দেশের ব্যান্ড ইন্ডাস্ট্রির জনপ্রিয় এক নাম গীতিকার, সুরকার ও শিল্পী নকীব খান। গানের সঙ্গে তার সম্পর্ক এক দুই বছরের নয়। দীর্ঘ ৫০ বছর ধরে সংগীতের সঙ্গে জড়িয়ে আছেন তিনি। নিজের ‘মন শুধু মন ছুঁয়েছে’, আইয়ুব বাচ্চুর ‘এখন অনেক রাত’, নিজের ‘ভালো লাগে জ্যোৎস্না রাতে’, কুমার বিশ্বজিতের ‘তোরে পুতুলের মতো করে সাজিয়ে’সহ বেশ কিছু কালজয়ী গানের সুরকার তিনি। সংগীতের সঙ্গে তার দীর্ঘ এই জার্নি নিয়ে এবার একক একটি কনসার্টের আয়োজন করা হয়েছে। যার শিরোনাম ‘সুরে সুরে পঞ্চাশে’ উদযাপন করা হবে।
আগামী ১৭ জানুয়ারি রাজধানীর তেজগাঁওয়ের ইয়ামাহা ফ্ল্যাগশিপ সেন্টারে এই কনসার্টটি অনুষ্ঠিত হবে। যেখানে নকীব খান নিজের গানের পাশাপাশি তার করা সুরের গানগুলো গেয়ে শোনাবেন। আগত শ্রোতাদের সঙ্গে ভাগাভাগি করে নেবেন গানের পেছনের গল্পসহ নানা ঘটনা, যা নিয়ে এই কিংবদন্তি বলেন, “সংগীতের সঙ্গে আমার ৫০ বছরের বেশি সময় থেকে সম্পর্ক। ছোটবেলা থেকেই গান-মিউজিকের সঙ্গে আছি। আমার এই অভিজ্ঞতা নিয়ে আগামী ১৭ জানুয়ারি ‘সুরে সুরে পঞ্চাশে’ শিরোনামে একটি একক কনসার্টের আয়োজন করা হয়েছে। আমি আসছি আপনাদের গান শোনাতে, গানের পেছনের গল্প শোনাতে। আশা করি সবার সঙ্গে সুন্দর একটি সময় কাটবে। দীর্ঘ এই জার্নি আপনাদের জন্যই করতে পেরেছি। সবাইকে অসম্ভব ভালোবাসা। এদিন সবাই আসুন দেখা হবে, গান হবে, আড্ডা হবে।”
নকিব খানের একক এই কনসার্টটি আয়োজন করছে নুর’স ইভেন্টস। যার টিকিট এরই মধ্যে বিক্রি শুরু হয়েছে। অনলাইনে ১২০০ টাকায় পাওয়া যাচ্ছে এর টিকিট। আয়োজনটি শুরু হবে শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় আর শেষ হবে রাত ৯টায়। নকীব খান কৈশোরেই ব্যান্ডে জড়িয়ে পড়েছিলেন। বালার্ক ব্যান্ডে গায়ক, পিয়ানিস্ট ও শিল্পী হিসেবে তার প্রথম আত্মপ্রকাশ। এরপর স্বাধীনতার পর যোগ দেন সোলস ব্যান্ডে। যেখানে প্রায় ১০ বছর ছিলেন তিনি। বাবা মারা যাওয়ার পর চট্টগ্রাম ছেড়ে চলে আসেন ঢাকায়। ১৯৮৫ সালে গড়ে তোলেন নিজের ব্যান্ড রেনেসাঁ। ১৯৮৮ সালে আসে দলের প্রথম অ্যালবাম ‘রেনেসাঁ’ নামেই। ১৯৯৩ সালে ‘তৃতীয় বিশ্ব’, ১৯৯৮ সালে ‘৭১-এর রেনেসাঁ’ এবং ২০০৪ সালে ‘একুশ শতকের রেনেসাঁ’ নামে অ্যালবাম প্রকাশ করে তারা। এখনো সেই ব্যান্ডের সঙ্গেই আছেন তিনি।