এনায়েত শাওন
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৩, ০৩:০০ এএম
আপডেট : ০৭ নভেম্বর ২০২৩, ০৮:১৮ এএম
প্রিন্ট সংস্করণ

তপশিলের পর নতুন কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরোনো ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরোনো ছবি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্যালয়ে বসবেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের স্থায়ী কার্যালয়টিই ব্যবহার করবেন তিনি।

নির্বাচনের সময় আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য দলের সভাপতি শেখ হাসিনার জন্য নতুন কার্যালয়ের প্রস্তুতি প্রায় সম্পন্ন। তপশিল ঘোষণার পর নতুন কার্যালয় থেকেই দলীয় সব সভা, মনোনয়ন চূড়ান্তের জন্য ধারাবাহিক বৈঠক এমনকি ভার্চুয়ালি যুক্ত হয়ে যে কোনো কাজের ক্ষেত্রে তিনি ব্যবহার করবেন নতুন এই কার্যালয়।

দলের নেতারা জানান, নির্বাচনের সময় যে কোনো ধরনের বিতর্ক এড়াতেই আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন নতুন কার্যালয় থেকেই প্রধানমন্ত্রী নির্বাচনের দিন পর্যন্ত কাজ করবেন। এজন্য কার্যালয়ে প্রধানমন্ত্রীর জন্য নিজস্ব কক্ষ, নেতাদের সঙ্গে বৈঠকের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ, অন্তত পাঁচশ নেতাকর্মীর সঙ্গে বৈঠক করার মতো বড় হলরুমের ব্যবস্থা করা হয়েছে। প্রধানমন্ত্রীর পাশাপাশি আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটিও এই কার্যালয় থেকে নির্বাচনের সময় দলের সব কর্মকাণ্ড চালাবেন।

ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ কালবেলাকে বলেন, তপশিল ঘোষণার পরে দলের সভাপতির বসার জন্য কক্ষ তৈরির কাজ সম্পন্ন হয়েছে। এ ছাড়া ভবনের আনুষঙ্গিক কাজগুলো আগামী সপ্তাহের আগেই শেষ হবে। এ ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টিও আমাদের মাথায় রাখতে হচ্ছে।

গতকাল সোমবার সকালে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের হঠাৎ তেজগাঁওয়ের এই কার্যালয় পরিদর্শন করেন। তিনি কার্যালয় প্রস্তুতির সার্বিক বিষয় নিয়ে কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সম্ভাব্য সদস্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সাদিক ও প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী প্রমুখ।

দলীয়প্রধানের এই কার্যালয় সরেজমিন পরিদর্শনে গেলে দেখা যায়, বিভিন্ন কক্ষে শীতাতপ যন্ত্র স্থাপনের কাজ চলছে। চারদিকে সীমানা প্রাচীর ও নিরাপত্তারক্ষীদের জন্য কক্ষ নির্মাণের কাজ চলছে।

এর আগের জাতীয় নির্বাচনের সময়ও প্রধানমন্ত্রী ধানমন্ডি থেকে কার্যক্রম পরিচালনা করেন। গত সপ্তাহে গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি যখন নির্বাচনে প্রার্থী হব, তখন এখানে (গণভবন) বসে ভিডিও কনফারেন্স করব না। যেহেতু বেশিরভাগ যোগাযোগ ভিডিও কনফারেন্সের মাধ্যমে করতে হবে, সেজন্যই তিনি তেজগাঁওয়ের কার্যালয় বেছে নিয়েছেন।

প্রসঙ্গত, গত ৩ জুন ঢাকা জেলা আওয়ামী লীগের জন্য রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় এ কার্যালয়ের উদ্বোধন করেন শেখ হাসিনা। এই ভবনটি বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সঙ্গে ঢাকা জেলা আওয়ামী লীগও ব্যবহার করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর 

বিইউবিটিতে অনুষ্ঠিত হলো ভাইস চ্যান্সেলর’স ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

প্রিমিয়ার লিগে দলবদলের বাজেট ভাঙল সব রেকর্ড!

বিশ্বে ১০০ কোটির বেশি মানুষ মানসিক সমস্যায় আক্রান্ত

জাতীয় সংলাপ আয়োজন করল ম্যাক্স ফাউন্ডেশন

চাকসুর ভোটার তালিকায় শিক্ষকের নাম, ছাত্র হলের তালিকায় ছাত্রী

চট্টগ্রামে এসএমজি ও শটগানের কার্তুজসহ গ্রেপ্তার ২

তারিক সিদ্দিকীর মেয়ে বুশরার আয়কর নথি জব্দের নির্দেশ

গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : নীরব

বাংলাদেশে যাত্রা শুরু করল অ্যাপোলো হাসপাতালের ইনফরমেশন সেন্টার

১০

ঘুরতে গিয়ে ধরা ছাত্রলীগ নেতা, অতঃপর...

১১

ট্রেনের ছাদ যেন ঝর্ণা!

১২

পায়ের রগ কেটে ব্যবসায়ীকে হত্যা

১৩

ফেরদৌসকে ভালোবাসা নিয়ে মুখ খুললেন শ্রীলেখা

১৪

ধুয়ার গানের দলের ছন্দময় জাদু

১৫

ওজন বেশি! বুঝবেন কীভাবে

১৬

উচ্ছেদ অভিযানে গিয়ে আহত ২ পুলিশ সদস্য

১৭

আফগানিস্তানে ভূমিকম্প / ধ্বংসস্তূপের নিচে মানুষ, টেনে তোলার কেউ নেই

১৮

নীলফামারীতে শ্রমিক হত্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিন্দা

১৯

কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা কারাগারে

২০
X