সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ৯ অগ্রহায়ণ ১৪৩২
তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪, ০২:৪৯ এএম
আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ০১:৪৯ পিএম
প্রিন্ট সংস্করণ

বছর সেরা ৫ বলিউড সিনেমা

বছর সেরা ৫ বলিউড সিনেমা

বছরের একেবারেই শেষ প্রান্তে সবাই। শুরু হয়েছে নতুন বছরের অপেক্ষা। এর মাঝেই ২৪-এর হিসাব চুকিয়ে ফেলার সময় চলে এসেছে। তবে সিনেপ্রেমী দর্শকের জন্য প্রতি বছরের মতো এ বছরও বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে অসংখ্য সিনেমা। কালবেলার আজকের আয়োজনে থাকছে বিশ্বের অন্যতম বড় ও জনপ্রিয় বিনোদন ইন্ডাস্ট্রি বলিউডের এ বছরের সেরা ৫ সিনেমার গল্প। তথ্য: আইএমডিবি

পুষ্পা ২: দ্য রুল: বছরের অন্যতম সফল ভারতীয় সিনেমার তালিকায় ‘পুষ্পা ২: দ্য রুল’ আছে সবার ওপরে।

সুকুমার পরিচালিত এবং আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা অভিনীত এ সিনেমায় ছবির নায়ক আল্লু ‘পুষ্পারাজ’ চরিত্রে অভিনয় করেছেন। যে পেশায় লাল চন্দন কাঠের চোরাকারবারি। নায়িকা রাশমিকা মান্দানা আছেন তার স্ত্রী ‘শ্রীবল্লী’ এর ভূমিকায়।

আলোচিত ‘পুষ্পা ২: দ্য রুল’ ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পায় পাঁচ ডিসেম্বর। এর পর থেকেই চলছে এর তাণ্ডব। মুক্তির পর মাত্র ১১ দিনে বিশ্বব্যাপী এটি আয় করেছে ১ হাজার ৩০০ কোটি রুপির বেশি। মুক্তির দ্বিতীয় সপ্তাহ পরও এখনো উন্মাদনা একটুও থামেনি দর্শকের মাঝে। শিগগির দুই হাজার কোটির ক্লাবে নাম লেখাতে চলেছে সিনেমাটি, এমনটিই মনে করছেন সিনে-বিশ্লেষকরা। সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ফাহাদ ফাসিল।

কল্কি ২৮৯৮ এডি: ‘মহাভারত’-এর যুদ্ধে যুধিষ্ঠিরের বিখ্যাত সংলাপ ‘অশ্বত্থামা হত ইতি গজ’ এই সংলাপটি দিয়ে শুরু হয় ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমাটি।

মহাভারতের এমনই এক গুরুত্বপূর্ণ মুহূর্ত দিয়ে কাহিনি শুরু হয়ে তার পর চলে যায় ২৮৯৮ খ্রিষ্টাব্দে। ওই সময়ের রুক্ষ শুষ্ক শহর কাশী এই ছবির পটভূমি। যেখানে স্বঘোষিত ঈশ্বর রাজা সুপ্রিম ইয়াসকিন একটি অত্যাধুনিক কমপ্লেক্সে থাকেন। এই কমপ্লেক্সে মানুষ এবং রোবটের অত্যাধুনিক মেলবন্ধনে গড়ে ওঠে নতুন সভ্যতা। রাজা সুপ্রিম এক নতুন পৃথিবী তৈরি করতে চান, যেখানে বিজ্ঞান এবং পুরাণ মিলেমিশে একাকার। রাজার নির্দেশেই এই শহরের প্রতিটি প্রাণের স্পন্দন ওঠানামা করে। রাজার নিয়মেই সবাই এখানে জীবনধারণ করে। ওইখানে গবেষণাগারে বৈজ্ঞানিক পদ্ধতিতে সুমতির গর্ভে সন্তান আসে। এই সন্তানকে বাঁচিয়ে রাখার জন্য অশ্বত্থামা এবং ভৈরব লড়াই করে আর এভাবেই এগোতে থাকে কল্কি ২৮৯৮ এডি সিনেমার গল্প। চলতি বছরের ২৭ জুন মুক্তিপ্রাপ্ত নাগ অশ্বিন পরিচালিত এই সিনেমা নির্মাণে খরচ হয় প্রায় ৬০০ কোটি রুপি। এতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, প্রভাস, দীপিকা পাড়ুকোনসহ আরও অনেকে।

ছবিটি মুক্তির পর বিশ্বব্যাপী আয় করেছে ১০৬০.৪ কোটি রুপি এবং ভারতে আয় করেছে প্রায় ৭৮৪.৬ কোটি রুপি।

স্ত্রী ২: সিনেমায় দেখা যায়, চান্দেরি নামে একটি এলাকায় ঘোর বিপদ। অজানা কিছু একটা মেয়েদের টেনে নিয়ে যাচ্ছে। মূলত আধুনিক মেয়েদের টার্গেট করে এমনটা হচ্ছে। তেমনভাবেই অজানা কিছু বিট্টুর প্রেমিকাকে টেনে নিয়ে যায় এক দিন রাতে। খুঁজতে গিয়ে জানা যায় মুণ্ডুবিহীন কিছু একটা তাকে নিয়ে গেছে। প্রথমে বিশ্বাস না করলেও পরে সেটা বিশ্বাস করতে শুরু করে সবাই। একই সঙ্গে পঙ্কজ ত্রিপাঠীর কাছে একটি চিঠি আসে এই মুণ্ডুবিহীন জিনিসটার ব্যাপারে। এভাবেই এগিয়ে যায় সিনেমার কাহিনি।

অমর কৌশিকের পরিচালনায় স্ত্রী ২ সিনেমাটি মুক্তি পায় চলতি বছরের ১৫ আগস্ট। এ সিনেমায় অভিনয় করেন শ্রদ্ধা কাপুর, রাজকুমার রাও, পঙ্কজ ত্রিপাঠিসহ আরও অনেকে।

প্রায় ১২০ কোটি রুপি ব্যয়ে নির্মিত এই সিনেমাটি বিশ্বব্যাপী আয় করে ৮৫২.৪ কোটি রুপি এবং ভারতে আয় করে ৭০৮.৬ কোটি রুপি।

দ্য গ্রেটেস্ট অব অল টাইম: গান্ধী একজন সাবেক অভিজ্ঞ কূটনীতিক এজেন্ট এবং গুপ্তচর ছিলেন। যিনি স্পেশাল অ্যান্টি-টেররিস্ট স্কোয়াডের জন্য কাজ করছেন। বহু বছর পর তাকে আবারও একটি গুরুত্বপূর্ণ মিশনের জন্য ফেরত আনা হয়। সেখানে তাকে দেখা যায় তার নিজের অতীত শত্রুদের সঙ্গে লড়াই এবং তার সতীর্থদের নিয়ে বিভিন্ন সমস্যার সমাধান করতে। এভাবেই এগিয়ে যায় সিনেমাটির গল্প। ভেঙ্কট প্রভু পরিচালনায় নির্মিত ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’ সিনেমাটি মুক্তি পায় এ বছরের ৫ সেপ্টেম্বর। ছবিতে অভিনয় করেন, থালাপতি বিজয়, প্রভু দেবা, প্রশান্ত, স্নেহা, মোহনসহ আরও অনেকে।

৪০০ কোটি রুপি ব্যয়ে নির্মিত সাড়া জাগানো এই সিনেমাটি বিশ্বব্যাপী মোট আয় করে ৪৫২.৮ কোটি রুপি, এবং ভারতে ২৯৪.৬ কোটি রুপি আয় করে।

দেবারা পার্ট ১: উনিশশ আশি ও নব্বইয়ের দশকের পটভূমির ওপর নির্মিত হয়েছে ‘দেবারা পার্ট ১’। ছবিতে দেখা যায় ভারতবর্ষের বহু পুরোনো ও হারিয়ে যাওয়া সমুদ্রতটবর্তী এক জনগণের নেতা দেবারাকে। যে নিজের গোষ্ঠীর মানুষদের জীবন বাঁচাতে লড়াই সংগ্রাম করতে থাকে এবং একসময় জানতে পারে তারই ভাই তাদের সঙ্গে বেইমানি করছে আর এভাবেই এগোতে থাকে সিনেমার গল্প। কোরাতলা শিভার পরিচালনায় নির্মিত এই সিনেমায় অভিনয় করেন এন টি রামা রাও জুনিয়র, জাহ্নবি কাপুর, সাইফ আলী খানসহ আরও অনেকে। ২৫০ কোটি রুপি ব্যয়ে নির্মিত এই সিনেমা বিশ্বব্যাপী আয় করেছে ৪২৬.৮ কোটি রুপি এবং ভারতে আয় করে ৩৫০.২ কোটি রুপি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্পে আহত হামীমের চিকিৎসার খোঁজ নিলেন ডা. কাঁকন

৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা

খালেদা জিয়ার হাসপাতালে ভর্তির কারণ জানালেন চিকিৎসক

ফাইনালে সুপার ওভারে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

বিদেশিদের হাতে বন্দরের ব্যবস্থাপনা তুলে দেওয়া অদূরদর্শী সিদ্ধান্ত : লায়ন ফারুক

হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় / পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয় মেজর সিনহাকে

কর্মী নিয়োগ নিয়ে বাংলাদেশকে সুখবর দিল সৌদি আরব

সোনালী ব্যাংকে ‘শয়তানের নিঃশ্বাস’ দিয়ে প্রতারণা

জাল টাকার নোটসহ আটক ২

রাজশাহীতে ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

১০

এসএ সিদ্দিক সাজুকে বিএনপির শোকজ

১১

বিএনপি নারীর ক্ষমতায়ন ও স্বাবলম্বিতা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : সেলিমা রহমান

১২

মুফতি মামুনুর রশিদ কাসেমী গ্রেপ্তার

১৩

রাজনীতি রাজনীতিবিদদের হাতেই থাকা উচিত : রিজভী

১৪

যুদ্ধবিরতির মধ্যে গাজায় হামলা, কমান্ডারকে নিহতের দাবি ইসরায়েলের

১৫

রাবির দুই শিক্ষককে বিভাগীয় সব কার্যক্রম থেকে অব্যাহতি

১৬

এ দেশ সবার, কারো একার না : সালাউদ্দিন বাবু

১৭

‘স্বাধীনতার পর ক্ষমতায় না গিয়ে জিয়াউর রহমান সেনাবাহিনীতে ফিরে যান’

১৮

ফাইনাল জিততে বাংলাদেশের দরকার ১২৬ রান

১৯

শাহজাহানের বক্তব্য সমর্থন করে না জামায়াত

২০
X