

বাংলাদেশের সব মিশন প্রধানের কাছে তার বার্তা পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাঠানো এ বার্তায় বিদেশে বিভিন্ন মিশনে কর্মরত বাংলাদেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং স্থায়ী প্রতিনিধিদের নির্বাচন পর্যন্ত নিজ নিজ কর্মক্ষেত্র ত্যাগ করতে পারবেন না বলে উল্লেখ করা হয়।
সোমবার (১৯ জানুয়ারি) বাংলাদেশের সব মিশন প্রধানের কাছে এ জরুরি বার্তা পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রশাসনিক অনু বিভাগের মহাপরিচালকের পক্ষ থেকে পাঠানো বার্তায় বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারিতে আসন্ন গণভোট ও নির্বাচনের আগে পর্যন্ত এবং ভোট অনুষ্ঠিত হওয়ার তাৎক্ষণিক পরবর্তী সময়েও সব মিশন প্রধানকে নিজ নিজ কর্মক্ষেত্রে থাকতে হবে।
এতে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের সিদ্ধান্তে এই নির্দেশ দেওয়া হলো।
মন্তব্য করুন