রীতা ভৌমিক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৪, ০৩:৫৯ এএম
আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪, ১০:২১ এএম
প্রিন্ট সংস্করণ

বস্তি থেকে ফ্ল্যাটে উঠে সুখে নেই তারা!

বাউনিয়ায় গৃহায়নের প্রকল্প
বস্তি থেকে ফ্ল্যাটে উঠে সুখে নেই তারা!

মিরপুর ১১ নম্বরের পুষ্করিনীপাড়ের কলাবাগান বস্তিতে তিনটি ঘর নিয়ে সপরিবারে থাকতেন রহিমা। সেখানে কোনো ভাড়া দিতে হতো না। কিস্তিতে ৪০ হাজার টাকা ঋণ নিয়ে একটি ভ্যানগাড়ি বানিয়ে স্বামী-স্ত্রী মিলে শাকসবজির ব্যবসা করতেন তারা। প্রতিদিনের রোজগার থেকে ঋণের কিস্তিও দিচ্ছিলেন নিয়মিত। ২০২২ সালে সেখান থেকে বাউনিয়া বাঁধ এলাকায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ নির্মিত ফ্ল্যাটে ওঠেন রহিমারা। বহুতল ভবনের ষষ্ঠ তলায় আলো-বাতাসে পরিপূর্ণ খোলামেলা ফ্ল্যাটটিতে স্বামী ও দুই ছেলেমেয়ে নিয়ে মাস ছয়েক আনন্দেই ছিলেন তিনি। এরপর ভ্যানগাড়িটি চুরি হয়ে যাওয়ায় দরিদ্র পরিবারটি বিপাকে পড়ে যায়। বেঁচে থাকার তাগিদে এখন স্বামী রিকশা চালান। আর রহিমা নিজে ইট ভাঙার কাজ করেন। দুজন মিলে যা আয় করেন তাতে তিন বেলা খাবার জোগাড় করাই কষ্টকর। তার ওপর ফ্ল্যাটের ভাড়া ও অন্যান্য ব্যয় মিলিয়ে মাসে ৭-৮ হাজার টাকা শোধ করতে হিমশিম খাচ্ছেন তারা।

রহিমা জানান, ‘আগে বস্তিতে কোনো ভাড়া ছিল না। বিদ্যুৎ খরচ বাবদ ৪০০-৫০০ টাকা দিলেই হতো। এখন প্রতি মাসে সাড়ে চার হাজার টাকা ফ্ল্যাট ভাড়া দিতে হয়। সেইসঙ্গে পানি, লিফট ও নিরাপত্তার জন্য সেবা ফি ১ হাজার ৪০০ টাকা। বিদ্যুৎ বিল ১ হাজার টাকারও ওপরে। সব মিলিয়ে ৭ থেকে ৮ হাজার টাকা। এরপর খাওয়া ও অন্যান্য খরচ তো আছেই। দুজনে কাজ করে যা পাই তা দিয়ে চারজনের তিন বেলা খাবার জোটাতে কষ্ট হয়। সেখানে ফ্ল্যাট ভাড়া জোগাড় করতে চারদিকে অন্ধকার দেখতেছি। কয়েক মাসের ভাড়াও বাকি পড়েছে।’

শুধু রহিমা নন, বস্তি থেকে সরকারের দেওয়া ফ্ল্যাটে উঠে তার মতো অনেকেরই এখন অসহায় অবস্থা। বছর দেড়েক আগে কালশী নতুনবাজার বাউনিয়া বাঁধ এলাকার ফ্ল্যাটগুলোতে ভাড়াটিয়া হিসেবে উঠেছিল মিরপুর-১১ নম্বরের কলাবাগান বস্তির ৫২৭টি পরিবার।

প্রতি মাসের ভাড়া টানতে এখন হিমশিম খাচ্ছেন অনেকেই। অধিকাংশের ভাড়া বকেয়া পড়ায় তাদের ফ্ল্যাটে বসবাস অনিশ্চিত হয়ে পড়েছে। সেইসঙ্গে হরহামেশা চুরির ঘটনায় অনিরাপত্তাও বোধ করছেন তারা।

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, রাজধানীর মিরপুরে বস্তিবাসীর জন্য ১৪ তলাবিশিষ্ট ৫টি ভবন নির্মাণে ব্যয় হয় ১৪৩ কোটি টাকা। উদ্দেশ্য বস্তিবাসীর জীবনমান উন্নয়ন, স্বাস্থ্যকর ও নিরাপদ পরিবেশে বসবাসের সুযোগ করে দেওয়া। এসব ভবনে মোট ফ্ল্যাট সংখ্যা ৫৪৭টি। সাময়িক ভাড়া চুক্তির ভিত্তিতে এসব ফ্ল্যাটে ওঠেন বস্তিবাসী। স্বাস্থ্যসম্মত পরিবেশে বসবাসের সুযোগ তৈরি করে দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার। ২০২১ সালের ৩ আগস্ট ফ্ল্যাটগুলো হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মিরপুর-১-এর জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী জোয়ারদার তাবেদুন নবী কালবেলাকে বলেন, ‘বস্তিবাসীকে স্বাস্থ্যসম্মত পরিবেশে বসবাসের জন্য প্রধানমন্ত্রী কিছু ফ্ল্যাট বরাদ্দ দিয়েছেন। প্রথম ভাগে ৩০০টি ফ্ল্যাট হস্তান্তর করা হয়েছিল। বাকি ২৪৭টি ফ্ল্যাটের মধ্যে ২২৭টির হস্তান্তর চলমান রয়েছে। প্রতিটি ফ্ল্যাটের আয়তন ৫১০ বর্গফুট (কমন স্পেসসহ ৬৭৩ বর্গফুট)। ফ্ল্যাটের মূল দরজা দিয়ে ঢুকে বাঁ পাশে শৌচাগার ও বাথরুম, ডানপাশে রান্নাঘর, মাঝখানের ঘরটা বসা ও খাবার ঘর—এরপর দুটি শোবার ঘর। প্রতিটি ভবনে রয়েছে কমিউনিটি হল, দুটি লিফট ও প্রশস্ত সিঁড়ি, অগ্নিনির্বাপণ ও সৌর বিদ্যুতের ব্যবস্থা; আছে জেনারেটর, বিদ্যুতের সাব-স্টেশন, প্রশস্ত ওয়াকওয়ে ও সৌন্দর্যবর্ধনের জন্য লাইটিংয়ের ব্যবস্থা।’

তিনি বলেন, ‘প্রথমত এই ফ্ল্যাটের ভাড়া নির্ধারণ করা হয়েছিল সাড়ে সাত হাজার টাকা। নিম্ন আয়ের মানুষের সামর্থ্যের কথা ভেবে প্রধানমন্ত্রী ভাড়া নির্ধারণ করেন সাড়ে চার হাজার টাকা। তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য পরামর্শও দেওয়া হয়। তারা যেন ঘরে বসে না থেকে হাতের কাজ বা বৈধভাবে অন্যান্য উপার্জনের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের চাকা সচল রাখতে পারেন। যারা দু’মাস ভাড়া দিতে পারবেন না, তারা তৃতীয় মাসে গিয়ে নোটিশ পাবেন। এর পরও তাদের আরও সময় দেওয়া হয় ভাড়া পরিশোধ করার।’

বাউনিয়া বাঁধের ফ্ল্যাট ভবনের বাউন্ডারির দেয়াল ঘেঁষে বড় বড় বস্তায় ভরা ভাঙাড়ি দোকানের মালপত্র আর ডানপাশে সারি সারি ভাঙাড়ির দোকান। আর ফটক দিয়ে ঢুকে একটু এগোলেই বাঁ পাশে ফ্ল্যাটবাসীর রাখা ময়লা-আবর্জনার স্তূপ থেকে আসা দুর্গন্ধই বলে দেয় কতটা স্বাস্থ্যসম্মত পরিবেশে আছেন এখানকার বাসিন্দারা।

এই ভবনের দোতলার পশ্চিমের একটি ফ্লাটে তালা ভেঙে সোনার গহনা-টাকা পয়সা নিয়ে গেছে চোর। ভুক্তভোগী ফাতেমা বলেন, ‘বস্তিতে ঘর খোলা রেখে গেলেও কখনো চুরি হয়নি। ভালো-নিরাপদ পরিবেশে থাকব বলেই ফ্লাটে উঠলাম। কিন্তু এখানে এসে নিঃস্ব হয়ে গেলাম।’

মিরপুরের কলাবাগান বস্তি থেকে ১৪ মাস আগে ৩ নম্বর ভবনের লিফটের ১০ তলার ১০-বি নম্বর ফ্ল্যাটে উঠেছেন সাবিনা। তার স্বামী অটোরিকশা চালান। সাবিনা বলেন, ‘রোজগার না থাকায় ফ্ল্যাটের ভাড়া পরিশোধ করতে পারছি না। এরপর ভবনের সামনে ময়লা ফেলায় দুর্গন্ধ ছড়ায়। প্রতিদিনের ময়লা প্রতিদিন পরিষ্কার করে না।’

এ বিষয়ে গৃহায়নের নির্বাহী প্রকৌশলী জোয়ারদার তাবেদুন নবী বলেন, ‘ফ্ল্যাটবাসীর কাছ থেকে নানারকম অভিযোগ পেয়ে থাকি। সেখানে নিরাপত্তার জন্য ক্লোজড সার্কিট ক্যামেরা লাগানোর উদ্যোগ নিয়েছি। পল্লবী থানার ওসিকে নিয়ে প্রতি মাসে গণশুনানি করি। গণশুনানিতে যে যে অভিযোগ উঠে আসে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে তা সমাধানের চেষ্টা করি। কোনো কোনো ক্ষেত্রে সফল হই, কোনো কোনো ক্ষেত্রে তদন্তের ভেতরে রেখে যাদের নামে অভিযোগগুলো আসে, ভাড়া থাকার যে শর্ত , সেই শর্ত ভঙ্গ করায়, তাদের ফ্ল্যাট বাতিল করার জন্য চেয়ারম্যান বরাবর পাঠাই। বাতিল হলে নতুন আবেদনকারীকে প্রদান করা হয়।’

তিনি বলেন, প্রতিটি ফ্ল্যাটের জন্য ১ হাজার ৪০০ টাকা সার্ভিস চার্জ দিতে হয় লিফট, কমন স্পেসের বিদ্যুৎ বিল আর পানির জন্য। ওদের ভাড়া অনিয়মিতের কারণে নিরাপত্তা প্রদানের জন্য সিকিউরিটি নিয়োগের সিদ্ধান্ত নিতে একটু দেরি হয়েছে। তবে দ্রুত ৫ জন বেতনভিত্তিক সিকিউরিটি নিয়োগ প্রদান করা হবে।’

ভবনের সামনে অপরিচ্ছন্নতা সম্পর্কে তিনি জানালেন, এ ব্যাপারে সিটি করপোরেশনের বর্জ্য নিয়ন্ত্রণ কর্মকর্তার সঙ্গে আলোচনা হয়েছে। শিগগিরই তারা দ্রুত পদক্ষেপ নেবেন— যাতে এখানে ময়লা-আবর্জনা নিয়মিত পরিষ্কার করা হয়। ভবনগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য পাঁচজন পরিচ্ছন্নতাকর্মী রাখা হয়েছে।’

যোগাযোগ করা হলে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান কালবেলাকে বলেন, তিনি জাতীয় সংসদ নির্বাচনের কয়েকদিন আগে বদলি হয়ে এই থানায় এসেছেন। মিরপুর বাউনিয়া বাঁধ ফ্ল্যাটবাসীর গণশুনানি বিষয়ে তিনি অবগত নন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা চায় না : মুশফিকুর রহমান

সিলেটে যানজট মোকাবিলায় এনসিপির ২৭ প্রস্তাবনা

একমাস পর খুলছে বাকৃবি, সেশনজটের শঙ্কা

মানুষের কাছে জাগপার বার্তা পৌঁছে দিতে হবে : রাশেদ প্রধান 

গাজীপুরে রাতের আঁধারে সড়কে ঝরল ৩ প্রাণ

তোফায়েল আহমেদের মৃত্যুর গুঞ্জন

আ. লীগের সহসম্পাদক ব্যারিস্টার হাবিব গ্রেপ্তার

এক টাকারও অভিযোগ দিতে পারলে রাজনীতি থেকে ইস্তফা দিব : সারজিস

ঢাকা মহানগর আদালতে পরিচ্ছনতা অভিযান

উপস্বাস্থ্যকেন্দ্রে নারীসহ ফার্মাসিস্ট আটক

১০

৮ দিন পর খাগড়াছড়িতে ১৪৪ ধারা প্রত্যাহার

১১

চাঁদা না দেওয়ায় ঠিকাদারকে ডেকে নিয়ে মারধর

১২

মাউন্ট-সেশকোর গোলে ম্যানইউর স্বস্তির জয়

১৩

সাবেক ছাত্রলীগ নেতা শিবু প্রসাদ গ্রেপ্তার

১৪

‘শহিদুল আলম ও গাজার পাশে আছি-থাকব’

১৫

রেবতী মহাজন বাড়ির বিজয়া সম্মিলনী

১৬

জামায়াত ধর্মের জন্য ক্ষতিকর : আমিনুল হক

১৭

এভারেস্ট বেজ ক‍্যাম্প সামিট ৮ বাংলাদেশির

১৮

তারেক রহমানের ৩১ দফায় দেশের উন্নয়নের কর্মপরিকল্পনা : আবু বকর সিদ্দিক

১৯

মানবাধিকার কর্মীদের আটকের ঘটনা কলঙ্কজনক অধ্যায় : মুহিউদ্দীন রাব্বানী

২০
X