সঞ্জয় সমদ্দার পরিচালিত ঈদের সিনেমা ‘ইনসাফ’ চরকিতে মুক্তি পেতে যাচ্ছে ৪ সেপ্টেম্বর। সিনেমায় ইউসুফের চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ।
সিনেমার গল্পে দেখা যাবে, ‘মোস্ট ওয়ান্টেড’-এর সন্ত্রাসিকদের পেছনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চৌকশ অফিসার জাহান খান কাজ শুরু করেন। এই চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ।
গত কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘ইনসাফ’ দর্শকদের মধ্যে ভালো প্রতিক্রিয়া পেয়েছিল। অনেকেই মন্তব্য করেছেন, রাজ ও ফারিণের অভিনয় সত্যিই আকর্ষণীয়।
নির্মাতা সিনেমায় চমক রেখেছেন ভিন্ন লুকে মোশাররফ করিমকে। তিনি একজন চিকিৎসকের চরিত্রে অভিনয় করেছেন এবং চরিত্রটির মাধ্যমে সিনেমায় চিকিৎসাসেবার সিন্ডিকেশনের বিষয়টি তুলে ধরা হয়েছে। নির্মাতা দাবি করেছেন, এটি সিনেমার ভাষা ও দৃশ্যায়নে নতুন মাত্রা যোগ করেছে।
সিনেমায় অতিথি চরিত্রে আছেন চঞ্চল চৌধুরী। এ ছাড়া সিনেমায় ব্যবহৃত হয়েছে ‘আকাশেতে লক্ষ তারা’ গানটি নতুনভাবে। সংগীতশিল্পী জেফারও সিনেমায় হাজির হয়েছেন, যেখানে তিনি গান ও অভিনয় দুটিতেই অংশ নিয়েছেন।
জমজমাট অ্যাকশন ঘরানার সিনেমা ‘ইনসাফ’-এর ওটিটি মুক্তি নিয়ে উচ্ছ্বসিত নির্মাতা ও কলাকুশলীরা।
সিনেমায় আরও অভিনয় করেছেন ডন, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু প্রমুখ। চিত্রনাট্য করেছেন নাজিম উদ দৌলা, স্বরূপ দে ও সঞ্জয় সমদ্দার। প্রযোজনা করেছে আবুল কালাম তিতাস, কথাচিত্র ও টিওটি ফিল্মসের ব্যানারে।
মন্তব্য করুন