কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৪, ০৪:১৩ এএম
আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ০৮:৪৩ এএম
প্রিন্ট সংস্করণ

ট্রেনে স্বস্তি, সড়কে কিছুটা ভোগান্তি

ঈদযাত্রা
ট্রেনে স্বস্তি, সড়কে কিছুটা ভোগান্তি

প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে গতকাল শুক্রবার থেকে ঢাকা ছাড়তে শুরু করেছে মানুষ। রেলপথে শিডিউল বিপর্যয় ছাড়াই বাড়ি যাচ্ছেন যাত্রীরা। রাজধানীর বাস টার্মিনালগুলোতে যাত্রীর চাপ বাড়লেও পুরোপুরি ঈদযাত্রা শুরু হয়নি বলছেন পরিবহন সংশ্লিষ্টরা। সদরঘাটে ঢাকা নদীবন্দরে নৌপথেও যাত্রী বেড়েছে। তবে উপচে পড়া ভিড় নেই। তবে প্রথম দিন ঈদযাত্রায় চাপ বেড়েছে সড়কপথে।

গতকাল ছুটির দিনে সড়ক মহাসড়কে ছিল বাড়তি যানবাহনের চাপ। তবে কোথাও বড় ধরনের যানজটের ভোগান্তির খবর পাওয়া যায়নি। বঙ্গবন্ধু সেতুতে আগের চেয়ে যানবাহনের যাতায়াত অনেক বেশি। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ায় সড়কের দুপাশে রিসোর্টে বেড়াতে আসা যানবাহনের পার্কিংয়ের কারণে ১৩ কিলোমিটারজুড়ে যানজট হয়েছে। একই মহাসড়কের কুমিল্লা অংশে গতকাল বিকেল থেকে কিছুটা ধীরগতিতে যানবাহন চলতে দেখা যায়।

ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার মাসুদ সারোয়ার কালবেলাকে বলেন, সব ট্রেন যেন সময়মতো ছেড়ে যায়, আমরা সে চেষ্টাই করে যাচ্ছি। যাত্রীরা স্বাচ্ছন্দ্যে বাড়ি যেতে পারছেন বলেও জানান তিনি। ছুটির দিন শুক্রবার গাবতলী, সায়েদাবাদ, মহাখালী বাস টার্মিনাল ঘুরে দেখা

গেছে, যাত্রীর চাপ কিছুটা বেড়েছে। তবে টিকিট ও যানবাহনের কোনো সংকট নেই। মহাখালী আন্তঃজেলা বাস মালিক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ বলেন, ঈদযাত্রার যাত্রীর চাপ বলতে যা বোঝায়, তা এখনো শুরু হয়নি। আশা করি, ৭ এপ্রিল বিকেল থেকে চাপ বাড়বে।

গাজীপুর প্রতিবেদক জানান, সড়ক সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী বলেছেন, ঈদে অনেক লোক রাস্তায় নামে। তাদের যাত্রা নির্বিঘ্ন ও যানজট নিরসনে গতবারের চেয়ে এবার ভালো ব্যবস্থাপনা থাকবে। এবার সড়কের অবস্থা ভালো, গাড়ির সংখ্যাও বেশি। গতকাল বিকেলে গাজীপুর জেলা প্রশাসনের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে যাত্রী সাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

এক প্রশ্নের জবাবে সচিব বলেন, আমরা চাই না লক্কড়ঝক্কড় মার্কা গাড়িগুলো রাস্তায় আসুক। তিনি বলেন, ঈদে এমন পরিস্থিতি হয়, মানুষ রাস্তায় পড়ে থাকে; গাড়ি পাচ্ছে না, তখন কিন্তু নাছোড়বান্দা হয়ে সুযোগ দেওয়া হয়; কিন্তু এবার কঠোর হবো, যেন এই গাড়িগুলো যেতে না পারে।

জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের সঞ্চালনায় সওজ অধিদপ্তর প্রধান প্রকৌশলী, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধি, জেলা পুলিশ সুপার, গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, হাইওয়ে পুলিশসহ সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিরা সভায় উপস্থিত ছিলেন।

টাঙ্গাইল প্রতিনিধি জানান, ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রাজধানী থেকে উত্তরবঙ্গে যাত্রায় বেড়েছে মোটরসাইকেল ও ব্যক্তিগত যানবাহনের চাপ। বৃহস্পতিবার রাত ১২টার মধ্য ২৪ ঘণ্টায় ২৪ হাজার যানবাহন পারাপার হয়েছে। এ ছাড়াও মহাসড়কে গতকাল দুপুরের মধ্যে যানবাহনের যে চাপ, তাতে এ পর্যন্ত প্রায় ৪০ হাজার যানবাহন চলাচল হয়েছে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ। পুলিশ বলছে, গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে ৩৩ হাজারের বেশি যানবাহন চলাচল করলেও কোথাও কোনোরকম যানজটের সৃষ্টি হয়নি।

এদিকে অতিরিক্ত পুলিশ সুপার শরাফুদ্দিন জানান, মহাসড়কে যাত্রীদের স্বস্তির ঈদ যাত্রার লক্ষ্যে প্রায় ৭০০ জনের পুলিশ সদস্য পালাক্রমে কাজ করছে।

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি জানান, এবারের ঈদযাত্রার প্রথম দিকেই যানবাহনের চাপ বেড়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গজারিয়ার ১৩ কিলোমিটার অংশে। বৃহস্পতিবার রাত থেকে দীর্ঘ যানজট দেখা যায়। মহাসড়কটিতে কুমিল্লাগামী লেনে ভোর রাত থেকে যানবাহনের চাপ বাড়তে থাকে।

সরেজমিন দেখা যায়, গজারিয়ার মেঘনা সেতু থেকে দাউদকান্দি সেতু পর্যন্ত যানজট সৃষ্টি হয়। এই যানজটের কারণে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হচ্ছে বাড়িফেরা যাত্রীদের। যানজটে আটকে থাকা গাড়িগুলোর মধ্যে পণ্যবাহী ট্রাক, পিকআপ আর বাসের সংখ্যাই বেশি। যানজটের কারণ সম্পর্কে ভবেরচর হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবির জানান, ঈদকে সামনে রেখে স্বাভাবিক নিয়মেই মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রীতির হ্যাটট্রিকে নেপালের বিপক্ষে আরেকটি জয় বাংলাদেশের

গ্রেপ্তার ডাকসুর ভিপি প্রার্থী জালালকে নিয়ে রাশেদের পোস্ট

রাজশাহীতে বিভাগীয় ভোক্তা অধিকার সম্মেলন অনুষ্ঠিত

কৃষি জমি রক্ষায় দ্রুত আইন আসছে : কৃষি উপদেষ্টা

টিসিবির চাল নিয়ে বাড়ি ফেরা হলো না বৃদ্ধের

সরকারি কর্মচারীদের চিকিৎসায় অনুদান মঞ্জুরির হার পুনর্নির্ধারণ

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশ, ২৪৫০ কোটি টাকার ক্ষতি

কবরের আজাব ও বার্ধক্যের দৈন্য থেকে মুক্তি পেতে যে দোয়া পড়বেন

ডুবন্ত বাঁধ নির্মাণ হলে হাওরে কৃষি উৎপাদনের ক্ষতি কমানো সম্ভব : রিজওয়ানা হাসান

আমড়া ভর্তা খেয়ে হাসপাতালে ৬ শিক্ষার্থী

১০

সিইসির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক বৃহস্পতিবার

১১

‘কাজী জাফরকে বাদ দিয়ে কেউ বাংলার ইতিহাস লিখতে পারবে না’

১২

গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের তথ্য চেয়ে ‘জরুরি’ নির্দেশনা

১৩

পাঁচটি কংক্রিট মিক্সারসহ নিলামে ৫৮ লট পণ্য

১৪

নতুন আইফোন কবে আসছে, জানাল অ্যাপল

১৫

‎গকসু : শুরুতেই নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ

১৬

নারীর তুলনায় ক্যানসারে পুরুষের মৃত্যুঝুঁকি বেশি, নেপথ্যে কারণ কী?

১৭

মোদি ‘অত্যন্ত ভয়ংকর ব্যক্তি’, ক্ষোভ ট্রাম্পের

১৮

যমুনার তীরে নষ্ট হচ্ছে অর্ধকোটি টাকার উদ্ধারকারী নৌকা

১৯

সবাইকে সতর্ক থাকার আহ্বান জানালেন মির্জা ফখরুল

২০
X