপাত্র কাজী মামুনূর রশীদ বলেছেন, জাতীয় রাজনীতিতে চ্যালেঞ্জ মোকাবিলার সময় এসেছে। তাই সাংগঠনিক শক্তি নিয়ে নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বলেন, শিগগিরই অনুষ্ঠিত হবে জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলন। এর পরপরই অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। তাই এ দুটি চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতি নিতে হবে। গুলশানে বিরোধীদলীয় নেতার রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলন প্রস্তুতি কমিটির সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

কালবেলাকে কাজী মামুনূর রশীদ বলেন, আগামী নির্বাচন ও আসন্ন অধিবেশনের আগে সংসদ নেতা ও বিরোধী নেতা সাংবিধানিক সরকার ব্যবস্থা নিয়ে বিরোধী দলের নেতা প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ আলোচনা করেছেন। এতে যারা ষড়যন্ত্রের গন্ধ খুঁজছেন, তারা নিজেরাই আগুন সন্ত্রাসীদের সঙ্গে হাত মেলাতে প্রস্তুতি নিচ্ছেন।

গুলশানের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এরশাদপুত্র রাহগীর আল মাহী সাদ এরশাদ এমপি। বক্তব্য দেন বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসিহ, জাপা নেতা অধ্যাপক দেলোয়ার হোসেন খান, সাবেক প্রতিমন্ত্রী গোলাম সারোয়ার মিলন, বিরোধীদলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা, হাবিবউল্লাহ বেলালী, জাফর ইকবাল সিদ্দিকী, এমএ গোফরান, রফিকুল হক হাফিজ, জিয়াউল হক মৃধা, ফখর উজ্জামান জাহাঙ্গীর, ইকবাল হোসেন রাজু, নুরুল ইসলাম মিলন, মামুনুর রশীদ, ইকরামুল খান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই টাইসনকে খুঁজে পাওয়া যাচ্ছে না  

ইউরিক অ্যাসিড বেড়ে গেলে কী খাবেন, কী খাবেন না

চারটি করে আসন চান মানিকগঞ্জ ও মুন্সীগঞ্জের প্রতিনিধিরা

ক্যাম্পে হামলার ঘটনায় দ্রুতই ব্যবস্থা নেবে যৌথ বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩০ কিলোমিটারজুড়ে ভয়াবহ যানজট

আড়াই মাস ধরে বন্ধ ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন

জাতীয় দলের সাবেক খেলোয়াড় মাদক ও অস্ত্রসহ আটক

বাতিল হচ্ছে রাজনৈতিক বিবেচনায় পাওয়া পরীক্ষা কেন্দ্র

জঙ্গিসহ ৭০০ আসামি এখনো পলাতক : কারা অধিদপ্তর

টেস্ট থেকে হুট করে অবসরের মূল কারণ জানালেন রোহিত

১০

সুন্দরবনে অভিযান দেখে পালালেন জেলেরা, জব্দ ৮৫০ কেজি কাঁকড়া  

১১

শরিফুল এম খানকে মার্কিন দূতাবাসের শুভেচ্ছা

১২

চোখে চোখ রেখে কথা বলা কেন জরুরি, জেনে নিন

১৩

নতুন একটি নির্বাহী আদেশে সই করলেন ট্রাম্প, থাকছে কঠোর শাস্তি

১৪

পবিপ্রবিতে অর্থ কেলেঙ্কারি, ২ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

১৫

শাহজালালে ১৩০ কোটি টাকার কোকেন উদ্ধার

১৬

ফুলবাড়ী ট্র্যাজেডি : দিবসেই শুধু কদর বাড়ে নিহতদের পরিবারের

১৭

৩৫ বছর ধরে বেদখলে থাকা জমি ঢাকঢোল পিটিয়ে উদ্ধার

১৮

ঘোষিত দলে কেন জায়গা হয়নি নেইমারের, জানালেন আনচেলত্তি

১৯

মাছের মাথার ‘সোনার মণি’ বিক্রি করে লাখ টাকা আয় নেওয়াজের

২০
X