

বাংলাদেশি ফিল্ম কম্পোজার অনিরুদ্ধ হৃদয় আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে স্বীকৃতি অর্জন করেছেন। গ্রিসে অনুষ্ঠিত ‘এথেন্স ইন্টারন্যাশনাল মান্থলি আর্ট ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫’-এ শর্ট ফিল্ম দ্য হেইজের জন্য বেস্ট অরজিনাল স্কোর ও সাউন্ডট্র্যাক বিভাগে তিনি পেয়েছেন অনারেবল মেনশন অ্যাওয়ার্ড।
সংলাপবিহীন ১৬ মিনিটের এ মনস্তাত্ত্বিক এক্সপেরিমেন্টাল শর্ট ফিল্মে ব্যাকগ্রাউন্ড মিউজিকই গল্প বলার প্রধান মাধ্যম। চরিত্রের মানসিক ভাঙন, আবেগ, উত্তেজনা ও সময়ের প্রবাহ সাউন্ডের মাধ্যমেই দর্শকের কাছে পৌঁছে দিয়েছেন অনিরুদ্ধ হৃদয়। তার সৃষ্টিশীল দৃষ্টিভঙ্গিতে মিউজিক এখানে ভিজ্যুয়ালের অনুষঙ্গ নয়, বরং একটি স্বাধীন ভাষা হিসেবে কাজ করেছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা থিয়েটার প্রযোজিত এবং কাব্যিক স্কুল অব আর্টসের সহযোগিতায় নির্মিত ‘দ্য হেইজ’ এরই মধ্যে ভারতের ষষ্ঠ আন্তর্জাতিক স্টার ফিল্ম অ্যাওয়ার্ড এবং আমাদের আন্তর্জাতিক শর্টফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫ কলকাতায় অফিসিয়াল সিলেকশন পেয়েছে। ফিল্মটি নির্মাণ ও সম্পাদনা করেছেন নাসির খন্দকার। অভিনয়ে রয়েছেন গোলাম ফারুক জয়, ঊর্মি চক্রবর্তী, তারেক রেজা ও চান মিয়াসহ আরও অনেকে। সিনেমাটোগ্রাফি করেছেন নাবিল মোস্তফা। এর মূল কনসেপ্ট লিখেছেন সজল দাস। আর শিল্প নির্দেশনায় ছিলেন জেমিমা জেরিন রাইমা।
২০০৬ সাল থেকে সাংস্কৃতিক অঙ্গনে সক্রিয় অনিরুদ্ধ হৃদয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে পড়াশোনার সময় থিয়েটারের জন্য ব্যাপকভাবে মিউজিক কম্পোজ ও সাউন্ড ডিজাইন করেন। ২০২০ সাল থেকে তিনি নিয়মিতভাবে ফিল্ম, শর্ট ফিল্ম, ডকুমেন্টারি ও ভিজ্যুয়াল মিডিয়ায় কাজ করছেন। এসব স্বীকৃতি অনিরুদ্ধ হৃদয় নিজের ক্যারিয়ারে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত করছেন। ভবিষ্যতে তিনি আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশি ফিল্ম কম্পোজারদের ক্রমবর্ধমান উপস্থিতিকেই তুলে ধরতে চান।
মন্তব্য করুন