রাজকুমার নন্দী
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৩৩ এএম
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৪৫ এএম
প্রিন্ট সংস্করণ

অপপ্রচার রোধে সরব হচ্ছে বিএনপি

ফের সামনে আনা হচ্ছে ‘৩১ দফা’
বিএনপির লোগো
অপপ্রচার রোধে সরব হচ্ছে বিএনপি

নির্বাচন, আন্দোলন এবং দল ও দলের শীর্ষ নেতাদের নিয়ে সরকার ও আওয়ামী লীগ নানা ‘অপপ্রচার’ করছে বলে মনে করে বিএনপি। এসব অপপ্রচার রোধে সরবও হচ্ছে দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা দলটি। অপপ্রচারমূলক বক্তব্য চিহ্নিত করে জবাব দেওয়ার পাশাপাশি সরকারের নানা অনিয়ম, দুর্নীতি এবং দেশের নানা সমস্যা ও এর সম্ভাব্য সমাধান নিয়ে সেক্টরভিত্তিক ১০ দফা কর্মপরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে। ব্যাপক পরিসরে অনলাইন ও অফলাইনে তা তুলে ধরে সরকারের বিরুদ্ধে জনমত গঠন করতে চায় তারা। এ কাজ বাস্তবায়নে দলের মিডিয়া সেলকে দায়িত্ব দিয়েছে হাইকমান্ড। বিষয়টি নিয়ে গত শনিবার মিডিয়া সেলের সঙ্গে ভার্চুয়ালি বৈঠকও হয়েছে। কর্মপরিকল্পনা প্রণয়ন এবং দিনক্ষণ চূড়ান্ত হলে সাংগঠনিক বিভাগ এবং বৃহত্তর জেলা পর্যায়ে কাজ শুরু করবে বিএনপির মিডিয়া সেল। সেখানে সেমিনারের মধ্য দিয়ে রাষ্ট্র মেরামতের রূপরেখা ৩১ দফাকে নতুন করে ব্র্যান্ডিং করার পাশাপাশি রূপরেখায় আরও নতুন তথ্য ও বিষয় সংযোজন নিয়ে সুধী সমাজের মতামত নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিএনপির অভিযোগ, আন্দোলন ও দ্বাদশ সংসদ নির্বাচন ইস্যুতে বিএনপির অবস্থান নিয়ে অপপ্রচার চালাচ্ছে সরকার ও সরকারি দল আওয়ামী লীগ। দলটির দাবি, বিএনপি নির্বাচন ও ভোট প্রতিহতের কোনো ঘোষণা দেয়নি। তারা দেশবাসীর প্রতি শান্তিপূর্ণভাবে ভোট বর্জনের আহ্বান জানিয়েছিল। তারা মনে করেন, ৭ জানুয়ারির নির্বাচন ছিল ডামি, একতরফা ও আসন ভাগাভাগির নির্বাচন।

বিএনপির আহ্বানে সাড়া দিয়ে দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ ভোট বর্জন ও প্রত্যাখ্যান করেছে। এ ছাড়া তাদের একদফার আন্দোলনও ছিল শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক, যেখানে জনগণের সমর্থন ছিল। আন্দোলন ঘিরে দেশ-বিদেশে বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত করার অপচেষ্টা চালানো হয়েছে। মুক্তিযুদ্ধে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান নিয়েও সরকার নানা অপপ্রচার চালাচ্ছে। এ নিয়ে দলের পক্ষ থেকে বিভিন্ন সময় পাল্টা জবাব দেওয়া হলেও সেটাকে যথেষ্ট বলে মনে করছেন না হাইকমান্ড। তাই ফেসবুক, টুইটার (বর্তমানে ‘এক্স’), টকশো, ব্লগসহ অনলাইন, অফলাইন সব প্ল্যাটফর্মকে ব্যাপকভাবে ব্যবহার করে দেশবাসীর কাছে সঠিক তথ্য ও দলের অবস্থান তুলে ধরার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিএনপি মনে করছে, আন্দোলন ও নির্বাচন ইস্যুতে পার্টির অবস্থান না জেনে দলপন্থি অনেকে এসব প্ল্যাটফর্ম ব্যবহার করে নিজের মতো করে মতামত প্রকাশ করছে। ফলে অনেকে তার অবস্থানকে দলের অবস্থান বলে ভুল করছে। এর মধ্য দিয়ে দেশবাসীর কাছে ভুল বার্তা যাচ্ছে। তারা যাতে দলের প্রকৃত অবস্থান জেনে তা তুলে ধরে, সেজন্য এসব প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর উদ্যোগ নিয়েছে বিএনপির মিডিয়া সেল।

জানা গেছে, সরকারের অপপ্রচারের বিরুদ্ধে সরব হওয়ার পাশাপাশি তাদের নানা অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের বিষয়গুলোও দেশবাসীর সামনে জোরালোভাবে তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এক্ষেত্রে ব্যাংক, বিদ্যুৎসহ দশটি সেক্টরকে চিহ্নিত করেছে দলটি। এসব সেক্টরের দুর্নীতি, অনিয়মের চিত্র পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরতে মিডিয়া সেলের সদস্যদের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। তারা এ নিয়ে কাজ করছেন। বিষয়টি চূড়ান্ত হলে তা দেশবাসীর সামনে তুলে ধরা হবে। এই উদ্যোগ সরকারের বিরুদ্ধে জনমত গঠনে সহায়ক হবে বলে মনে করছে বিএনপি।

বিএনপি ও যুগপতের মিত্রদের আন্দোলন ও বর্জনের মধ্যে গত ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচনের পর আন্দোলনে ব্যর্থতার কারণ অনুসন্ধানে ১৩ জানুয়ারি যুগপতের শরিক গণতন্ত্র মঞ্চের সঙ্গে বৈঠক করে বিএনপি। সেখানে বিএনপি আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে মানুষের জন্য কী করবে, তাদের কর্মপরিকল্পনা কী হবে–সে বিষয়গুলো তুলে ধরতে ৩১ দফাকে নতুন করে ব্র্যান্ডিং করার সিদ্ধান্ত নেওয়া হয়। জনগণের জন্য বিএনপির কোনো ভিশন নেই, বিভিন্ন সময় আওয়ামী লীগের এমন দাবির প্রসঙ্গটি তুলে ধরে ওই বৈঠকে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, যুগপৎ আন্দোলনের ভিত্তি ৩১ দফাকে দেশবাসীর কাছে সঠিকভাবে তুলে ধরতে পারলে সরকারের ওই দাবি মিথ্যা প্রমাণিত হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য সচিব ও দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি কালবেলাকে বলেন, বর্তমানে আমাদের নেতাকর্মীদের মধ্যে যারা টকশোতে যাচ্ছেন, তারা যেন সেখানে এসব বিষয়ে সঠিক তথ্য উপস্থাপন করতে প্রস্তুতি নিয়ে যান, তা নিয়ে দলের মিডিয়া সেল বিশেষ উদ্যোগ নিয়েছে। এ ছাড়াও সরকারের অপপ্রচার রোধে আমরা অনলাইন ও অফলাইনে সঠিক তথ্য উপস্থাপন করে প্রচার চালানোরও উদ্যোগ নিয়েছি।

দলটির মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন কালবেলাকে বলেন, বিএনপির বিরুদ্ধে সরকার ও সরকারি দলের নানা অপপ্রচার রোধ এবং নির্বাচন, আন্দোলনসহ চলমান রাজনৈতিক পরিস্থিতিতে সঠিক তথ্য তুলে ধরে পার্টির অবস্থান পরিষ্কার রাখার জন্য বিভিন্ন সামাজিক মাধ্যম, টকশোসহ মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষকদের উদ্দেশে কর্মকর্তা  / ‘এক পায়ে পাড়া দিয়ে, আরেক পা টেনে ছিঁড়ে ফেলবো’

সিলেটে পাথর লুটে জড়িত ৪২ জনের নাম প্রকাশ

অস্ট্রেলিয়ায় বাংলাদেশের তৃতীয় হার

নির্বাচনে হিন্দু ধর্মাবলম্বীদের সমর্থন ও সহযোগিতা চাইলেন তারেক রহমান

পাচার হওয়া অর্থ ফেরত আনতে কত বছর লাগবে, জানালেন প্রেস সচিব

স্বেচ্ছায় চাকরি ছাড়লেন বিসিএস ক্যাডারের ৬ কর্মকর্তা

চাকরি দিচ্ছে এসিআই, আবেদন করুন এখনই

কালুখালী জংশনে থামবে বেনাপোল এক্সপ্রেস, স্থানীয়রা উচ্ছ্বসিত 

হচ্ছে না ‘রাউডি রাঠোর ২’

তামিমের বিয়ে নিয়ে বিভ্রান্তি, মজা করলেন শান্ত

১০

টেলিকম প্রতিষ্ঠানকে ব্যবহার করে গোয়েন্দা নজরদারির গোমর ফাঁস

১১

‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামের উন্নয়নে কাজ করবে বাফুফে’

১২

সাদাপাথর লুটপাটে জড়িতের দ্রুত শাস্তির আওতায় আনা হবে : সিলেটের ডিসি 

১৩

প্রধান উপদেষ্টাকে উপহার দিলেন মেঘ

১৪

মোটরযানমুক্ত আধুনিক শহর, দেখেই চোখ জুড়ায় (ভিডিও)

১৫

জিলানীর শরীরে রয়ে যাওয়া ‘পিলেট’ অপসারণ করলেন বিএনপির স্বাস্থ্য সম্পাদক রফিক

১৬

গণপরিষদ নির্বাচনের বিষয়ে সরকারকে সিদ্ধান্তে আসতে হবে : আখতার 

১৭

৫ কাজ করতে পারবেন না ডাকসুর প্রার্থীরা

১৮

ধেয়ে আসছে অতি ভারী বৃষ্টিবলয় ‘স্পিড’, কবে কোথায় প্রভাব ফেলবে

১৯

এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে যে সিদ্ধান্ত নিল ভারত সরকার

২০
X