বিটিভি
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস স্মরণে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচার হবে গান, কবিতা ও আলোচনার সমন্বয়ে বিশেষ অনুষ্ঠান। নোমান হাসান খানের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন ড. সৌমিত্র শেখর। প্রচার হবে আজ রাত ১০টা ২০ মিনিটে। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেছেন মাহিদুল ইসলাম, রফিকুল ইসলাম ও নায়লা তারানুম চৌধুরী। গান গেয়েছেন প্রিয়াংকা গোপ, বিজন চন্দ্র মিস্ত্রি, ছন্দা চক্রবর্তী, ইয়াসমিন মুশতারি, শেখ জসিম উদ্দিন ও মিরাজুল জান্নাত সোনিয়া। আলোচনায় অংশ নিয়েছেন ড. রফিক উল্লাহ খান ও ড. এ এফ এম হায়াতুল্লাহ খান।
এ ছাড়া কাজী নজরুল ইসলাম স্মরণে দুপুর ২টা ৩০ মিনিটে ও সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রচার হবে কবিতা আবৃত্তির অনুষ্ঠান, বিকেল ৫টা ৩৫ মিনিটে প্রচার হবে নজরুল সংগীতের অনুষ্ঠান। রাত ৮টা ৪০ মিনিটে থাকছে ‘মুজিব চেতনায় নজরুল’।
চ্যানেল আই
বিদ্রোহী কবিকে স্মরণে দিনভর নানা অনুষ্ঠান প্রচার করবে চ্যানেল আই। তারই ধারাবাহিকতায় এদিন টেলিভিশন পর্দায় দর্শক দেখতে পাবেন চলচ্চিত্র ‘প্রিয়া তুমি সুখী হও’। কবি কাজী নজরুল ইসলামের উপন্যাস ‘অতৃপ্ত কামনা’ নিয়ে গীতালি হাসান নির্মাণ করেছেন চলচ্চিত্রটি। ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড প্রযোজিত চলচ্চিত্রটি চ্যানেল আইতে প্রচার হবে দুপুর ৩টা ৫ মিনিটে। এটি গীতালী হাসান পরিচালিত প্রথম চলচ্চিত্র। এ চলচ্চিত্রের মাধ্যমে শায়লা সাবি ও সংগীত পরিচালক বিনোদ রায়ও আত্মপ্রকাশ করেছেন। শায়লা সাবি চ্যানেল আইয়ের সেরা নাচিয়ে প্রতিযোগিতার সেরা পাঁচজন প্রতিযোগীর একজন ছিলেন। সেই প্রতিযোগিতায় বিচারক ছিলেন ফেরদৌস। এ ছবিতে ফেরদৌস-শায়লা ছাড়া আরও অভিনয় করেছেন ববি, নীলিমা, জাহিদ শিকদার, আবু সাঈদ খান, সানি, বেবী, সারিকা, রাফি, স্বর্ণা প্রমুখ। ছবিটিরর সংগীত পরিচালনা করেছেন বিনোদ রায়। চিত্রগ্রহণে জেড এইচ মিন্টু, সম্পাদনায় এ কে আজাদ এবং নৃত্য পরিচালক রহিম রয় ও মেহরাজ হক তুষার। গীতিকার কাজী নজরুল ইসলাম, আনিস উল ইসলাম ও বিনোদ রায়। গানে কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা, সামিনা চৌধুরী, রিজিয়া পারভীন, পারভেজ, বিজন মিস্ত্রী, স্মরণ ও আসিফ।
মাছরাঙা
জাতীয় কবির মৃত্যুবার্ষিকীতে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে টেলিছবি ‘অগ্নিগিরি’। আজ রাত ১০টা ৩০ মিনিটে দেখা যাবে এটি। অন্যতম চরিত্রে অভিনয় করেছেন এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। তার বিপরীতে আছেন ‘স্বপ্নজাল’ নায়ক ইয়াশ রোহান। সঙ্গে আরও আছেন মাসুম বাশার। নজরুলের গল্প অবলম্বনে নাটকটির চিত্রনাট্য তৈরি করেছেন মনি হায়দার। পরিচালনা করেছেন হাসান রেজাউল। নির্মাতা জানান, কবির গল্পটির আবেগ সঠিকভাবে পর্দায় তুলে ধরতে চেষ্টা করেছেন তিনি। এ ক্ষেত্রে দারুণ সহযোগিতা পেয়েছেন ইয়াশ-তটিনী জুটির কাছ থেকে।
মন্তব্য করুন