রাজন ভট্টাচার্য
প্রকাশ : ২৭ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২৭ জুন ২০২৩, ১০:১৫ এএম
প্রিন্ট সংস্করণ

পথের ভোগান্তি রয়েই গেল

ঈদযাত্রা
গাড়ির চাপে সোমবার তীব্র যানজটের সৃষ্টি হয় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে। ছবি: কালবেলা
গাড়ির চাপে সোমবার তীব্র যানজটের সৃষ্টি হয় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে। ছবি: কালবেলা

নানামুখী প্রস্তুতির পরও ঈদযাত্রায় ভোগান্তি রয়েই গেল। গতকাল সোমবার সকাল থেকেই দেশের গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোতে বেড়েছে যানজট। ধীরগতি পরিলক্ষিত হয়েছে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ সড়কে। কাঙ্ক্ষিত বাস না পেয়ে অনেকেই ট্রাক-পিকআপে জীবনের ঝুঁকি নিয়ে ঢাকা ছেড়েছেন।

আজ থেকে শুরু হচ্ছে ঈদুল আজহার পাঁচ দিনের সরকারি ছুটি। ঘরে ফেরা মানুষের ঢল নামবে পথে পথে। এদিন সবচেয়ে বেশি মানুষ একত্রে ঢাকা ছাড়বেন বলে ধারণা করা হচ্ছে। সে ক্ষেত্রে ভোগান্তি আরও প্রকট হতে পারে বলে ধারণা যোগাযোগ বিশেষজ্ঞদের। এদিকে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পুলিশ সদস্যরা সার্বক্ষণিক মাঠে রয়েছেন বলে জানিয়েছেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

গতকাল সোমবার ভোর থেকেই রাজধানী থেকে ঘরমুখো মানুষের চাপ বাড়ে। ভোগান্তির অভিযোগ আসতে থাকে ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে। মহাখালী আন্তঃজেলা বাস মালিক সমিতির সভাপতি আবুল কালাম বলেন, সকালে টার্মিনালে ঘরমুখো মানুষের বেশি চাপ ছিল। জয়দেবপুর-চৌরাস্তা পাড়ি দিতে দীর্ঘ সময় লেগেছে। চন্দ্রা-নবীনগরেও যানজট হওয়ার কথা জানান তিনি। তবে রাস্তা ভালো থাকার কথা উল্লেখ করে এ পরিবহন নেতা বলেন, ঈদ উপলক্ষে আশানুরূপ যাত্রী চাপ বাড়েনি।

যোগাযোগ বিশেষজ্ঞ ড. শামসুল হক কালবেলাকে বলেন, ঈদযাত্রার জন্য নেওয়া সিদ্ধান্তগুলো সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে। এর পরও যানজট হবে না, তা বলা যাবে না।

যানজটের সবচেয়ে বড় আশঙ্কার জায়গা টঙ্গী থেকে জয়দেবপুর চৌরাস্তা পর্যন্ত। ভোগান্তি কমাতে এরই মধ্যে বাস র‌্যাপিড ট্রানজিট-বিআরটি প্রকল্পের চার কিলোমিটার অংশ ঈদের আগেই খুলে দেওয়া হয়েছে। এর আগে আরও চার কিলোমিটার অংশ খুলে দেওয়া হয়। কিন্তু পরিস্থিতির উন্নতি হয়নি।

সকালে মহাখালী বাস টার্মিনাল থেকে রওনা দিয়ে নেত্রকোনায় যাওয়া রুপন বলেন, জয়দেবপুর চৌরাস্তা পাড়ি দিতেই সময় লেগেছে প্রায় তিন ঘণ্টা। একই অভিযোগ করেন ময়মনসিংহের যাত্রী কাদির মিয়াও।

দুপুরে বগুড়া থেকে ঢাকায় আসা অনিল সেন বলেন, সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতু পাড়ি দিয়ে ঢাকায় আসতে সময় লেগেছে প্রায় পাঁচ ঘণ্টা। পথে বিভিন্ন পয়েন্টে যানজট হওয়ার কথা জানিয়ে তিনি বলেন, চন্দ্রা-আব্দুল্লাহপুর ও বাইপাইলের ভোগান্তি হয়েছে সবচেয়ে বেশি। পথে যাত্রী ওঠানোর অসম প্রতিযোগিতা, বাড়তি যানবাহনের চাপ, এলোমেলোভাবে গাড়ি রাখায় এমন হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

বঙ্গবন্ধু সেতু চালু হওয়ার পর থেকে এই মহাসড়ক দিয়ে উত্তর ও দক্ষিণবঙ্গের প্রায় ২২টি জেলার যানবাহন চলাচল করে। সাধারণত প্রতিদিন ২০ থেকে ২৫ হাজার গাড়ি চলাচল করে এই মহাসড়কে। ঈদের ছুটিতে তা বেড়ে দাঁড়ায় ৫০ থেকে ৬০ হাজারে। বিপুলসংখ্যক গাড়ির চাপে টোলপ্লাজা মাঝেমধ্যেই বন্ধ রাখতে হয়। ফলে গাড়ির সাড়ি দীর্ঘ হয়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

সেতুর দায়িত্বপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী আহসানুল পাভেল বলেন, ঈদে স্বাভাবিকের তুলনায় তিনগুণ বেশি যানবাহন চলাচল করে। গরুবাহী ট্রাক তো থাকছেই। সেতুর পশ্চিম পাশে গাড়ি স্বাভাবিক গতিতে চালাতে না পারায় সেতুর পূর্বদিকে যানজট হয়। যানজট এড়াতে সেতু পূর্ব ও পশ্চিমে মোট ১৮টি বুথে টোল আদায় করা হচ্ছে।

টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, এবারও মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশে যানবাহনের জন্য একমুখী করা হচ্ছে। উত্তরবঙ্গ থেকে বাস ভুঞাপুর লিঙ্ক রোড ব্যবহার করে এলেঙ্গা হয়ে ঢাকা পৌঁছাবে। আর গরুবাহী ট্রাক সেতু থেকে সরাসরি এলেঙ্গা হয়ে ঢাকা যাচ্ছে। আশা করছি, এবারও কোনো যানজট হবে না।

সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ কালবেলাকে বলেন, নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে হলে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে নেওয়া ১৪টি সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে। অন্যথায় ভোগান্তি এড়ানো যাবে না।

বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার বলেন, বিআরটিএ কার্যালয়ে কন্ট্রোল রুম চালু হয়েছে। হটলাইনে বিভিন্ন সড়কের যাত্রীরা নানা সমস্যার কথা জানাচ্ছেন। তা নিরসনে আমরা সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিচ্ছি।

এদিকে হাইওয়েতে ঘটে যাওয়া যে কোনো বিষয়ে অভিযোগ পাঠাতে ‘হ্যালো অ্যাপ’ চালু করেছে হাইওয়ে পুলিশ। রাস্তা বন্ধ, যানজট ও বিকল্প রাস্তাসহ বিভিন্ন বিষয়ে এই অ্যাপ থেকে সহযোগিতা পাওয়া যাবে।

ঝুঁকি নিয়েই ছুটছে মানুষ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দেখা গেছে, ট্রাক, পিকআপ, মোটরসাইকেল ও মুরগির খাঁচার ওপর বসে ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে মানুষ। এ অবস্থায় নারী ও শিশুদেরও দেখা গেছে।

কয়েকজন যাত্রী বলেন, ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও বাস পাননি তারা। আবার দু-একটি বাস পাওয়া গেলেও ভাড়া দ্বিগুণ। তাই বাধ্য হয়েই ট্রাক ও পিকআপে বাড়ি ফিরতে বাধ্য হচ্ছেন তারা।

টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, ঝুঁকি নিয়ে বাড়ি ফেরার বিষয়টি লক্ষ করেছি। যেখানে থেকে যাত্রীরা ঝুঁকি নিয়ে উঠছে, সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মাঠে পুলিশ: ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পুলিশ সদস্যরা ২৪ ঘণ্টাই দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনি বলেন, যাত্রাপথে কারও কথায় আকৃষ্ট হয়ে কোমল পানীয় বা খাবার খাবেন না। ছিনতাইকরী ও মলম পার্টি থেকে সাবধানে থাকবেন। প্রয়োজন হলে পুলিশকে জানাবেন। নৌপথে স্পিডবোট ও ট্রলারে নৌ পুলিশ নিরাপত্তার দায়িত্বে থাকবে।

গতকাল সোমবার দুপুরে পুরান ঢাকার সদরঘাটে নৌপথে ঈদযাত্রার প্রস্তুতি পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

এর আগে এদিন সকালে গাবতলী স্থায়ী পশুর হাট পরিদর্শন করেন আইজিপি। সেখানে তিনি বলেন, মেট্রোপলিটন পুলিশ, হাইওয়ে পুলিশ, টুরিস্ট পুলিশ, জেলা পুলিশ, রেলওয়ে পুলিশ, র্যাব, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, নৌ পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশসহ সব ইউনিট একযোগে কাজ করছে। কেউ হয়রানির শিকার হচ্ছেন কি না, তা জানার চেষ্টা করেছি। এখন পর্যন্ত সবাই স্বস্তিদায়ক ঈদযাত্রার কথা বলেছেন।

পুলিশপ্রধান বলেন, যারা ঢাকা শহর ছেড়ে ঈদ করতে গ্রামে যাবেন, তারা নিজেদের প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ, মূল্যবান জিনিসপত্র সযত্নে ও নিরাপদে রেখে যাবেন। কেউ কোনো সমস্যায় পড়লে পুলিশকে জানান।

রেলপথে ভোগান্তি নেই: কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেছেন, শতভাগ টিকিট অনলাইনে পাওয়ায় যাত্রীদের কোনো ভোগান্তি নেই। সবগুলো ট্রেন নিয়মে চলাচল করছে। শুধু রংপুর এক্সপ্রেস আসতে কিছুটা বিলম্ব হয়েছিল।

গতকাল সোমবার ঈদে ট্রেন ভ্রমণের সার্বিক বিষয় নিয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি। স্টেশন ম্যানেজার বলেন, আমরা আগে দেখেছি সকালের ট্রেন রাতে গেছে, মানুষ টিকিট কাটার সময় ভোগান্তিতে পড়েছেন। তবে ট্রেনে এখন আর আগের দিন নেই। ট্রেন যাত্রা এখন আরও সহজ হয়েছে।

তিনি জানান, গতকাল সোমবার সারাদিন সব মিলিয়ে মোট ৫৩ জোড়া ট্রেন কমলাপুর ছেড়ে যায়। ১০৬টি ট্রেনের মধ্যে তিন জোড়া স্পেশাল ট্রেন ছেড়ে যাবে। এ ছাড়া ৪১ জোড়া আন্তঃনগর ট্রেন রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

বিক্ষোভে সন্ত্রাসীদের সহায়তা দিচ্ছে ইসরায়েল, অভিযোগ ইরানের

ইরানে হামলা পেছাতে ট্রাম্পকে অনুরোধ করেন নেতানিয়াহু

ইউরোপীয়দের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ

কোন ভিসায় স্থগিতাদেশ, জানাল যুক্তরাষ্ট্র

১১ দলীয় জোট ৪৭ আসনে প্রার্থী দেয়নি যে কারণে

ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলন আজ

কেন ১৪৭০৭ কোটির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন মেসি?

প্রার্থিতা পাননি মাহমুদা মিতু, যা বললেন নাহিদ ইসলাম

১০

জাতীয় নির্বাচন / ভোটকেন্দ্র সংস্কারে ৬ কোটি টাকা বরাদ্দ, তদারকিতে কমিটি

১১

খালেদা জিয়ার আদর্শ ধারণ করেই আগামীর রাষ্ট্র বিনির্মাণ করবে বিএনপি : রবিন

১২

প্রার্থী নিয়ে বিভ্রান্তি, যা জানাল বাংলাদেশ খেলাফত মজলিস

১৩

ঢাকায় শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার

১৪

যেসব আসন পেয়েছে এনসিপি 

১৫

শুক্রবার থেকেই মাঠে ফিরছে বিপিএল

১৬

মুঠোফোনে হুমকি পাওয়ার অভিযোগ কোয়াব সভাপতি মিঠুনের

১৭

জাইমা রহমানের ফেসবুক-ইনস্টাগ্রাম আইডির তথ্য জানাল বিএনপি

১৮

যে ২০ আসন পেল বাংলাদেশ খেলাফত মজলিস

১৯

ভিসা নিয়ে মার্কিন সিদ্ধান্তের বিষয়ে কী করবে সরকার, জানালেন তথ্য উপদেষ্টা

২০
X