বহুল প্রতীক্ষিত ক্রাইম ড্রামা সিরিজ ‘চিড়িয়া উড়’ মুক্তি পেতে চলেছে ২০২৫ সালের ১৫ জানুয়ারি। অ্যামাজন এম এক্স প্লেয়ারে এ সিরিজটি বিনামূল্যে স্ট্রিমিং হবে। এরই মধ্যে, বুধবার (৮ জানুয়ারি) প্রকাশিত হয়েছে সিরিজটির ট্রেইলার, যা দর্শকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে।
‘চিড়িয়া উড়’ সিরিজটি আবিদ সুরতির প্রশংসিত উপন্যাস ‘কেজেস’ এর ওপর ভিত্তি করে নির্মিত। এর গল্পে মুম্বাইয়ের অপরাধ জগতের অন্ধকার দিকের এক গভীর যাত্রাপথ এবং শক্তিশালী মহলের অপরাধ ও বেঁচে থাকার যুদ্ধ তুলে ধরা হবে। এটি প্রযোজনা করছেন হারমান বাওয়েজা ও ভিকি বাহরি এবং পরিচালনা করেছেন রবি যাদব।
গল্পটি এগিয়ে যাবে সেহের নামে এক তরুণীকে ঘিরে। যিনি রাজস্থান থেকে মুম্বাইয়ের অপরাধ সিন্ডিকেটের অন্ধকার জগতে আটকে পড়েন। সেহেরকে সংগ্রাম করতে দেখা যাবে শক্তি ও সহিংসতার শৃঙ্খল থেকে মুক্তি পেতে এবং এক নির্মম জগতে বেঁচে থাকার কঠিন বাস্তবতা মোকাবিলায়।
অ্যামাজন এম এক্স প্লেয়ারের কনটেন্ট ডিরেক্টর আমোঘ দুসাদ ভারতীয় এক গণমাধ্যমকে ড্রামা সিরিজটি নিয়ে জানান, ‘চিড়িয়া উড়’ এমন একটি ক্রাইম থ্রিলার সিরিজ, যা মুম্বইয়ের অপরাধ জগতের আরও গভীরে প্রবেশ করে।
সিরিজে অভিনয় করেছেন জ্যাকি শ্রফ, ভূমিকা মীনা, সিকান্দার খের, মধুর মিট্টাল, ময়ূর মোরে এবং মিতা বশিষ্ঠসহ আরও অনেকে।