হলিউডের আলোচিত নির্মাতা জেমস ক্যামেরনের সুপারহিট ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ মুক্তি পাচ্ছে আগামী ১৯ ডিসেম্বর। এ উপলক্ষে গতকার মঙ্গলবার প্রকাশিত হয় মুভিটির ফার্স্টলুক পোস্টার, যেখানে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে এক নতুন ও আকর্ষণীয় চরিত্র—‘ভারাং’কে।
এ পর্বে ভারাংকে দেখা যাবে ভিলেন হিসেবে। চরিত্রটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ওনা চ্যাপলিন, যিনি ‘গেম অব থ্রোনস’ সিরিজে অভিনয় করে দারুণ সাড়া ফেলেছিলেন। জানা গেছে, ‘ভারাং’ হলো অ্যাশ পিপল নামের এক নাভি গোত্রের নেত্রী, যাদের বসবাস আগ্নেয়গিরির কাছাকাছি এক অগ্নিময় অঞ্চলে।
ভারাংয়ের চরিত্র নিয়ে জেমস ক্যামেরন বলেন, ‘ভারাং এমন এক জাতির নেত্রী, যারা অবিশ্বাস্য কষ্টের মধ্য দিয়ে গেছে। সে কঠোর, নিজের জাতির জন্য যে কোনো কিছু করতে পারে। এমনকি এমন কাজও করবে, যা আমাদের চোখে খারাপ বলে মনে হতে পারে।’
এই কিস্তিতে নাভি ও মানুষের মধ্যে ভালো-খারাপের প্রচলিত সরলীকরণের বাইরে গিয়ে গল্প বলা হয়েছে বলে জানান নির্মাতা। তিনি আরও বলেন, ‘আমরা চেয়েছি চরিত্রগুলোর জটিলতা দেখাতে। সব নাভি ভালো আর সব মানুষ খারাপ—এমনটা নয়।’ সম্প্রতি নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, ডিজনির নিউইয়র্ক ও লস অ্যাঞ্জেলেস অফিসে মুভিটির প্রথম ট্রেলার প্রদর্শন করা হয়। সেখানে দেখা গেছে, উত্তপ্ত ধূসর ভূমির মধ্যে হাঁটছে ‘ভারাং’। একপর্যায়ে সে ‘জ্যাক’ ও নেতিরির মেয়ে কিরিকে বন্দি করে বলে ওঠে—‘তোমার দেবীর এখানে কোনো আধিপত্য নেই।’ ধারণা করা হচ্ছে, অ্যাশ পিপল গোত্রের উপাসনা কোনো ভিন্ন দেবীর প্রতি নিবেদিত।
ট্রেলারটি এ সপ্তাহ থেকে সিনেমা হলে দেখানো শুরু হবে। ২৫ জুলাই মুক্তি পেতে যাওয়া মার্ভেলের ‘দ্য ফ্যান্টাস্টিক ফোর: ফার্স্ট স্টেপস’ সিনেমার মাঝেই ট্রেলারটি প্রদর্শিত হবে। তবে অনলাইনে ট্রেলারটি কবে মুক্তি পাবে, তা এখনো জানা যায়নি।
উল্লেখ্য, ২০০৯ সালে মুক্তি পাওয়া প্রথম ‘অ্যাভাটার’ এবং ২০২২ সালের দ্বিতীয় কিস্তি ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ সর্বকালের সবচেয়ে বেশি আয়ের সিনেমার তালিকায় যথাক্রমে প্রথম ও তৃতীয় স্থানে রয়েছে। দুই পর্ব মিলিয়ে বিশ্বব্যাপী আয় করেছে প্রায় ৫.২ বিলিয়ন ডলার।
‘ফায়ার অ্যান্ড অ্যাশ’-এর পর ২০২৯ ও ২০৩১ সালে মুক্তি পাবে ‘অ্যাভাটার’-এর আরও দুটি কিস্তি।
মন্তব্য করুন