সিনেপ্রেমীদের জন্য ঈদের আনন্দ বাড়িয়ে দিল বাংলাদেশি সিনেমার তিন সুখবর। ‘প্রিয়তমা’ মুক্তি পাচ্ছে কানাডা-যুক্তরাষ্ট্রে, ‘সুড়ঙ্গ’ যাচ্ছে কলকাতায়; অন্যদিকে ‘হাওয়া’ মুক্তি পাচ্ছে ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম সনিলিভে।
ঈদ উপলক্ষে দেশের ১০৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খানের সিনেমা ‘প্রিয়তমা’। সীমানা পেরিয়ে এবার ছবিটি আগামী ৭ জুলাই যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পাচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন ‘প্রিয়তমা’র আন্তর্জাতিক পরিবেশনা সংস্থা স্বপ্ন স্কেয়ারক্রোর কর্তা সজীব সপ্তক।
তিনি বলেন, “ঈদ উপলক্ষে আগামী ৭ জুলাই কানাডা ও আমেরিকায় মুক্তি পাওয়ার কথা ছিল ‘অন্তর্জাল’; কিন্তু সিনেমাটি যেহেতু ঈদে বাংলাদেশে মুক্তি পায়নি, তাই আমেরিকা ও কানাডাতেও মুক্তি পাচ্ছে না। আমরা এজন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে এ উৎসবের সময়টাতে এখানকার দর্শক বাংলাদেশের সিনেমা দেখা থেকে বঞ্চিত হচ্ছেন না। নির্ধারিত তারিখে ‘প্রিয়তমা’ ছবিটি মুক্তি পাবে।”
প্রসঙ্গত, ‘প্রিয়তমা’ ছবিতে কলকাতার ইধিকা পালের সঙ্গে জুটি বেঁধেছেন ঢালিউডের শাকিব খান। এ ছাড়া রয়েছেন শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জর্জ, ডন, শহীদ উন নবী, এলিনা শাম্মী প্রমুখ। ভার্সেটাইল মিডিয়ার ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন আরশাদ আদনান।
গত বছরের ২৯ জুলাই মুক্তি পেয়েছিল মেজবাউর রহমান সুমন পরিচালিত বহুল আলোচিত সিনেমা ‘হাওয়া’। মুক্তির পর সিনেমাটি নিয়ে ব্যাপক প্রশংসা কুড়িয়ে নেয় দর্শকমহলে। এ ধারাবাহিকতায় গত বছরের ১৬ ডিসেম্বর ‘হাওয়া’ মুক্তি পায় পশ্চিমবঙ্গে। এরপর দেশি ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে মুক্তি পায় এটি। এবার ‘হাওয়া’ দেখা যাবে ভারতীয় স্ট্রিমিং সার্ভিস সনিলিভে। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। সিনেমাটির মূল চরিত্রে অভিনয় করেছেন তিনি।
অভিনেতা জানান, আগামী ৭ জুলাই থেকে প্ল্যাটফর্মটিতে দেখা যাবে ‘হাওয়া’। একই কথা জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন অভিনেত্রী নাজিফা তুষিও। ‘হাওয়া’ চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন শরিফুল রাজ, সুমন আনোয়ার, সোহেল মণ্ডল, নাসির উদ্দিন খান, মাহমুদ আলম, বাবলু বোসসহ অনেকেই।
এদিকে জুন মাস জুড়েই গুঞ্জন ছিল পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে আফরান নিশো ও তমা মির্জা অভিনীত ‘সুড়ঙ্গ’। অবশেষে সেই গুঞ্জন সত্য হলো ভারতীয় প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের (এসভিএফ) ঘোষণায়। সোশ্যাল মাধ্যমে তারা জানিয়েছে, ‘মাসুদ কত দূর যাবে নিজের ভালোবাসা ময়নার জন্য… প্রথমবার আসছে বড় পর্দায় আফরান নিশো, খুব শিগগির দেখা হবে সিনেমাহলে।’ তবে কবে কলকাতায় এই সিনেমা দেখানো হবে, তা এখনো চূড়ান্ত করা হয়নি।
কলকাতায় মুক্তির বিষয়টি এবার নিশ্চিত করেছেন ‘সুড়ঙ্গ’র পরিচালক রায়হান রাফীও। প্রসঙ্গত, ঈদ উপলক্ষে দেশের ২৮টি সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘সুড়ঙ্গ’। নিশো-তমা ছাড়াও এতে অভিনয় করেছেন সানজাত হাসান তুহিন, শহীদুজ্জামান সেলিম, মোস্তফা মনওয়ার প্রমুখ। এ ছাড়া সিনেমাটির আইটেম গানে পর্দা রাঙিয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।
মন্তব্য করুন