তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৪, ০৩:৪৩ এএম
আপডেট : ০১ আগস্ট ২০২৪, ১২:২৬ পিএম
প্রিন্ট সংস্করণ

যেখানে দুজনার সঙ্গে দুজনের মিল

শুভ জন্মদিন
যেখানে দুজনার সঙ্গে দুজনের মিল

আজ বাংলাদেশের জিঙ্গেল কুইন সুমনা হক ও নন্দিত চিত্রনায়িকা অরুণা বিশ্বাসের জন্মদিন। জিঙ্গেলে (বিজ্ঞাপনে ব্যবহৃত গান) সুমনা হকের যাত্রা শুরু হয় ফোয়াদ নাসের বাবুর হাত ধরে ‘পেপস জেল’র বিজ্ঞাপনের মধ্য দিয়ে। আর চলচ্চিত্রে অরুণা বিশ্বাসের অভিষেক হয় প্রয়াত নায়ক রাজ রাজ্জাকের হাত ধরে ‘চাপা ডাঙ্গার বউ’ সিনেমাতে অভিনয়ের মধ্য দিয়ে। একই দিনে দুই ভুবনের দুই গুণীর জন্মদিন।

সুমনা হক জিঙ্গেলের পাশাপাশি সংগীতশিল্পী হিসেবেও নিজেকে পরিচিত করেছেন। তার কণ্ঠে প্রকাশিত আলোচিত গানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘মাঝে কিছু বছর গেল’, ‘মায়াবী এই রাতে’সহ আরও বেশকিছু গান। রবীন্দ্রসংগীতেরও একটি অ্যালবাম করেছিলেন তিনি। তার কণ্ঠে জনপ্রিয় জিঙ্গেলগুলো হচ্ছে ম্যানেলা মানে টলমল শিশিরের লাবণ্য, রানী রানী রানী রানী কোন রানী বৌরানী প্রিন্ট শাড়ি বৌরানী, অন্ধকারে পথ দেখায় কে অলিম্পিক অলিম্পিক অলিম্পিক ব্যাটারি, প্রিয় প্রিয় প্রিয়-প্রিয় প্রিয় প্রিয়-সুন্দরী প্রিন্ট শাড়ি সুন্দরী কিংবা ওলে ওলে পাপ্পা—সোনা জাদু মনিরে ইত্যাদি।

এদিকে অরুণা বিশ্বাস ‘চাপা ডাঙ্গার বউ’ সিনেমাতে অভিনয়ের পরই তার অভিনয় দিয়ে দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেন। এরপর আরও বহু দর্শকপ্রিয় সিনেমাতে তিনি অভিনয় করেছেন। এরই মধ্যে ‘শিল্পকলা পদক’-এ ভূষিত হওয়ার ঘোষণাও এলো অরুণার। কিন্তু মহামান্য রাষ্ট্রপতির শিডিউল মিলছে না বিধায় রাষ্ট্রপতির হাত থেকে এই সম্মাননাও পাওয়া হচ্ছে না তার।

তবে অরুণা তার শিল্পীজীবন নিয়ে ভীষণ খুশি। কারণ তিনি এই দেশের দর্শকের ভালোবাসা শুরু থেকে এখন পর্যন্ত পেয়ে আসছেন। এখনো দর্শকের কাছ থেকে যে সম্মান, যে ভালোবাসা পান, তা তার কাছে অবিশ্বাস্য। অরুণা সরকারি অনুদানে তার নিজস্ব প্রযোজনায় পরিচালনা করেছেন ‘অসম্ভব’ নামের একটি সিনেমা। তিনি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের একজন সম্মানিত সদস্য। আজীবন অভিনয়টাই করে যেতে চান এই শিল্পী। জন্মদিন প্রসঙ্গে অরুণা বলেন, ‘কিছুদিন আগে আমার মায়ের একটা অপারেশন হলো কানাডাতে, মনটা এ কারণে ভালো নেই। তাই মায়ের কাছে যাওয়ার জন্য মনটা অস্থির হয়ে আছে। তবে জন্মদিনে সবার কাছে দোয়া চাই। ঈশ্বর আমাদের যেন সুস্থ রাখেন, ভালো রাখেন। মানুষের জীবনে মরণ পর্যন্ত হয়তো অপ্রাপ্তি থেকেই যায়, কিন্তু আমার আফসোস নেই, এক জীবনে যা পেয়েছি তার জন্য সবার কাছে কৃতজ্ঞতা। বাকি জীবন সুন্দরভাবে কাটিয়ে যেতে পারলেই শান্তি। জন্মদিনে সবার কাছে দোয়া চাই, ভালোবাসা চাই।’

এদিকে জন্মদিন উপলক্ষে সুমনা হক বলেন, ‘আসলে এখন যারা গান গায় তারা সত্যিই খুব ভালো গান করেন। যুগের চাহিদাকে আমি অস্বীকার করছি না, কিন্তু মাঝে মাঝে অনেক মেলোডি গানকে যন্ত্র ব্যবহার করে নষ্ট করে দেওয়া হয়। এটা ঠিক নয়। এমন অনেক শিল্পী আছেন যাদের কণ্ঠ সত্যিই অনেক ভালো। তাদের এ বিষয়গুলো এড়িয়ে যাওয়া উচিত। আর জন্মদিনে সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন সুস্থ রাখেন, ভালো রাখেন। বাকিটা জীবন নীরবে নিভৃতে কাটিয়ে দিতে চাই।’

একই দিনে দুই গুণীর জন্মদিন উপলক্ষে একসঙ্গে দুজনই সহকর্মীদের থেকে পাচ্ছেন ভালোবাসাও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুরের ওপর হামলার ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি

থ্রি-কোয়ার্টার হাতাবিশিষ্ট জামা পরে নামাজ আদায় করলে কি সহিহ হবে?

বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচে দেখা যেতে পারে ক্রিকেটের নতুন নিয়ম

জাতীয় নির্বাচনের সময় আরও স্পষ্ট করলেন প্রেস সচিব

এবার নুরকে দেখে প্রতিক্রিয়া জানালেন শিবির সভাপতি

নুরের ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত হবে : প্রেস সচিব

শেখ হাসিনার অত্যাচার দেশকে ধ্বংস করে দিয়েছে : এ্যানি

কুমিল্লা মহাসড়ক অবরোধ

নুরের ওপর হামলা সুগভীর চক্রান্ত ও ষড়যন্ত্রের অংশ : অ্যাটর্নি জেনারেল

মোবাইলে যেভাবে দেখবেন বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচ

১০

পদত্যাগ করলেন রাহুল দ্রাবিড়

১১

তাবলিগ জামাতের শীর্ষ মুরুব্বি মাওলানা মোশাররফ হোসেন (রহ.) আর নেই

১২

কর্তৃত্ববাদী শক্তির সহযোগীদের রক্ষার জন্য নুরের উপর পরিকল্পিত হামলা : ইউটিএল

১৩

প্রান্তিক কৃষকদের উন্নয়নে কাজ করবে বিএনপি : টুকু

১৪

সীতাকুণ্ডে দেশীয় অস্ত্রের কারখানার সন্ধান

১৫

জরুরি বৈঠকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা

১৬

নুরের খোঁজ নিলেন ড. মঈন খান

১৭

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ

১৮

মনখালী এখন ‘কক্সবাজারের সুইজারল্যান্ড’

১৯

স্বপ্নধরার ‘প্লট ফার্মিং’ পেল ম্যাড স্টারস-এর গ্র্যান্ড প্রিক্স 

২০
X