কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩৫ এএম
প্রিন্ট সংস্করণ

প্রকৌশলীর নির্দেশে পৈশাচিকতা চলে আকাশের ওপর

প্রকৌশলীর নির্দেশে পৈশাচিকতা চলে আকাশের ওপর

রাজধানীর মোহাম্মদপুরের কিশোর আকাশকে (১৪) রড চুরির অভিযোগে নৃশংসভাবে পিটিয়ে হত্যাকাণ্ডের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন পর্যন্ত মূলহোতাসহ পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে দুজনকে মোহাম্মদপুর থানা পুলিশ ও তিনজনকে র‌্যাব গ্রেপ্তার করেছে।

তদন্ত-সংশ্লিষ্টরা জানান, কিশোর আকাশকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের বিষয়টি প্রাথমিকভাবে স্বীকার করেছে গ্রেপ্তার আসামিরা। তারা জানান, এ ঘটনার মূলহোতা প্রকৌশলী মীর মোয়াজ্জেম হোসেন। গত শুক্রবার সিরাজগঞ্জ সদর থানা এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত মোহাম্মদ জহিরুল ইসলাম বাবু (২১) ও মো. আব্দুল বারেক বাবুকে (২৩) গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ। একই দিন রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোয়াজ্জেম হোসেন, ফিরোজ ও মোস্তাফিজুর রহমানকে আটক করে র‌্যাব।

গতকাল শনিবার রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, নির্মাণ শ্রমিকরা আকাশকে চোর সন্দেহে আটক করে তাদের থাকার জায়গায় নিয়ে যায়। পরে প্রকৌশলী মোয়াজ্জেমের নির্দেশে ওই কিশোরকে রড চুরির অপবাদ দিয়ে মধ্যযুগীয় কায়দায় হাত-পা বেঁধে বাঁশের সঙ্গে ঝুলিয়ে লাঠি, লোহার রড ও স্টাম্প দিয়ে নির্মমভাবে মারধর করা হয়। মোবাইল ফোনে পুরো ঘটনার ভিডিও ধারণ করে মোয়াজ্জেমের কাছে পাঠানো হয়। ফিরোজ ও মোস্তাফিজুর আকাশের ওপর নির্যাতন চালায়। ফিরোজ পেশায় একজন শ্রমিক। মোস্তাফিজুর নির্মাণাধীন সাইটের ফোরম্যান হিসেবে আছে।

উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর রাতে আকাশ বন্ধুদের সঙ্গে মোহাম্মদপুরের টিক্কাপাড়ায় নির্মাণাধীন বরাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আড্ডা দিতে যায়। সেখানে শ্রমিকরা চোর সন্দেহে তাদের ধাওয়া করলে অন্য বন্ধুরা পালিয়ে যেতে পারলেও আকাশকে তারা আটক করে। পরে ভবনটির ইঞ্জিনিয়ার মোয়াজ্জেমের নির্দেশে তাকে লাঠি, লোহার রড ও স্টাম্প দিয়ে পেটানো হয়। পরদিন ভোর ৬টার দিকে আকাশ গুরুতর অসুস্থ হয়ে পড়লে নির্যাতনকারীরা তার ফুফুকে ফোনের মাধ্যমে জানায়। ফুফু ঘটনাস্থলে এসে আকাশকে উদ্ধার করে বাসায় নিয়ে যান। সকাল ৮টার দিকে সে মারা যায়।

আকাশের মৃত্যুর সংবাদ শুনে গ্রেপ্তার এড়াতে ইঞ্জিনিয়ার ও শ্রমিকরা পালিয়ে রাজধানীর মগবাজার, রমনাসহ বিভিন্ন স্থানে আত্মগোপনে চলে যায়। এ ঘটনায় আকাশের ফুফু মোহাম্মদপুর থানায় বাদী হয়ে হত্যা মামলা করেন। আকাশ স্থানীয় একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির একজন ছাত্র ছিল। তাকে নির্যাতনের ভিডিও ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপকমিশনার মৃত্যুঞ্জয় দে বলেন, হত্যায় ব্যবহৃত লাঠি, রড ও ক্রিকেট খেলার স্টাম্প উদ্ধার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগ্রাসন বিরোধী আন্দোলনের উদ্যোগে ‘জুলাই বীর সম্মাননা’ অনুষ্ঠান বুধবার

গোয়েন্দা সংস্থাকে নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা অনাকাঙ্ক্ষিত

বিশ্বকাপ খেলা নিয়ে বিসিবির সঙ্গে বৈঠকে বসছে আইসিসি

তারেক রহমানের নিরাপত্তা টিমে যুক্ত হলেন আরও ৩ জন

জকসুর ভোট গণনা নিয়ে যা জানাল নির্বাচন কমিশন

আগ্রাসনবিরোধী আন্দোলনের উদ্যোগে ‘জুলাই বীর সম্মাননা’ অনুষ্ঠান বুধবার 

বিশ্বকাপে ভারতে না গেলে আর্থিক ক্ষতির মুখে পড়বে বিসিবি!

কৃষক লীগ নেতা আব্দুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রামে জামায়াতের কোটিপতি প্রার্থী, সম্পদ কত?

ঝালকাঠিতে ইনসাফ মঞ্চের যাত্রা শুরু

১০

বরিশালের সাবেক মেয়র সাদিক আবদুল্লাহর বিরুদ্ধে দুর্নীতির মামলা

১১

১০ জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে

১২

সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা

১৩

বিএনপিকে পত্রপল্লবে সজ্জিত করেছেন বেগম খালেদা জিয়া : কায়সার কামাল

১৪

ব্যালেট পেপার হাতে পেয়ে খুশি মালদ্বীপ প্রবাসীরা

১৫

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নিকডু শিক্ষক সমিতির দোয়া মাহফিল 

১৬

সোনারগাঁয়ে যুবলীগ নেতা জাকির ও নেত্রী রোজি গ্রেপ্তার

১৭

নিহত যুবদল নেতার স্ত্রী হলেন পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক 

১৮

নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না : মিলন

১৯

তিন বছর পর বুবলীর ‘প্রেশার কুকার’

২০
X