সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩৩
রাজন ভট্টাচার্য
প্রকাশ : ২০ জুলাই ২০২৩, ১১:৩০ পিএম
প্রিন্ট সংস্করণ

তত্ত্বাবধায়ক ইস্যুতে জাপায় বিভক্তি

নির্বাচনকালীন সরকার
তত্ত্বাবধায়ক ইস্যুতে জাপায় বিভক্তি

তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে বিভক্তি দেখা দিয়েছে বিরোধী দল জাতীয় পার্টিতে (জাপা)। এক সময়ের মহাজোটের অন্যতম শরিক এ দলটি এখন আর পুরোপুরি সরকারের প্রতি অনুগত নয়। প্রকাশ্যে সরকারের কড়া সমালোচনায় মুখর থাকেন খোদ দলটির চেয়ারম্যান জি এম কাদের। তেমনি নেতৃত্বের কোন্দলে পার্টিতে দেখা দিয়েছে অভ্যন্তরীণ বিরোধ। জাপার শীর্ষ দুই নেতা রওশন এরশাদ ও জি এম কাদের বিপরীতমুখী অবস্থানে চলছেন দুই বছরের বেশি সময়। তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন ঘিরে সৃষ্টি হয়েছে রাজনৈতিক টানাপোড়েন। বিএনপিসহ সমমনা দলগুলোর দাবি, সংবিধান সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে সুষ্ঠু নির্বাচন। তবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ বলছে, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। অর্থাৎ রাজনৈতিক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের এ অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছে ১৪ দলের শরিকরা। কিন্তু বেঁকে বসেছে ২০০৮ সাল থেকে অন্যতম রাজনৈতিক মিত্র হিসেবে আওয়ামী লীগের পাশে থাকা জাতীয় পার্টির একাংশ। এ নিয়ে অনেকটাই বিপাকে ক্ষমতাসীনরা। যদিও তারা প্রকাশ্যে এ ব্যাপারে কোনো কিছু বলতে নারাজ। সব মিলিয়ে বিএনপি ও আওয়ামী লীগ উভয়পক্ষই নির্বাচনকালীন সরকার ইস্যুতে নিজ নিজ অবস্থানে থেকে একদফার আন্দোলনে নেমেছে। এ নিয়ে ছড়িয়েছে রাজনৈতিক উত্তাপ। এ পরিস্থিতিতে জাতীয় পার্টির ভাবনা নিয়ে অনেকের আগ্রহ আছে। রাজনীতির মাঠে এ নিয়ে আলোচনা কমবেশি রয়েছে। জাপার উভয়পক্ষের কেন্দ্রীয় নেতারা বলছেন, নির্বাচন সামনে রেখে দলে নেতৃত্বের কোন্দল আরও বাড়ছে। উভয়পক্ষের মধ্যে চলমান বিরোধের নিষ্পত্তি না হলে নির্বাচনের আগেই দলে আরেকবার ভাঙন অনেকটাই নিশ্চিত। শেষ পর্যন্ত বিএনপি নির্বাচনে অংশ নিলে জি এম কাদের অংশ তাদের সমর্থন দেওয়ার চিন্তা করছেন। না

নিলে পৃথক নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রার্থী বাছাই প্রায় শেষ পর্যায়ে রয়েছে। অন্যদিকে, সরকারের সঙ্গে থাকতে চান রওশনপন্থিরা। এ ক্ষেত্রে বড় বাধা হলো দলের ‘লাঙ্গল’ প্রতীক জি এম কাদেরের নামে। দ্বাদশ সংসদ নির্বাচনে রওশনপন্থি প্রার্থীরা সরকারকে সমর্থন দিলেও দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করার সুযোগ নেই। তাই নির্বাচনের আগে পৃথক কাউন্সিল করতে পারেন রওশন। এর বড় কারণ হলো দলের প্রতীক চূড়ান্ত করার পাশাপাশি গঠনতান্ত্রিকভাবে নিজেকে পার্টির চেয়ারম্যান করা। ক্ষমতাসীন দলের একাধিক নেতা বলেছেন, গত তিন নির্বাচনে আওয়ামী লীগের প্রতি জাপার সমর্থন পুরো রাজনৈতিক হিসাব-নিকাশ বদলে দিয়েছিল। এরশাদের শূন্যতার মধ্যেও জাপাকে পাশে রাখতে পারলে লাভ হবে আওয়ামী লীগের। এখনো তৃতীয় বৃহৎ রাজনৈতিক দল হিসেবে দেশজুড়ে দলটির কমবেশি অবস্থান রয়েছে বলে মনে করেন তারা। তবে জাপায় পুরো অংশের সমর্থন পাওয়া ছাড়া আওয়ামী লীগের রাজনৈতিক লাভ পুরোপুরি হবে না বলেও মনে করেন দলটির অনেক নেতা। সম্প্রতি জাপা চেয়ারম্যান জি এম কাদেরের অন্তত ১০টি বক্তব্য পর্যালোচনা করে দেখা গেছে, তিনি মোটেও রাজনৈতিক সরকারের পক্ষে নন। বিএনপিসহ সব বিরোধী দলের সুরে সুর মিলিয়ে বারবার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি তুলছেন তিনি। জানতে চাইলে দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু কালবেলাকে বলেন, একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আমরা বারবার তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুতে জোর দিচ্ছি। আমাদের দাবির সঙ্গে অন্য কোনো রাজনৈতিক দলের সম্পর্ক নেই। রাজনৈতিক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। তাই তত্ত্বাবধায়কের দাবি হলো জাপার নিজস্ব চিন্তার প্রকাশ। এদিকে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন দলটির প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। তিনি সরকারি দলের সুরে সুর মিলিয়ে বারবার নির্বাচনকালীন রাজনৈতিক সরকারের পক্ষে অবস্থান তুলে ধরছেন। গণতন্ত্রের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কখনোই সুখকর নয়—এমন মন্তব্য করে বুধবার এক বিবৃতিতে তিনি বলেছেন, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন হয় না। নির্বাচন কমিশনই পারে সবার কাছে গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক ভোট গ্রহণ সম্পন্ন করতে। জাতীয় পার্টির রওশনপন্থি নেতা ও সাবেক প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন খান কালবেলাকে বলেন, এরশাদের স্ত্রী হিসেবে রওশনের সঙ্গে সারা দেশের নেতাকর্মীরা রয়েছেন। দলে তার অধিকার অনেক বেশি। তাই তত্ত্বাবধায়ক ইস্যুতে রওশন এরশাদ নিজের অবস্থান স্পষ্ট করেছেন। নির্বাচন যত এগিয়ে আসবে, তত আমাদের অবস্থান পরিষ্কার হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুষ্ঠু নির্বাচন এবং গণতন্ত্র পুনর্গঠনে সেনাবাহিনীর ভূমিকা অপরিসীম

নাহিদ ইসলাম ও নাসীরউদ্দীন পাটোয়ারীর শোকজের জবাব দিল এনসিপি

তারেক রহমানকে বরণ করে নিতে প্রস্তুত চট্টগ্রাম : নোমান

৩৭ বছর পর নিউজিল্যান্ডের ‘ভারত’ জয়

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত

১৫ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করল ডিএনসিসি

রাউজান-রাঙ্গুনিয়ার অগ্নিকাণ্ড ষড়যন্ত্র উন্মোচনে পুরস্কৃত পুলিশ কর্মকর্তারা

বিএনপি সরকার গঠন করলে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে : ডা. শাহাদাত

নির্বাচনে দলীয় প্রার্থীদের ৭ দফা নির্দেশনা বিএনপির

ভোটকেন্দ্রে যাওয়াই গণতন্ত্র রক্ষার একমাত্র পথ : ইশরাক হোসেন

১০

পুরস্কার ভাগাভাগি নিয়ে মাচাদোকে নোবেল ফাউন্ডেশনের বার্তা

১১

নারী ক্ষমতায়িত হলে জাতির ভবিষ্যৎ বদলেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে : জাইমা রহমান

১২

জম্মু কাশ্মীরে গোলাগুলি, ভারতের ৭ সেনা আহত

১৩

নাসীরুদ্দীন পাটোয়ারীকে শোকজ, ইসির কড়া বার্তা

১৪

বিশ্বকাপে বাংলাদেশ ইস্যুতে কঠিন সিদ্ধান্ত জানাল পাকিস্তান

১৫

মধ্যপ্রাচ্যের এক ঘাঁটি থেকে সম্পূর্ণরূপে মার্কিন সেনা প্রত্যাহার

১৬

যুগ্ম সচিব আবদুল্লাহ আল ফারুকের মৃত্যুতে শেকড় পাবনা ফাউন্ডেশনের শোক

১৭

নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি পুনর্বিবেচনা করতে পারে এনসিপি

১৮

মাদকবিরোধী তৎপরতায় খেলাধুলা চমৎকার উপাদান : জহির উদ্দিন

১৯

নতুন মানচিত্রে অ্যান্টার্কটিকার বরফের নিচের অজানা পৃথিবী উন্মোচিত

২০
X