‘পাকিস্তানিরা পারেনি। ব্রিটিশরাও পারেনি। পেরেছেন শেখের বেটি শেখ হাসিনা। তার দূরদৃষ্টিসম্পন্ন চিন্তায় লাল-সবুজ রঙে রাঙানো ট্রেনের বগি পর্যটন শহর কক্সবাজারে এসেছে। সমুদ্রসৈকতের বাসিন্দারা দেখেছেন ট্রেন। শুনছেন ট্রেনের হুইসেল। বেঁচে থাকতেই নিজের চোখে নিজ শহরে ট্রেন দেখে গেলাম। এটি একটি শান্তি।’ গত ৫ নভেম্বর প্রথমবারের মতো ট্রেন কক্সবাজার গেলে এসব কথা বলেন স্থানীয় বাসিন্দা বয়োবৃদ্ধ ইরফান মজুমদার। তার বাড়ি আইকনিক স্টেশনের পাশে কক্সবাজারের ঝিলংঝা ইউনিয়নে। জানা যায়, ১৯৩১ সালে কর্ণফুলী নদীর ওপর কালুরঘাট সেতু নির্মাণ করা হয় প্রথম বিশ্বযুদ্ধের পর মিয়ানমারের সঙ্গে সরাসরি রেল যোগাযোগের জন্য। পরে দোহাজারী পর্যন্ত গিয়ে শেষ হয়। ৯২ বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের সঙ্গে পর্যটন নগরী কক্সবাজারে রেল যোগাযোগ ব্যবস্থা করে দেওয়ার ঘোষণা দেন। তিনি কক্সবাজারের মানুষদের স্বপ্নপূরণ করেছেন।