কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩, ০২:৪৯ এএম
প্রিন্ট সংস্করণ

জাতীয় কবির স্মরণে টিভি আয়োজন

জাতীয় কবির স্মরণে টিভি আয়োজন

বিটিভি

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস স্মরণে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচার হবে গান, কবিতা ও আলোচনার সমন্বয়ে বিশেষ অনুষ্ঠান। নোমান হাসান খানের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন ড. সৌমিত্র শেখর। প্রচার হবে আজ রাত ১০টা ২০ মিনিটে। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেছেন মাহিদুল ইসলাম, রফিকুল ইসলাম ও নায়লা তারানুম চৌধুরী। গান গেয়েছেন প্রিয়াংকা গোপ, বিজন চন্দ্র মিস্ত্রি, ছন্দা চক্রবর্তী, ইয়াসমিন মুশতারি, শেখ জসিম উদ্দিন ও মিরাজুল জান্নাত সোনিয়া। আলোচনায় অংশ নিয়েছেন ড. রফিক উল্লাহ খান ও ড. এ এফ এম হায়াতুল্লাহ খান।

এ ছাড়া কাজী নজরুল ইসলাম স্মরণে দুপুর ২টা ৩০ মিনিটে ও সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রচার হবে কবিতা আবৃত্তির অনুষ্ঠান, বিকেল ৫টা ৩৫ মিনিটে প্রচার হবে নজরুল সংগীতের অনুষ্ঠান। রাত ৮টা ৪০ মিনিটে থাকছে ‘মুজিব চেতনায় নজরুল’।

চ্যানেল আই

বিদ্রোহী কবিকে স্মরণে দিনভর নানা অনুষ্ঠান প্রচার করবে চ্যানেল আই। তারই ধারাবাহিকতায় এদিন টেলিভিশন পর্দায় দর্শক দেখতে পাবেন চলচ্চিত্র ‘প্রিয়া তুমি সুখী হও’। কবি কাজী নজরুল ইসলামের উপন্যাস ‘অতৃপ্ত কামনা’ নিয়ে গীতালি হাসান নির্মাণ করেছেন চলচ্চিত্রটি। ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড প্রযোজিত চলচ্চিত্রটি চ্যানেল আইতে প্রচার হবে দুপুর ৩টা ৫ মিনিটে। এটি গীতালী হাসান পরিচালিত প্রথম চলচ্চিত্র। এ চলচ্চিত্রের মাধ্যমে শায়লা সাবি ও সংগীত পরিচালক বিনোদ রায়ও আত্মপ্রকাশ করেছেন। শায়লা সাবি চ্যানেল আইয়ের সেরা নাচিয়ে প্রতিযোগিতার সেরা পাঁচজন প্রতিযোগীর একজন ছিলেন। সেই প্রতিযোগিতায় বিচারক ছিলেন ফেরদৌস। এ ছবিতে ফেরদৌস-শায়লা ছাড়া আরও অভিনয় করেছেন ববি, নীলিমা, জাহিদ শিকদার, আবু সাঈদ খান, সানি, বেবী, সারিকা, রাফি, স্বর্ণা প্রমুখ। ছবিটিরর সংগীত পরিচালনা করেছেন বিনোদ রায়। চিত্রগ্রহণে জেড এইচ মিন্টু, সম্পাদনায় এ কে আজাদ এবং নৃত্য পরিচালক রহিম রয় ও মেহরাজ হক তুষার। গীতিকার কাজী নজরুল ইসলাম, আনিস উল ইসলাম ও বিনোদ রায়। গানে কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা, সামিনা চৌধুরী, রিজিয়া পারভীন, পারভেজ, বিজন মিস্ত্রী, স্মরণ ও আসিফ।

মাছরাঙা

জাতীয় কবির মৃত্যুবার্ষিকীতে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে টেলিছবি ‘অগ্নিগিরি’। আজ রাত ১০টা ৩০ মিনিটে দেখা যাবে এটি। অন্যতম চরিত্রে অভিনয় করেছেন এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। তার বিপরীতে আছেন ‘স্বপ্নজাল’ নায়ক ইয়াশ রোহান। সঙ্গে আরও আছেন মাসুম বাশার। নজরুলের গল্প অবলম্বনে নাটকটির চিত্রনাট্য তৈরি করেছেন মনি হায়দার। পরিচালনা করেছেন হাসান রেজাউল। নির্মাতা জানান, কবির গল্পটির আবেগ সঠিকভাবে পর্দায় তুলে ধরতে চেষ্টা করেছেন তিনি। এ ক্ষেত্রে দারুণ সহযোগিতা পেয়েছেন ইয়াশ-তটিনী জুটির কাছ থেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেড ক্রিসেন্টে মব করার অভিযোগে এনসিপি নেতাকে অব্যাহতি

নাসিরের অলরাউন্ড নৈপুণ্যে আবারও এনসিএল শিরোপা রংপুরের ঘরে

কিশোরগঞ্জ থাকবে ঢাকাতেই, ছাত্র-জনতার বিক্ষোভ ও সড়ক অবরোধ

মক্কায় ১২৫ কিমি এলাকাজুড়ে স্বর্ণের খনির সন্ধান 

অগ্রযাত্রায় নবীন শিক্ষকদের অবদান রাখতে হবে : খুবি উপাচার্য

কক্সবাজার সৈকত থেকে অর্ধশতাধিক টংঘর উচ্ছেদ

১২ থেকে ১৫ ঘণ্টার মধ্যেই রাকসু নির্বাচনের ফলাফল প্রকাশ : ভিসি

কুলদীপের ঘূর্ণিতে ফলোঅন, তবু লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজ

শেবাচিমে আধুনিক ল্যাবরেটরি মেডিসিন বিভাগ চালু

যমুনা টিভির সিইওকে নিয়ে মিথ্যাচার

১০

রিজওয়ান-সালমানের জুটিতে প্রথম দিনে স্বস্তিতে পাকিস্তান

১১

বিএনপি ক্ষমতায় গেলে ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে : দুলু

১২

লিবিয়ার উপকূলে ৬১ অভিবাসীর মরদেহ উদ্ধার

১৩

উপদেষ্টার পরিদর্শনের পর ঢাকা-সিলেট মহাসড়কে নেই যানজট

১৪

যুবককে খুঁটিতে বেঁধে মারধর, গায়ে আগুন দিয়ে হত্যাচেষ্টা

১৫

দোহায় হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনার বহু প্রতীক্ষিত ফিনালিসিমা!

১৬

অস্থায়ী ভিসার ৮২ পেশার তালিকা তৈরি করেছে যুক্তরাজ্য

১৭

মাউশি ভেঙে হচ্ছে পৃথক অধিদপ্তর, নাম কী?

১৮

আমি ষড়যন্ত্রের শিকার : ছাত্রদল নেতা শাওন

১৯

আফগানিস্তানের ২০০’র বেশি সৈন্য নিহত, পাকিস্তানির দাবি

২০
X