দ্বিতীয়বারের মতো আয়োজন করা হচ্ছে কালচারাল ফেস্ট। এর আগে ২০২৩ সালের জুলাইয়ে প্রথমবারের মতো এটি আয়োজন করে ইভেন্ট বক্স। এবার আসছে দ্বিতীয় সিজন। শিরোনাম ‘কালচারাল ফেস্ট ২.০’, যেখানে দেশের জনপ্রিয় চারটি ব্যান্ড পারফর্ম করবে।
আগামী ২৬ জুলাই রাজধানীর গুলশানে আলোকি কনভেনশন সেন্টারে বসবে এই আয়োজন। কনসার্ট ছাড়াও আগত দর্শকদের জন্য থাকবে নৃত্য অনুষ্ঠান, আর্ট এক্সিবিশন ও নাটক। দিনব্যাপী এই আয়োজন শেষে সন্ধ্যা ৬টায় শুরু হবে কনসার্ট। যেখানে পারফর্ম করবে তরুণ ব্যান্ড, কাকতাল, অ্যাভোয়েড রাফা ও শিরোনামহীন। আয়োজকদের পক্ষ থেকে বিষয়টি কালবেলাকে নিশ্চিত করা হয়। জানানো হয়, এর আগেও তারা এই আয়োজনে সফল হয়েছিল। এবারও সবকিছু মিলিয়ে সুন্দর একটি দিন দর্শকদের উপহার দেওয়ার প্রস্ততি নিচ্ছেন তারা।
কালচারাল ফেস্ট ২.০ শুরু হবে ২৬ জুলাই সকাল ১০টা থেকে। চলবে রাত পর্যন্ত। ইভেন্টের প্রবেশ মূল্য ধরা হয়েছে স্ট্যান্ডার্ড ১৫০০ টাকা ও প্রিমিয়াম ১৮০০ টাকা।