তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪, ০২:৪৯ এএম
আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ০১:৪৯ পিএম
প্রিন্ট সংস্করণ

বছর সেরা ৫ বলিউড সিনেমা

বছর সেরা ৫ বলিউড সিনেমা

বছরের একেবারেই শেষ প্রান্তে সবাই। শুরু হয়েছে নতুন বছরের অপেক্ষা। এর মাঝেই ২৪-এর হিসাব চুকিয়ে ফেলার সময় চলে এসেছে। তবে সিনেপ্রেমী দর্শকের জন্য প্রতি বছরের মতো এ বছরও বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে অসংখ্য সিনেমা। কালবেলার আজকের আয়োজনে থাকছে বিশ্বের অন্যতম বড় ও জনপ্রিয় বিনোদন ইন্ডাস্ট্রি বলিউডের এ বছরের সেরা ৫ সিনেমার গল্প। তথ্য: আইএমডিবি

পুষ্পা ২: দ্য রুল: বছরের অন্যতম সফল ভারতীয় সিনেমার তালিকায় ‘পুষ্পা ২: দ্য রুল’ আছে সবার ওপরে।

সুকুমার পরিচালিত এবং আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা অভিনীত এ সিনেমায় ছবির নায়ক আল্লু ‘পুষ্পারাজ’ চরিত্রে অভিনয় করেছেন। যে পেশায় লাল চন্দন কাঠের চোরাকারবারি। নায়িকা রাশমিকা মান্দানা আছেন তার স্ত্রী ‘শ্রীবল্লী’ এর ভূমিকায়।

আলোচিত ‘পুষ্পা ২: দ্য রুল’ ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পায় পাঁচ ডিসেম্বর। এর পর থেকেই চলছে এর তাণ্ডব। মুক্তির পর মাত্র ১১ দিনে বিশ্বব্যাপী এটি আয় করেছে ১ হাজার ৩০০ কোটি রুপির বেশি। মুক্তির দ্বিতীয় সপ্তাহ পরও এখনো উন্মাদনা একটুও থামেনি দর্শকের মাঝে। শিগগির দুই হাজার কোটির ক্লাবে নাম লেখাতে চলেছে সিনেমাটি, এমনটিই মনে করছেন সিনে-বিশ্লেষকরা। সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ফাহাদ ফাসিল।

কল্কি ২৮৯৮ এডি: ‘মহাভারত’-এর যুদ্ধে যুধিষ্ঠিরের বিখ্যাত সংলাপ ‘অশ্বত্থামা হত ইতি গজ’ এই সংলাপটি দিয়ে শুরু হয় ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমাটি।

মহাভারতের এমনই এক গুরুত্বপূর্ণ মুহূর্ত দিয়ে কাহিনি শুরু হয়ে তার পর চলে যায় ২৮৯৮ খ্রিষ্টাব্দে। ওই সময়ের রুক্ষ শুষ্ক শহর কাশী এই ছবির পটভূমি। যেখানে স্বঘোষিত ঈশ্বর রাজা সুপ্রিম ইয়াসকিন একটি অত্যাধুনিক কমপ্লেক্সে থাকেন। এই কমপ্লেক্সে মানুষ এবং রোবটের অত্যাধুনিক মেলবন্ধনে গড়ে ওঠে নতুন সভ্যতা। রাজা সুপ্রিম এক নতুন পৃথিবী তৈরি করতে চান, যেখানে বিজ্ঞান এবং পুরাণ মিলেমিশে একাকার। রাজার নির্দেশেই এই শহরের প্রতিটি প্রাণের স্পন্দন ওঠানামা করে। রাজার নিয়মেই সবাই এখানে জীবনধারণ করে। ওইখানে গবেষণাগারে বৈজ্ঞানিক পদ্ধতিতে সুমতির গর্ভে সন্তান আসে। এই সন্তানকে বাঁচিয়ে রাখার জন্য অশ্বত্থামা এবং ভৈরব লড়াই করে আর এভাবেই এগোতে থাকে কল্কি ২৮৯৮ এডি সিনেমার গল্প। চলতি বছরের ২৭ জুন মুক্তিপ্রাপ্ত নাগ অশ্বিন পরিচালিত এই সিনেমা নির্মাণে খরচ হয় প্রায় ৬০০ কোটি রুপি। এতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, প্রভাস, দীপিকা পাড়ুকোনসহ আরও অনেকে।

ছবিটি মুক্তির পর বিশ্বব্যাপী আয় করেছে ১০৬০.৪ কোটি রুপি এবং ভারতে আয় করেছে প্রায় ৭৮৪.৬ কোটি রুপি।

স্ত্রী ২: সিনেমায় দেখা যায়, চান্দেরি নামে একটি এলাকায় ঘোর বিপদ। অজানা কিছু একটা মেয়েদের টেনে নিয়ে যাচ্ছে। মূলত আধুনিক মেয়েদের টার্গেট করে এমনটা হচ্ছে। তেমনভাবেই অজানা কিছু বিট্টুর প্রেমিকাকে টেনে নিয়ে যায় এক দিন রাতে। খুঁজতে গিয়ে জানা যায় মুণ্ডুবিহীন কিছু একটা তাকে নিয়ে গেছে। প্রথমে বিশ্বাস না করলেও পরে সেটা বিশ্বাস করতে শুরু করে সবাই। একই সঙ্গে পঙ্কজ ত্রিপাঠীর কাছে একটি চিঠি আসে এই মুণ্ডুবিহীন জিনিসটার ব্যাপারে। এভাবেই এগিয়ে যায় সিনেমার কাহিনি।

অমর কৌশিকের পরিচালনায় স্ত্রী ২ সিনেমাটি মুক্তি পায় চলতি বছরের ১৫ আগস্ট। এ সিনেমায় অভিনয় করেন শ্রদ্ধা কাপুর, রাজকুমার রাও, পঙ্কজ ত্রিপাঠিসহ আরও অনেকে।

প্রায় ১২০ কোটি রুপি ব্যয়ে নির্মিত এই সিনেমাটি বিশ্বব্যাপী আয় করে ৮৫২.৪ কোটি রুপি এবং ভারতে আয় করে ৭০৮.৬ কোটি রুপি।

দ্য গ্রেটেস্ট অব অল টাইম: গান্ধী একজন সাবেক অভিজ্ঞ কূটনীতিক এজেন্ট এবং গুপ্তচর ছিলেন। যিনি স্পেশাল অ্যান্টি-টেররিস্ট স্কোয়াডের জন্য কাজ করছেন। বহু বছর পর তাকে আবারও একটি গুরুত্বপূর্ণ মিশনের জন্য ফেরত আনা হয়। সেখানে তাকে দেখা যায় তার নিজের অতীত শত্রুদের সঙ্গে লড়াই এবং তার সতীর্থদের নিয়ে বিভিন্ন সমস্যার সমাধান করতে। এভাবেই এগিয়ে যায় সিনেমাটির গল্প। ভেঙ্কট প্রভু পরিচালনায় নির্মিত ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’ সিনেমাটি মুক্তি পায় এ বছরের ৫ সেপ্টেম্বর। ছবিতে অভিনয় করেন, থালাপতি বিজয়, প্রভু দেবা, প্রশান্ত, স্নেহা, মোহনসহ আরও অনেকে।

৪০০ কোটি রুপি ব্যয়ে নির্মিত সাড়া জাগানো এই সিনেমাটি বিশ্বব্যাপী মোট আয় করে ৪৫২.৮ কোটি রুপি, এবং ভারতে ২৯৪.৬ কোটি রুপি আয় করে।

দেবারা পার্ট ১: উনিশশ আশি ও নব্বইয়ের দশকের পটভূমির ওপর নির্মিত হয়েছে ‘দেবারা পার্ট ১’। ছবিতে দেখা যায় ভারতবর্ষের বহু পুরোনো ও হারিয়ে যাওয়া সমুদ্রতটবর্তী এক জনগণের নেতা দেবারাকে। যে নিজের গোষ্ঠীর মানুষদের জীবন বাঁচাতে লড়াই সংগ্রাম করতে থাকে এবং একসময় জানতে পারে তারই ভাই তাদের সঙ্গে বেইমানি করছে আর এভাবেই এগোতে থাকে সিনেমার গল্প। কোরাতলা শিভার পরিচালনায় নির্মিত এই সিনেমায় অভিনয় করেন এন টি রামা রাও জুনিয়র, জাহ্নবি কাপুর, সাইফ আলী খানসহ আরও অনেকে। ২৫০ কোটি রুপি ব্যয়ে নির্মিত এই সিনেমা বিশ্বব্যাপী আয় করেছে ৪২৬.৮ কোটি রুপি এবং ভারতে আয় করে ৩৫০.২ কোটি রুপি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিপিএল ম্যাচ বাতিল হওয়ায় চলবে না মেট্রোরেলের বাড়তি ট্রিপ

২০২৬ সালের জেসিআই ইন বিজনেস কমিটি ঘোষণা

বাগানে ফেলে রাখা ব্যাগে বোমা, বিস্ফোরণে স্কুলছাত্র আহত 

নাটকীয়তা শেষে মনোনয়ন জমা দিলেন আবুল কালাম 

ইরানে হামলার খায়েশ নেই : ট্রাম্প

প্রার্থিতা ফিরে পেলেন হুম্মাম কাদের

মেরাজ কি রজবের ২৭ তারিখেই হয়েছিল?

ধানের শীষ পবিত্র মার্কা, বদনাম হতে দিব না : শামা ওবায়েদ 

মিরপুর স্টেডিয়ামে ভাঙচুর

মেরাজ সফরে যাঁদের সঙ্গে দেখা হয়েছিল নবীজির (সা.)

১০

সায়েন্সল্যাবে ঢাবির বাস ভাঙচুর, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ডাকসু

১১

জাতীয় বেতন কমিশনের কার্যক্রম নিয়ে ঢা‌বি সাদা দলের উদ্বেগ

১২

১২ দিনেও সন্ধান মেলেনি স্কুল থেকে নিখোঁজ শিশুর

১৩

রাষ্ট্রপতির কাছে নতুন মার্কিন রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

১৪

গণভোট নিয়ে সপ্তাহব্যাপী প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা 

১৫

দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

১৬

সেই ছবি দেখিয়ে ট্রাম্পকে হত্যার হুমকি

১৭

অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল

১৮

উন্নত ফিচার ও শক্তিশালী ব্যাটারিসহ নতুন স্পার্ক গো ৩ উন্মোচন করলো টেকনো

১৯

এসএসসি পরীক্ষা শুরুর তারিখ প্রকাশ

২০
X