

ভারতের দিল্লির একটি মেট্রো স্টেশনে প্রকাশ্যে প্রস্রাব করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক ও ক্ষোভ। এক্সে শেয়ার হওয়া ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি প্ল্যাটফর্মের কাচের রেলিংয়ের পাশে দাঁড়িয়ে প্রস্রাব করছেন। পরে তিনি বুঝতে পারেন যে, তাকে ভিডিও করা হচ্ছে এবং দ্রুত সেখান থেকে সরে যান। খবর এনডিটিভির।
ঘটনাটি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে, কারণ প্রতিদিন লক্ষাধিক যাত্রী দিল্লি মেট্রো ব্যবহার করেন। ভিড় ও অতিরিক্ত যাত্রীর চাপ নিয়ে অভিযোগ নতুন নয়, তবে এ ধরনের আচরণকে অনেকেই গুরুতর উদ্বেগের বিষয় হিসেবে দেখছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহারকারীরা অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন।
তবে এনডিটিভি জানিয়েছে, ভিডিওটি ঠিক কোন তারিখে ধারণ করা হয়েছে বা কোন মেট্রো স্টেশনের ঘটনা, তা তারা নিশ্চিত করতে পারেনি। ভিডিওটি @gharkekalesh নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয় এবং অল্প সময়ের মধ্যেই এটি ৬০ হাজারের বেশি ভিউ পায়। পাশাপাশি শত শত লাইক ও মন্তব্য জমা পড়ে।
একজন ব্যবহারকারী মন্তব্যে লিখেছেন, তার সামনে একবার রাতের বেলায় এমন ঘটনা ঘটেছিল। এরপর থেকে বাধ্য না হলে তিনি মেট্রোতে যাতায়াত এড়িয়ে চলেন। অন্য একজন মন্তব্যে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, কেন এমন অস্বাস্থ্যকর আচরণ বারবার দেখা যায়, তা বোধগম্য নয়।
আরেকজন ব্যবহারকারী বলেন, এই ঘটনা সমাজে নাগরিক শিষ্টাচারের অভাবের দিকটি স্পষ্ট করে তোলে। তার মতে, শিক্ষা ব্যবস্থায় পেশাগত দক্ষতার পাশাপাশি জনসম্মুখে আচরণ ও নাগরিক দায়িত্ববোধ শেখানোর প্রয়োজন রয়েছে।
আরেকটি পোস্টে অভিযোগ করা হয়, মেট্রো প্রাঙ্গণে প্রকাশ্যে প্রস্রাব করা, শিশুদের দিয়ে এমন কাজ করানো, ব্যবহৃত টিকিট ও খাবারের বর্জ্য মেঝেতে ফেলে রাখার মতো আচরণ ক্রমেই বাড়ছে। এসব ঘটনা দেশের রাজধানীতে মৌলিক নাগরিক দায়িত্ববোধের ঘাটতির দিকেই ইঙ্গিত করছে বলে মন্তব্য করেন তিনি।
মন্তব্য করুন