বিন্টুরং
চয়ন বিকাশ ভদ্র
বিন্টুরংয়ের নামটা কি ভাই আমরা সবাই জানি?
বড়সড় দুর্লভ এই স্তন্যপায়ী প্রাণী।
দেখতে ওটা ভালুক আর বনবিড়ালের মতো
লেজ দিয়ে গাছ আঁকড়ে ধরে ঢং যে দেখায় কত!
বাঁশ-ভালুক নামটি ধরে হয় যে এদের ডাকা
দক্ষিণ এশিয়ার বনে দেয় ওরা গা-ঢাকা
সাদা রঙের লোম রয়েছে লম্বাটে ওই মুখে
যোগাযোগের কাজটা করে গায়ের গন্ধ শুঁকে।
আড়ালে আবডালে এদের থাকতে লাগে ভালো
বিন্টুরঙের গায়ের লোম বেশ ঘন আর কালো।
এদের ভালো লাগে ভীষণ বৃষ্টিভেজা বন
তিরিশ কেজির মতো হয় একেকটির ওজন।
বাংলাদেশ ভুটান আর কম্বোডিয়া চীনে
গাছের ফোকর পাতার ফাঁকে থাকে রাতে দিনে
এই প্রাণীটি জেনে রাখো তিরিশ বছর বাঁচে
সবকিছু খায়! খাবার নিয়ে নেই যে সাতে-পাঁচে।
লেখক : প্রফেসর ও বিভাগীয় প্রধান, উদ্ভিদবিজ্ঞান বিভাগ,
মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, ময়মনসিংহ