কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ জুন ২০২৪, ০৩:০০ এএম
আপডেট : ০১ জুন ২০২৪, ০৭:৩৪ এএম
প্রিন্ট সংস্করণ

স্বল্প আয়ের মানুষ বাজারে অসহায়

স্বস্তি ফিরছে না
স্বল্প আয়ের মানুষ বাজারে অসহায়

লাগামহীন নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফিরছে না। নানা অজুহাতে পণ্যের দাম বাড়াচ্ছেন ব্যবসায়ীরা। কখনো কোনো পণ্যের দাম ‘সামান্য’ কমলেও সপ্তাহের ব্যবধানে তা ফের বাড়ছে। এ অবস্থায় বাজারে গিয়ে অসহায় হয়ে পড়ছেন স্বল্প আয়ের মানুষ।

রাজধানীর বাজারগুলোতে সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে ১০ টাকা বেড়েছে। প্রতি ডজন ডিমেও বেড়েছে ১০ টাকা। পাশাপাশি বেড়েছে দেশি পেঁয়াজ, দেশি রসুন, আলু, আমদানি করা আদা ও কাঁচামরিচের দাম। এ ছাড়া মাছ ও মাংসের উচ্চমূল্য দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে সাধারণ মানুষের।

পাইকারি ও খুচরা পেঁয়াজ ব্যবসায়ীরা জানিয়েছেন, পেঁয়াজ ও রসুনের আমদানি কমেছে। এ ছাড়া অন্যান্য পণ্যের সরবরাহ কমে যাওয়ায় দাম বাড়তি। গতকাল শুক্রবার রাজধানীর রায়সাহেববাজার, নয়াবাজার, হাতিরপুল বাজার, নিউ মার্কেট কাঁচাবাজার, কারওয়ান বাজার ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

বাজারে গিয়ে দেখা গেছে, গত সপ্তাহে ফার্মের মুরগির প্রতি ডজন ডিমের (বাদামি) দাম ছিল ১৪৫-১৫০ টাকা। গতকাল তা বিক্রি হয়েছে ১৫৫-১৬০ টাকায়। পাশাপাশি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, আদা ও আলুর দামও বাড়তি। বাজারে এখন দেশি পেঁয়াজই বেশি বিক্রি হচ্ছে।

সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বাজারদরের তথ্য অনুযায়ী, গত সপ্তাহে মহানগরের বাজারগুলোতে দেশি পেঁয়াজের কেজি ছিল ৭০-৭৫ টাকা, যা গতকাল বাজারভেদে ৭৫-৮০ টাকায় বিক্রি হয়েছে।

কারওয়ান বাজারের পেঁয়াজ বিক্রেতা আল আমিন শেখ জানান, কয়েকদিন আগে পাইকারিতে যে পেঁয়াজ ৭০ টাকা কেজিতে বিক্রি হয়েছে, বুধবার থেকে তা ৭৩-৭৫ টাকায় বিক্রি হচ্ছে। সরবরাহ ঠিক না হলে দাম আরও বাড়তে পারে।

আলু-পেঁয়াজের দাম বেড়ে যাওয়া প্রসঙ্গে নিউ মার্কেট কাঁচাবাজারের খুচরা বিক্রেতা জামাল বলেন, আমরা কিনে এনে বিক্রি করি। দাম তো শুধু এখানে বাড়েনি, সব জায়গায় বেড়েছে। আমরা কেনা দাম থেকে সামান্য লাভে বিক্রি করি। দাম বাড়ানোর বিষয়ে পাইকারি ব্যবসায়ীরা ভালো বলতে পারবেন।

নিউ মার্কেট কাঁচাবাজারে বাজার করতে আসা চাকরিজীবী দেলোয়ার হোসেন বলেন, বাজারে সবকিছুর দাম বাড়তি। এভাবে জিনিসপত্রের দাম বাড়তে থাকলে কীভাবে চলবে। আমাদের মতো স্বল্প আয়ের মানুষের মাসের কাঁচাবাজারের পেছনেই আয়ের অর্ধেকটা ব্যয় হচ্ছে। তিনি বলেন, আমাদের জন্য সামনে ভয়ানক দুঃসময় আসছে।

বাজারে সপ্তাহের ব্যবধানে দেশি ও আমদানি করা রসুনের দাম কেজিতে ১০-২০ টাকা বেড়েছে। গতকাল বাজারভেদে দেশি রসুন ২০০-২১০ টাকা ও আমদানি করা রসুন

২৪০-২৬০ টাকা কেজিতে বিক্রি হয়েছে। আরেক মসলা পণ্য আদার দামেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। সপ্তাহের ব্যবধানে আমদানি করা আদার কেজিতে ১০-১৫ টাকা বেড়েছে। তাতে খুচরা দোকানে প্রতি কেজি আমদানি করা আদা বিক্রি হচ্ছে ২৫০-২৭০ টাকায়। আর দেশি আদার কেজিতে ২০ টাকা বেড়েছে।

নিউমার্কেট কাঁচাবাজারে মাছ একদামের ঘরে আটকে আছে। বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতি কেজি বড় রুই মাছ ৩০০-৩৫০ টাকা, মাঝারি রুই ২৬০-২৯০, রুই মাছের পোনা ২০০-২৫০, কাতলা ৩০০-৩৫০, বড় পাঙাশ ২০০-২৫০, ছোট পাঙাশ ১৫০-২০০, পাবদা (আকারভেদে) ৪০০-৬০০, গলদা চিংড়ি (আকারভেদে) ৬৫০-৭৫০ ও শিং মাছ ৩০০-৫৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আবার ছোট, মাঝারি, বড় ইলিশ যথাক্রমে ৭০০-৮০০, ১০০০-১৩০০ ও ১৪০০-২০০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এ ছাড়া বিভিন্ন ছোট মাছও বিক্রি হচ্ছে বাড়তি দামে। কাঁচকি ৩০০ টাকা, মলা ৩০০-৪০০ ও কৈ ৩৬০ টাকা কেজি দামে বিক্রি হচ্ছে।

এদিকে, সপ্তাহের ব্যবধানে এক লাফে বেড়েছে কাঁচামরিচের দাম। গত সপ্তাহে কাঁচামরিচের কেজি ছিল ১৫০ টাকা, এখন তা ২০০ টাকার বেশি। এ ছাড়া পেঁপে ৫০-৬০ টাকা, গাজর ১৪০, শসা ৫০, টমেটো ৬০, পটোল ৪০, করলা ৪০, ধুন্দল ৫০ ও চিচিঙ্গা ৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পাশাপাশি কচুর লতি ৮০ টাকা, বরবটি ৮০ ও কাঁকরোলের কেজি বিক্রি হচ্ছে ৮০ টাকা দরে।

শ্যামলী থেকে কারওয়ান বাজারে কেনাকাটা করতে আসা গৃহিণী দিলরুবা মিম বলেন, সপ্তাহে ৩ হাজার টাকার মধ্যে যেসব পণ্য কিনতাম, তাতে এখন সাড়ে ৪ থেকে ৫ হাজার টাকা লাগছে। এ কারণে কেনাকাটার পরিমাণ কমিয়ে দিতে হয়েছে। আয় না বাড়লেও ব্যয় বেড়েছে। এ অবস্থায় পরিবার নিয়ে ভালোভাবে খেয়ে-পরে বেঁচে থাকাই দায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতসকালে দিনাজপুরে সড়ক দুর্ঘটনা, বাসে ছিলেন গণ অধিকার পরিষদ নেতা

তামাকবিরোধী ইয়ুথ মার্চ  / তামাক কোম্পানির সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত বাতিল, দ্রুত আইন পাসের আহ্বান

দুই-তৃতীয়াংশের বেশি সিট পেয়ে বিএনপি ক্ষমতায় আসবে : ফজলুর রহমান

নেতাকর্মীদের ধৈর্যশীল আচরণের আহ্বান আমিনুল হকের 

বাংলাদেশ হবে বসবাস ও বিনিয়োগের স্বর্গ: আব্দুল মুক্তাদির

ঢাকায় অ্যাপোলো ক্লিনিকের যাত্রা শুরু

বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামকে দেখতে হাসপাতালে ডা. রফিক

একাত্তরের ইস্যুর সমাধান চাইল এনসিপি

রাজধানীতে তামাকের বিরুদ্ধে ‘ইয়ুথ মার্চ’

বুড়িগঙ্গা নদী থেকে নারী-শিশুসহ ৪ জনের মরদেহ উদ্ধার

১০

ত্রিবার্ষিক সম্মেলন / আবারো জামালপুর জেলা বিএনপির নেতৃত্বে শামীম-মামুন

১১

দাবি আদায় ছাড়া ঘরে না ফেরার ঘোষণা মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীর

১২

লিডসের বিরুদ্ধে আর্সেনালের গোল উৎসব

১৩

আউটসোর্সিং কর্মচারীদের ন্যায্য দাবি উপেক্ষিত: জোনায়েদ সাকি

১৪

এনসিপির কর্মকাণ্ডে ফিরছেন সারোয়ার তুষার

১৫

যৌথ বাহিনীর অভিযানে পিস্তলসহ যুবক গ্রেপ্তার 

১৬

সাংবাদিকের বাড়িতে চুরি, স্বর্ণালংকারসহ ৫ লাখ টাকার ক্ষতি

১৭

৪৫ বছর ভাত না খেয়েও সুস্থ ও সবল বিপ্লব

১৮

চেতনানাশক খাইয়ে দুধর্ষ ডাকাতি

১৯

রংপুর বিভাগের ৩৩ আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা

২০
X