তামজিদ হোসেন
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৯ এএম
প্রিন্ট সংস্করণ

যাত্রা শুরু করল ‘বনলতা এক্সপ্রেস’

‘বনলতা এক্সপ্রেস’ I ছবি: সংগৃহীত
‘বনলতা এক্সপ্রেস’ I ছবি: সংগৃহীত

অডিটোরিয়াম জুড়ে ছিমছাম নীরবতা। লাল পর্দার আড়ালে তখন তৈরি হচ্ছিল এক অচেনা যাত্রার প্রস্তুতি। হালকা আলো, ট্রেনের ছুটে চলার শব্দ, ফিসফিস কথার শব্দ আর ধীরে ধীরে সরে যাওয়া পর্দা—সব মিলিয়ে দর্শক বুঝে যান, এটি শুধু সিনেমা নয়, এক অনুভবের সফর। মঞ্চে ট্রেনের আদলে সাজানো সেটে পা রাখতে যেন সবাই নিজেই হয়ে ওঠেন ‘বনলতা এক্সপ্রেস’-এর যাত্রী। হ্যাঁ বলছি নির্মাতা তানিম নূরের পরিচালনায় আসন্ন সিনেমার কথা। আর এ সিনেমায় রয়েছে এক ঝাঁক তারকাদের যাত্রাপথের কাহিনি।

সিনেমার গল্পের যাত্রায় পর্দায় দর্শকরা দেখতে পাবেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, ইন্তেখাব দিনার, শ্যামল মাওলা, সাবিলা নূর, শরীফুল রাজসহ আরও অনেক নতুন তারকাকে। একই ট্রেনে বহু মানুষের জীবনের অভিজ্ঞতায় শুরু হতে যাচ্ছে ‘বনলতা এক্সপ্রেস’-এর আনুষ্ঠানিক যাত্রা।

দেশের জনপ্রিয় প্রয়াত লেখক হুমায়ুন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে সিনেমা নির্মিত হতে চলেছে এ চলচ্চিত্রটি।

গল্পটি এগিয়ে যাবে ‘কিছুক্ষণ’ উপন্যাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী চিত্রা যখন অসুস্থ মামাকে দেখতে ট্রেনে করে দিনাজপুরের উদ্দেশে রওনা দেয় সেটির ওপর ভিত্তি করে। তবে ছবিতে থাকছে নতুন চমক। তবে কী সেই চমক, তা জানা যাবে বনলতা এক্সপ্রেস মুক্তির পর।

সিনেমাটি নিয়ে ভার্সেটাইল অভিনেতা মোশাররফ করিম বলেন, “চরিত্রের প্রেমে পড়েই এ সিনেমায় যুক্ত হওয়া। আর তানিম নূরের প্রেমে পড়ার একটা বিষয় আছে যে, সে দুঃখের কথাও হাসতে হাসতে বলতে পারে। তার হাসার অদ্ভুত ক্ষমতা আছে এবং তার পড়াশোনার জায়গাটা আমার নিজের ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগে। এ ছাড়া তার সঙ্গে কাজ করার আরেকটা বড় অনুপ্রেরণা ছিল ‘উৎসব’। এদিকে সিনেমার চিত্রনাট্য ও সংলাপ দারুণ লেগেছে। বনলতা এক্সপ্রেসে আমার সহশিল্পী যারা আছেন, তারা আমার অনেকদিনের সঙ্গী। সবাই মিলে একসঙ্গে কাজ করার অপেক্ষায় আছি।”

অভিনেতা চঞ্চল চৌধুরী বলেন, “‘তাকদীর’ ও ‘কারাগার’ করার আগে থেকে আমার তানিমের সঙ্গে পরিচয় হয়। ওর কাজ আমার ভালো লাগে। এ ছাড়া তানিম নূরের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা থেকে বলছি, সিনেমাটি সবার ভালো লাগবে। হুমায়ুন আহমেদের গল্প থেকে সিনেমা এ বিষয়টি যেমন দর্শকের আলাদা আগ্রহ সৃষ্টি করেছে। তেমনি অভিনেতা হিসেবে আমরাও একটি ভালো সিনেমার অংশ হতে অধীর হয়ে আছি।”

সিনেমা নিয়ে অভিনেত্রী আজমেরী হক বাঁধন বলেন, “এর আগে হুমায়ুন আহমেদের ‘দারুচিনি দ্বীপ’ সিনেমাটি আমি করতে পারিনি, সে সময় আমার পরীক্ষা থাকায়। এরপর তানিম নূর যখন এ চরিত্রের কথা বলল, তখন আমার মেয়ে বলেছে, তুমি এটি করো। কারণ, আমাকে নাকি সবসময় সিরিয়াস আর অবসাদগ্রস্ত চরিত্রে দেখা যায়। আর হুমায়ুন আহমেদ যে আমার কত পছন্দের, সেটা সবাই জানে। অনেক বছর পর তার গল্পে কাজ করার সুযোগ পাচ্ছি। এটা আমার কাছে বিশেষ কিছু।”

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ায় বন্দুক হামলাকারীকে জাপটে ধরা কে এই মুসলিম যুবক

হাদির ওপর হামলা / পাসপোর্ট ব্লক করার পরও পালিয়েছে ২ হামলাকারী

পাঁচ দিন ধরে বইছে মৃদু শৈত্যপ্রবাহ, কাবু তেঁতুলিয়ার মানুষ

যে পথ ধরে পালাল হাদিকে গুলি করা দুজন

তাবলিগের প্রবীণ মুরুব্বি হাজী সেলিম মারা গেছেন

হান্নান মাসউদ আহত

পেঁয়াজ ক্ষেতে পড়ে ছিল যুবকের মরদেহ

স্কয়ার গ্রুপে চাকরির সুযোগ 

ডলারসহ বিভিন্ন বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার

অস্ট্রেলিয়ায় বন্দুক হামলায় নিহত বেড়ে ১৬

১০

ঢাকায় শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা 

১১

দায়িত্বরত পুলিশের কাছ থেকে খোয়া গেল ১০ রাউন্ড গুলি

১২

রাজধানীতে আজ কোথায় কী

১৩

সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৪

আজ ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে

১৫

১৫ ডিসেম্বর : আজকের নামাজের সময়সূচি

১৬

সংখ্যালঘুদের অধিকার রক্ষার প্রতিশ্রুতি দিলেন ইশরাক

১৭

বারডেমে বহির্বিভাগ মেডিসিন ফার্মেসি, স্বল্পমূল্যে মানসম্মত ওষুধের প্রতিশ্রুতি

১৮

খুলনায় দুর্বৃত্তদের গু‌লিতে যুবক নিহত

১৯

‘গণতান্ত্রিক উত্তরণের লড়াই বারবার হোঁচট খাচ্ছে’  

২০
X