বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৪, ০৩:০৭ এএম
আপডেট : ১৭ জুলাই ২০২৪, ০৯:১৬ এএম
প্রিন্ট সংস্করণ

‘জীবনযাপন করতে জানলেই সহজ’

‘জীবনযাপন করতে জানলেই সহজ’

নিউইয়র্কে এখন সামার ভ্যাকেশনের প্রস্তুতি চলছে। স্কুলগুলোর পরীক্ষা শেষ, পরিবারসহ স্থান ঠিক করা হচ্ছে ঘোরাঘুরির জন্য। তেমনই ছেলে রাফাজের পরীক্ষা শেষ, এবার ছুটি কাটানোর প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী নোভা ফিরোজ। তিনি এখন নিউইয়র্কের বাসিন্দা। পেয়েছেন সেখানকার গ্রিন কার্ডও। মোবাইল ফোনে মার্কিন মুলুক থেকে নোভার কথা হয় কালবেলার সঙ্গে।

শুরুতেই এই অভিনেত্রী নিলেন দেশের খবর। এরপর জানালেন বিদেশে কেমন আছেন তিনি। নোভা বলেন, ‘সবার দোয়ায় আল্লাহর ইচ্ছায় আলহামদুলিল্লাহ ভালো আছি। ছেলের স্কুল পরীক্ষা শেষ। এখন ভ্যাকেশনের প্রস্তুতি নিচ্ছি। তাই ছেলেকে নিয়ে পার্লারে এলাম। এখন মোটামুটি ভ্যাকেশন মুডে আছি।’

অভিনেত্রীর কাছে জানতে চাওয়া হয় সেখানকার ব্যস্ততা নিয়ে। যুক্তরাষ্ট্রে স্থায়ী হওয়ার পরিকল্পনা আছে কি না? প্রশ্নের উত্তরে নোভা বলেন, ‘আমি এখানে নিজের জন্য নয় ছেলের ভবিষ্যতের জন্যই এসেছি। সবার দোয়ায় গ্রিন কার্ডও পেয়ে গিয়েছি। এখানেই স্থায়ী হবো। কারণ ছেলের উন্নত শিক্ষা আমি সরকার থেকে ফ্রিতেই পাচ্ছি। যেটি দেশে সম্ভব হতো না। এ ছাড়া জীবনযাপনের মান অনেক ভালো। আমার যেহেতু সন্তানকে উন্নত একটি শিক্ষা দেওয়াই লক্ষ্য ছিল, সেটি এখানে নিশ্চিত হয়েছে। তাই এ দেশেই আমি স্থায়ীভাবে থাকব। নিজের কাজ এবং সন্তান নিয়েই ব্যস্ত সময় পার হচ্ছে।’

দেশের ইন্ডাস্ট্রিতে দীর্ঘসময় আপনি কাজ করেছেন। বলতে গেলে ২০ থেকে ২২ বছর। এই জনপ্রিয়তা মিস করেন না? এ বিষয়ে নোভা বলেন, ‘এটি আমার ছেলেও বলে। যে মা তুমি তোমার জনপ্রিয়তা মিস করো না। আমি তাকে বলি অনেকদিন তো করলাম। এবার নিজের জন্য কিছু করি। সেই জায়গা থেকেই দেশের অভিনয় থেকে বিরতি। এ ছাড়া এখানেও আমি বেশকিছু কাজ করেছি। বিজ্ঞাপন ও একটি সিনেমার কাজও করা হয়েছে। তবে ক্যামেরার সামনে নয়। ক্যামেরার পেছনে কাজ করছি। এটি আমার প্রথম পরিচয়। যেটি দিয়ে দেশের মানুষ আমাকে চিনেছে। সেটি কখনোই আমি ছেড়ে দিতে পারব না। তাই এখানে আমরা ভালো কিছু করার চেষ্টা করছি। যার মাধ্যমে আমাদের দেশের সুনাম বয়ে আনতে পারব। তবে হ্যাঁ, যেহেতু এখানে লিভিং কষ্ট একটু বেশি তাই প্রাইভেট জবের পাশাপাশি প্রোডাকশন নিয়ে ভাবতে হচ্ছে। এ ছাড়া আমার ছেলেও একটি আন্তর্জাতিক ডকুমেন্টারিতে কাজ করেছে। পুরোটাই নিজের যোগ্যতায়। ইরানি এক নির্মাতার ডকুমেন্টারিতে অভিনয়ের সুযোগ হয়েছে। আমরা অভিনয়ের সঙ্গেই যুক্ত আছি। তাই এটি আর মিস করছি না। যেমন আছি ভালো আছি।’

সবশেষ প্রবাস জীবন নিয়ে জানতে চাইলে নোভা বলেন, ‘জীবনযাপন করতে জানলেই সহজ। সবাই মনে করে প্রবাস জীবন যেন কতটাই ভয়ংকর। কিন্তু আমি এটি উপভোগ করছি। বিশ্বের অন্যতম ধনী শহরে থাকছি। এখানে যেসব সুবিধা পাচ্ছি, তা খরচের তুলনায় অনেক ভালো। এখানে থেকে আমি আমার ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর ও স্বাধীন একটি জীবন উপহার দিতে পারছি। এটাই আমার কাছে আনন্দের। এর চেয়ে বেশিকিছু আমি আর চাই না। আলহামদুলিল্লাহ ভালো আছি।’

অভিনেত্রী যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেও সুযোগ পেলেই দেশে ছুটে আসেন তিনি। নিয়মিত খবর রাখেন ইন্ডাস্ট্রির নাটক সিনেমার। সম্প্রতি সেখানে বাংলাদেশের তুফান সিনেমাটিও দেখেছেন তিনি। জানিয়েছেন বিদেশের বাজারে দেশের সিনেমার গ্রহণযোগ্যতা আগের থেকে অনেক বেড়েছে। তাই দক্ষতার সঙ্গে ভালো কাজের পরামর্শও দেন তিনি।

নোভাকে সবশেষ রনি ভৌমিকের ‘মৃধা বনাম মৃধা’ সিনেমায় অভিনয় করতে দেখা গেছে। এতে সিয়াম আহমেদ ছাড়াও তারিক আনাম খানের মতো অভিনেতা কাজ করেছিলেন। সিনেমাটি দর্শকমহলে ব্যাপক প্রশংসিত হয়। নোভার সাবলীল অভিনয়ে মুগ্ধ হন দর্শক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎ কোম্পানিতে চাকরির সুযোগ

ডিএমপির দুই অতিরিক্ত কমিশনারের দপ্তর বদল

মঙ্গলবার ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যে জেলায়

উইমেন এমপাওয়ারমেন্ট ফেলোশিপ পেলেন মহিলা দল নেত্রী সুমাইয়া

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে বড় নিয়োগ

আজ বিশ্ব চিঠি দিবস : হারিয়ে যাওয়া আবেগের দস্তাবেজ

বিতর্কিত পেনাল্টির পরও রায়োর সঙ্গে বার্সার ড্র

বিদেশ ভ্রমণের সুবিধাসহ স্কয়ার গ্রুপে চাকরির সুযোগ

আরেক দেশে হামলা করে ভবন গুঁড়িয়ে দিল ইসরায়েল

বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

১০

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে ২০ জনের বেশি নিহত, কাঁপল পাকিস্তানও

১১

সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১২

১ সেপ্টেম্বর : আজকের নামাজের সময়সূচি

১৩

আজ বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী, থাকছে যেসব কর্মসূচি

১৪

শিক্ষার্থীদের গালি দেওয়ার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

১৫

ফরিদপুরে দুদকের মামলায় খাদ্য কর্মকর্তা কারাগারে

১৬

বগুড়ায় স্ত্রীর মামলায় স্বামীর জেল-জরিমানা

১৭

‘ক্ষমতায় এলে নারীদের নামে ফ্যামিলি কার্ড দেবে বিএনপি’

১৮

হাওরে নির্মিত অলওয়েদার সড়কে পর্যাপ্ত কালভার্ট রাখা হয়নি : উপদেষ্টা ফরিদা আখতার

১৯

মুন্সীগঞ্জের গ্রামে ভয়াবহ আগুন

২০
X