কিংবদন্তি শিল্পীদের গান কাভার করে শ্রোতাদের বাহবা কুড়িয়েছেন স্নিগ্ধা রিতা রায়। সম্প্রতি তিনি প্রকাশ করেছেন ‘সবুজ সকাল’ নামে মৌলিক একটি গান। লিরিক লিখেছেন সি কে দে চয়ন। ইনডেক্স মাল্টিমিডিয়ার ব্যানারে প্রকাশিত এ গানের সংগীতায়োজন করেছেন অনূপ সরকার।
রিতা রায়ের সুরেলা কণ্ঠে শ্রোতাদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে নতুন গানটিও। গায়িকা বলেন, ‘এ পর্যন্ত আমার যত মৌলিক গান এসেছে তার মধ্যে এ গানটা খুবই প্রিয়। অনেক যত্ন করে অডিও ও মিউজিক ভিডিও করা হয়েছে। এরই মধ্যে দারুণ সাড়াও পাচ্ছি।’
প্রসঙ্গত, ‘সবুজ সকাল’ গানটি প্রকাশিত হয়েছে ভিডিও আকারে। যেখানে মডেল হিসেবে আছেন সুপ্ত, এনা ও রোদসী।
মন্তব্য করুন