গুণী চলচ্চিত্র নির্মাতা মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ সিনেমায় চিত্রনায়ক ওমর সানীর বিপরীতে অভিনয়ের মধ্য দিয়ে ঢাকাই সিনেমায় মৌসুমী-শাবনূরের পর আরও এক নায়িকার অভিষেক হয়। অভিষেক সিনেমাতেই তিনি সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছিলেন। তিনি আর কেউ নন, তিনি হলেন চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি। আজ তার জন্মদিন। দিনটি তিনি নিজের মতো করে পরিবারের সঙ্গে পালন করবেন বলে জানিয়েছেন।
দিনটি উপলক্ষে এই নায়িকা বলেন, ‘আজকের জন্মদিন ঘরোয়াভাবেই কাটবে। আমাদের নিজস্ব কিছু এতিমখানা আছে, সেখানে কোরআন খতম এবং খাওয়া-দাওয়ার আয়োজন করা হচ্ছে। জন্মদিনে আমি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার ভক্তদের প্রতি, কারণ তাদের জন্যই আজ আমি পপি।’ তবে জীবনের এই পর্যায়ে এসে আমি শুধু এতটুকু বলতে চাই, যা আমার জীবন থেকে নেওয়া উপলদ্ধি। পরিবারের জন্য সবাই দায়িত্ব পালন করবেন; কিন্তু নিজের পায়ের তলার মাটি শক্ত না করে, নিজের সর্বস্ব বিলিয়ে দিয়ে পরিবারের জন্য পুরো নিবেদিত হয়ে কিছু করবেন না। কারণ পরবর্তী সময়ে যেন কেউ আঙুল তুলে কথা না বলতে পারে। যেহেতু সমাজে, চলচ্চিত্রে আমার একটি অবস্থান আছে। তাই আমার ভক্ত-দর্শকদের আগামীদিনের ভালোর জন্যই কথাগুলো বললাম। কারণ একজনের দেওয়া উপদেশ বা নির্দেশনায় মানুষের জীবন বদলে যায়। একটা সময় আমি মনে করতাম, পরিবারের সবাই আমার। পরে সবাই যার যার মতো প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পর দেখলাম, কেউ-ই আর আমার না। তাই আগে নিজেকে এবং নিজের স্বামী-সন্তানকে ভালোবাসুন। এরপর যারা একান্তই আপনাকে ভালোবাসে তাদের পাশে থাকুন। এ সময় পপি দেশের গণমাধ্যমের উদ্দেশে সব সময় সত্য সংবাদ প্রকাশ করার অনুরোধ করেন।
পপি সর্বশেষ অভিনয় করেন ‘ডাইরেক্ট অ্যাটাক’ নামে একটি সিনেমায়। জানা যায়, পপি অভিনীত ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ সিনেমাটির কাজ আবারও শুরু হবে, এমনটাই শোনা যাচ্ছে। তবে পপি আর অভিনয়ে ফিরবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। পপি ২০০৩ সালে কালাম কায়সার পরিচালিত ‘কারাগার’ সিনেমায় প্রথম শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। পরে নারগিস আক্তারের ‘মেঘের কোলে রোদ’ এবং সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মণ্ড পরিচালিত ‘গঙ্গাযাত্রা’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছিলেন।
মন্তব্য করুন