বলিউড তারকা রণবীর সিং। অনেকটা ছুটির আমেজে আছেন এই তারকা। সময় দিচ্ছেন স্ত্রী অভিনেত্রী দীপিকা পাডুকোনকে। এর মাঝেই ভারতীয় গণমাধ্যম পিঙ্কভিলা নতুন খবর দিলো। নির্মাতা আদিত্য ধরের নতুন সিনেমায় নাম লিখিয়েছেন তিনি। যার শিরোনাম এখনো ঠিক হয়নি।
কিছুদিন আগেই পিঙ্কভিলা রণবীর ও ধর জুটি নিয়ে সংবাদ প্রকাশ করে। তবে সিনেমাটি নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। এবার জানা গেলও এটি নির্মাণ হবে ইন্ডিয়ান ইন্টেলিজেন্স এজেন্সির ওপর ভিত্তি করে।
রণবীর এবং আদিত্য ধরের এটাই প্রথম সিনেমা। এর আগে একসঙ্গে জুটি হয়ে তারা কাজ করেননি। গণমাধ্যমের তথ্যমতে সিনেমার শুটিং শুরু হবে আগস্টে। রণবীর ছাড়াও এই সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বলিউডের দক্ষ অভিনেতা অক্ষয় খান্নাকে।