রিমোট কন্ট্রোল কার শিশুদের খেলনা হিসেবে বেশ জনপ্রিয়। তবে এক ব্রিটিশ নাগরিকের কাছে এ গাড়ি বিশেষ কিছু। যার মাধ্যমেই তিনি গড়লেন বিশ্ব রেকর্ড। তার জেট পাওয়ারের রিমোট কন্ট্রোল কারটি প্রথম চেষ্টাতেই ছুটল ৯৪ মাইল গতিতে। এর মাধ্যমে দ্রুততম গতিতে ছুটে চলার খেতাব অর্জন করল রিমোট কন্ট্রোল জেট চালিত গাড়িটি।
জনপ্রিয় ইউটিউবার জেমস হুমসলি তার রিমোট কন্ট্রোল কারে জেটকেট ২২০ ইঞ্জিন ব্যবহার করেন। পরে গাড়িটি ওয়েলসের লালনবেদর বিমানবন্দরের রানওয়েতে আয়োজিত রেডিও অপারেটেড স্ক্যাল স্পিড অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠানে নেন। সেখানে প্রথমবারেই গাড়িটি ঘণ্টায় ৯৪ দশমিক ৭৬ মাইল গতিতে ছোটে, যা অনায়াসেই পূর্বের ঘণ্টায় ৯৩ দশমিক ২ মাইলের রেকর্ড অতিক্রম করে; কিন্তু এতে সন্তুষ্ট ছিলেন না হুমসলি। দ্বিতীয় প্রচেষ্টায় গাড়ির গতি তোলেন ঘণ্টায় ১৩৭ মাইল; কিন্তু সামান্য ত্রুটির কারণে এটি বাতিল হয়ে যায়। পরে তৃতীয় চেষ্টায় গাড়ির গতি উঠে ১৪১ মাইলে; কিন্তু এবারও ভাগ্য সহায় হয়নি হুমসলির। কেননা, এবার তীব্র বাতাস গাড়িটি রানওয়ে থেকে ছিটকে দেয় এবং পরে তা বিস্ফোরিত হয়।
গাড়ি বিস্ফোরিত হওয়ায় আশাহত হন জনপ্রিয় এ ইউটিউবার। যদিও প্রথম দফাতেই তিনি মালিক হয়ে যান বিশ্বরেকর্ডের। সূত্র: ইউপিআই
মন্তব্য করুন