তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৪, ০৩:৩১ এএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ১২:৩০ পিএম
প্রিন্ট সংস্করণ

প্রথমবার পরিবার ছেড়ে মন্দিরার পূজা

প্রথমবার পরিবার ছেড়ে মন্দিরার পূজা

বেশ কিছুদিন আগেই যুক্তরাষ্ট্রে গেছেন ‘কাজল রেখা’ সিনেমার নায়িকা মন্দিরা চক্রবর্তী। সেখানে গিয়ে তিনি আলাদা দুটি সংগঠন থেকে ‘কাজল রেখা’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয়ের জন্য পুরস্কৃতও হয়েছেন। তবে এরই মধ্যে দেশে ফেরার কথা থাকলেও আরও কিছুদিন সেখানে ঘুরে বেড়ানোর পর তিনি দেশে ফিরবেন বলে জানালেন।

এদিকে যুক্তরাষ্ট্রের জ্যাকসন হাইটসে প্রথমবারের মতো বাংলাদেশ ও কলকাতার হিন্দু কমিউনিটির আয়োজনে গত ৫ ও ৬ অক্টোবর পূজার আয়োজন করা হয়। যুক্তরাষ্ট্রে এর আগে বিভিন্ন স্টেটে এই পূজার আয়োজন করা হলেও এবারই প্রথম জ্যাকসন হাইটস পূজার আয়োজন করা হয়। আবার মন্দিরাও এবারই প্রথম দেশের বাইরে দুর্গাপূজায় অংশ নিচ্ছেন। আজ থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে দুর্গাপূজা শুরু হবে।

এ নিয়ে মন্দিরা চক্রবর্তী বলেন, ‘এবারই প্রথম পরিবার ছেড়ে একা দুর্গাপূজায় অংশগ্রহণ করতে যাচ্ছি। মনটা আসলে ভীষণ খারাপ। কিন্তু তারপরও সময়টা উপভোগ করার চেষ্টা করছি। তবে প্রতিমুহূর্তে মা-বাবার সঙ্গে যোগাযোগ করছি। বিশেষত পূজার এ সময়টায়। সবাইকে খুব মিস করছি। আর যুক্তরাষ্ট্রের জ্যাকসন হাইটসে এবারই প্রথম বাংলাদেশ ও কলকাতার হিন্দু কমিউনিটির আয়োজনে দুদিনব্যাপী পূজার আয়োজন করা হয়। এতে আমি সম্মানিত অতিথি হিসেবেও উপস্থিত ছিলাম। আমাকে যারা নিমন্ত্রণ করেছিলেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা রইল। দুদিন বেশ আনন্দ করেছি আমরা। পূজার শুভেচ্ছা রইল সবার প্রতি। আমার জন্য সবাই প্রার্থনা করবেন, আমি যেন এখানে পূজাটা উদযাপন করতে পারি।’ এ উৎসব শেষে দেশে ফিরবেন এ নায়িকা।

চলতি বছর ঈদে মুক্তি পেয়েছিল মন্দিরা অভিনীত প্রথম সিনেমা ‘কাজল রেখা’।

এতে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। সিনেমাটি নির্মাণ করেছিলেন গিয়াস উদ্দিন সেলিম। এতে তার বিপরীতে অভিনয় করেছিলেন শরিফুল রাজ। এদিকে মন্দিরা চক্রবর্তী শেষ করেছেন তার অভিনীত দ্বিতীয় সিনেমা ‘নীলচক্রে’র কাজ। এটি নির্মাণ করেছেন মিঠু খান। সিনেমাটির ডাবিংয়ের কাজও শেষ করেছেন তিনি। কিছুদিন আগে এ সিনেমার ফার্স্ট লুক প্রকাশ হয় একটি পোস্টার প্রকাশের মধ্য দিয়ে। তাতে মন্দিরা ও আরিফিন শুভর লুক বেশ প্রশংসিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২৫ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

সিরিয়ার প্রেসিডেন্ট আহমাদ আল-শারার সঙ্গে কুর্দিশ নেতার ফোনালাপ

বিপিএল ফাইনালের সময় এগিয়ে আনল বিসিবি

খালেদা জিয়া প্রতিহিংসার রাজনীতি বাদ দিতে বলেছেন : রবিন

রুমিন ফারহানাকে শোকজ, সশরীরে হাজির না হলে ব্যবস্থা

ঢাকা–বরিশাল মহাসড়কে দুর্ঘটনায় নিহত বেড়ে ৭

মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

পঞ্চগড়ে মরহুম ইয়াছিন আলীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ নিপুন রায়ের

ত্রয়োদশ সংসদ নির্বাচন / সাইফুল হকের সঙ্গে খ্রিস্টান সম্প্রদায়ের মতবিনিময়

১০

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কমিউনিটি ব্যাংকের টিডিএফ উদ্যোক্তাদের রিফাইন্যান্সিং সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

১১

প্রার্থীকে বললেন নির্বাচন কমিশনার / ‘ব্যাংকের টাকাটা দিয়ে দিয়েন, না দিলে জনরোষ তৈরি হবে’

১২

প্রার্থিতা ফিরে পেলেন ৪ শতাধিক, মোট বৈধ প্রার্থী দাঁড়াল যত

১৩

জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

নতুন কর্মসূচি ঘোষণা করল ছাত্রদল

১৫

তসলিমা নাসরিনসহ দুজনের বিরুদ্ধে মামলা

১৬

তারেক রহমানের সঙ্গে ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের নেতাদের সাক্ষাৎ

১৭

২১ জানুয়ারির মধ্যেই ঠিক হবে বিশ্বকাপে বাংলাদেশের ভাগ্য

১৮

এশিয়ান টিভির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

১৯

সুষ্ঠু নির্বাচন এবং গণতন্ত্র পুনর্গঠনে সেনাবাহিনীর ভূমিকা অপরিসীম

২০
X