তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৪, ০৩:৪৩ এএম
আপডেট : ০১ আগস্ট ২০২৪, ১২:২৬ পিএম
প্রিন্ট সংস্করণ

যেখানে দুজনার সঙ্গে দুজনের মিল

শুভ জন্মদিন
যেখানে দুজনার সঙ্গে দুজনের মিল

আজ বাংলাদেশের জিঙ্গেল কুইন সুমনা হক ও নন্দিত চিত্রনায়িকা অরুণা বিশ্বাসের জন্মদিন। জিঙ্গেলে (বিজ্ঞাপনে ব্যবহৃত গান) সুমনা হকের যাত্রা শুরু হয় ফোয়াদ নাসের বাবুর হাত ধরে ‘পেপস জেল’র বিজ্ঞাপনের মধ্য দিয়ে। আর চলচ্চিত্রে অরুণা বিশ্বাসের অভিষেক হয় প্রয়াত নায়ক রাজ রাজ্জাকের হাত ধরে ‘চাপা ডাঙ্গার বউ’ সিনেমাতে অভিনয়ের মধ্য দিয়ে। একই দিনে দুই ভুবনের দুই গুণীর জন্মদিন।

সুমনা হক জিঙ্গেলের পাশাপাশি সংগীতশিল্পী হিসেবেও নিজেকে পরিচিত করেছেন। তার কণ্ঠে প্রকাশিত আলোচিত গানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘মাঝে কিছু বছর গেল’, ‘মায়াবী এই রাতে’সহ আরও বেশকিছু গান। রবীন্দ্রসংগীতেরও একটি অ্যালবাম করেছিলেন তিনি। তার কণ্ঠে জনপ্রিয় জিঙ্গেলগুলো হচ্ছে ম্যানেলা মানে টলমল শিশিরের লাবণ্য, রানী রানী রানী রানী কোন রানী বৌরানী প্রিন্ট শাড়ি বৌরানী, অন্ধকারে পথ দেখায় কে অলিম্পিক অলিম্পিক অলিম্পিক ব্যাটারি, প্রিয় প্রিয় প্রিয়-প্রিয় প্রিয় প্রিয়-সুন্দরী প্রিন্ট শাড়ি সুন্দরী কিংবা ওলে ওলে পাপ্পা—সোনা জাদু মনিরে ইত্যাদি।

এদিকে অরুণা বিশ্বাস ‘চাপা ডাঙ্গার বউ’ সিনেমাতে অভিনয়ের পরই তার অভিনয় দিয়ে দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেন। এরপর আরও বহু দর্শকপ্রিয় সিনেমাতে তিনি অভিনয় করেছেন। এরই মধ্যে ‘শিল্পকলা পদক’-এ ভূষিত হওয়ার ঘোষণাও এলো অরুণার। কিন্তু মহামান্য রাষ্ট্রপতির শিডিউল মিলছে না বিধায় রাষ্ট্রপতির হাত থেকে এই সম্মাননাও পাওয়া হচ্ছে না তার।

তবে অরুণা তার শিল্পীজীবন নিয়ে ভীষণ খুশি। কারণ তিনি এই দেশের দর্শকের ভালোবাসা শুরু থেকে এখন পর্যন্ত পেয়ে আসছেন। এখনো দর্শকের কাছ থেকে যে সম্মান, যে ভালোবাসা পান, তা তার কাছে অবিশ্বাস্য। অরুণা সরকারি অনুদানে তার নিজস্ব প্রযোজনায় পরিচালনা করেছেন ‘অসম্ভব’ নামের একটি সিনেমা। তিনি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের একজন সম্মানিত সদস্য। আজীবন অভিনয়টাই করে যেতে চান এই শিল্পী। জন্মদিন প্রসঙ্গে অরুণা বলেন, ‘কিছুদিন আগে আমার মায়ের একটা অপারেশন হলো কানাডাতে, মনটা এ কারণে ভালো নেই। তাই মায়ের কাছে যাওয়ার জন্য মনটা অস্থির হয়ে আছে। তবে জন্মদিনে সবার কাছে দোয়া চাই। ঈশ্বর আমাদের যেন সুস্থ রাখেন, ভালো রাখেন। মানুষের জীবনে মরণ পর্যন্ত হয়তো অপ্রাপ্তি থেকেই যায়, কিন্তু আমার আফসোস নেই, এক জীবনে যা পেয়েছি তার জন্য সবার কাছে কৃতজ্ঞতা। বাকি জীবন সুন্দরভাবে কাটিয়ে যেতে পারলেই শান্তি। জন্মদিনে সবার কাছে দোয়া চাই, ভালোবাসা চাই।’

এদিকে জন্মদিন উপলক্ষে সুমনা হক বলেন, ‘আসলে এখন যারা গান গায় তারা সত্যিই খুব ভালো গান করেন। যুগের চাহিদাকে আমি অস্বীকার করছি না, কিন্তু মাঝে মাঝে অনেক মেলোডি গানকে যন্ত্র ব্যবহার করে নষ্ট করে দেওয়া হয়। এটা ঠিক নয়। এমন অনেক শিল্পী আছেন যাদের কণ্ঠ সত্যিই অনেক ভালো। তাদের এ বিষয়গুলো এড়িয়ে যাওয়া উচিত। আর জন্মদিনে সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন সুস্থ রাখেন, ভালো রাখেন। বাকিটা জীবন নীরবে নিভৃতে কাটিয়ে দিতে চাই।’

একই দিনে দুই গুণীর জন্মদিন উপলক্ষে একসঙ্গে দুজনই সহকর্মীদের থেকে পাচ্ছেন ভালোবাসাও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজস্থানে ভয়াবহ দুর্ঘটনা, বাসে আগুনে পুড়ে ২০ জনের মৃত্যু

বাংলাদেশ কৃষি ব্যাংক স্টাফ কলেজ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

মার্কারের পরিবর্তে চক ব্যবহারের আহ্বান জানিয়েছে ডিবিএল সিরামিকস ‘টাইলচক’ 

বিশ্বে শক্তিশালী পাসপোর্টের সূচকে বাংলাদেশের অবস্থান কত?

হোয়াইটওয়াশ লজ্জায় বাংলাদেশ, একশও ছুঁতে পারল না মিরাজরা

হাটহাজারীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত

জাল সনদে ১৮ বছর শিক্ষকতা, জেনেও ব্যবস্থা নেননি অধ্যক্ষ

ইলিয়াস কাঞ্চনের অসুস্থতায় শাবনূরের আবেগঘন বার্তা

যুদ্ধের উসকানি দিয়ে শান্তির প্রতীক হওয়া যায় না, ট্রাম্পকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

বাবার সঙ্গে আলোর শেষ কথা—আমরা আটকে গেছি

১০

লাইভে এসে সংসদ ভেঙে দিলেন পালিয়ে যাওয়া মাদাগাস্কারের প্রেসিডেন্ট

১১

মিরপুরে অগ্নিকাণ্ড : দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান তারেক রহমানের

১২

ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থীকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

১৩

মেসি নন, নতুনদের নিয়েই পুয়ের্তো রিকোর মুখোমুখি আর্জেন্টিনা

১৪

বিএনপি কোনো দলের বিরুদ্ধে কুৎসা রটায় না : কফিল উদ্দিন 

১৫

বিএনপি নেতা নজরুল ইসলাম খান হাসপাতালে ভর্তি

১৬

পিআর পদ্ধতি নিয়ে আলোচনার মধ্য দিয়ে ঐকমত্যে পৌঁছাতে হবে : পরওয়ার

১৭

নির্বাচন বানচালের ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকতে হবে : লায়ন ফারুক

১৮

ভারতের হারে এশিয়ান কাপ খেলার স্বপ্ন শেষ বাংলাদেশের

১৯

সাবেক স্ত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

২০
X