বেশ আশা নিয়ে এবারের ঈদে মুক্তি পায় আদর আজাদ ও পূজা চেরি অভিনীত সিনেমা ‘টগর’। তবে মুক্তির পরপরই ‘তাণ্ডব’, ‘উৎসব’, ‘ইনসাফ’, ‘নীলচক্র’ ও ‘এশা মার্ডার: কর্মফল’ সিনেমার সঙ্গে প্রতিযোগিতায় টিকতে না পেরে বক্স অফিসে ব্যাপকভাবে ভরাডুবির মুখে পড়ে মুভিটি। তবে ঈদের পঞ্চম সপ্তাহে এসে দেশের ১০টি প্রেক্ষাগৃহে আবার প্রদর্শিত হচ্ছে ‘টগর’।
আলোক হাসানের পরিচালনায় তৈরি ‘টগর’ মুক্তির প্রথম দিন থেকেই দর্শকের কাছ থেকে হতাশাজনক প্রতিক্রিয়া পায়। যার ফলে এটি সিনেপ্লেক্স থেকেও নামিয়ে দেওয়া হয়।
ঢাকা ও ঢাকার বাইরে যে ১০টি হলে ‘টগর’ বর্তমানে প্রদর্শিত হচ্ছে তা হলো—আনন্দ (ঢাকা), বিজিবি (ঢাকা), নিউ মেট্রো (নারায়ণগঞ্জ), পৃথিবী কমপ্লেক্স (জয়পুরহাট), রাজতিলক (রাজশাহী), মধুমতি (ভৈরব), শ্রীবাস (সান্তাহার), নিউ গুলশান (জিনজিরা), শাপলা (শ্রীপুর) ও সোনিয়া (বগুড়া)।
আদর আজাদ ও পূজা চেরি ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করেছেন রোজী সিদ্দিকী, সুমন আনোয়ার প্রমুখ।
মন্তব্য করুন