আগামী ২২ থেকে ২৭ সেপ্টেম্বর পূর্বাঞ্চলীয় ফেডারেশন অব ফিল্ম সোসাইটিস অব ইন্ডিয়ার আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল কলকাতার দ্বিতীয় আসর। এবারের আসরে মনোনীত হয়েছে ঢাকার ৩টি চলচ্চিত্র। এগুলো হচ্ছে চলচ্চিত্র নির্মাতা খন্দকার সুমনের ‘সাঁতাও’, নূর ইমরান মিঠুর ‘পাতালঘর’ ও সৈয়দা নিগার বানুর ‘নোনা পানি’।
গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিস অব ইন্ডিয়ার ভাইস চেয়ারম্যান প্রেমেন্দ্র মজুমদার বলেন, ‘বিশ্ব চলচ্চিত্রে দিন দিন বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি হচ্ছে। তারই প্রতিফলন হিসেবে বিশ্বের নানান মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবে দেশটির একাধিক চলচ্চিত্রের অংশগ্রহণ দেখা যাচ্ছে।’
‘সাঁতাও’ চলচ্চিত্রের পরিচালক খন্দকার সুমন বলেন, ‘বিশুদ্ধ চলচ্চিত্রের এই উৎসবের এমন একটি আয়োজনে বাংলাদেশের একাধিক চলচ্চিত্রের উপস্থিতি জানান দিচ্ছে বিশ্ব চলচ্চিত্রে বাংলাদেশের চলচ্চিত্র গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।’
কৃষকের সংগ্রামী জীবন, নারীর মাতৃত্বের সর্বজনীন রূপ ও সুরেলা জনগোষ্ঠীর সুখ-দুঃখ, হাসি-কান্নার গল্পে গণঅর্থায়নে নির্মিত চলচ্চিত্র ‘সাঁতাও’। রাশিয়ার ১৯তম কাজান আন্তর্জাতিক মুসলিম চলচ্চিত্র উৎসবে মনোনীত হয়েছে এটি। এর আগে ‘২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ বাংলাদেশ প্যানোরমা বিভাগে সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছিল এটি। এরপর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ২৭ জানুয়ারি। এতে অভিনয় করেছেন আইনুন পুতুল, ফজলুল হক, মো. সালাউদ্দিন, সাবেরা ইয়াসমিন, স্বাক্ষ্য শাহীদ প্রমুখ।
এদিকে ২৭ জুলাই চরকিতে মুক্তি পায় নূর ইমরান মিঠুর ‘পাতালঘর’। এরই মধ্যে ছবিটি ভারতের কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্রে উৎসবে অংশ নিয়ে প্রশংসিত হয়। গত বছর গোয়ায় ৫৩তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় এটি। মা-মেয়ের মনস্তাত্ত্বিক টানাপোড়েনের গল্পে নির্মিত এ সিনেমার বিভিন্ন চরিত্রে রয়েছেন আফসানা মিমি, নুসরাত ফারিয়া, মামুনুর রশীদ, সালাহউদ্দিন লাভলু, গিয়াস উদ্দিন সেলিম, ফজলুর রহমান বাবু প্রমুখ।
‘নোনা পানি’ সিনেমাটি গড়ে উঠেছে খুলনার দক্ষিণাঞ্চলের একটি গ্রামের গল্পে। কাহিনি বিন্যস্ত হয়েছে বর্তমান সময়ের প্রেক্ষাপটে তাদের দৈনন্দিন জীবন নিয়ে। এতে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, জয়িতা, বিলকিস বানু, রুবেলসহ একঝাঁক অভিনয়শিল্পী।
মন্তব্য করুন