ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। ভক্তদের জন্য সুখবর হলো ফের চলচ্চিত্রে সরব হচ্ছেন ‘অগ্নিকন্যা’। এরই মধ্যে নিজেকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে ব্যস্ত রাখার মিশনে নেমেছেন মাহি। কালবেলার কাছে তথ্য এসেছে, এখন থেকে পুরোদমে সিনেমায় মন দেবেন ‘পোড়ামন’খ্যাত এই নায়িকা। কয়েক দফায় পরিচালক-প্রযোজকরা তার সঙ্গে মিটিংও করেছেন। ঘনিষ্ঠ সূত্রের খবর, ঈদে মুক্তি প্রতীক্ষিত বিগ বাজেটের ‘রাজকুমার’ সিনেমায় ‘ক্যামিও’ চরিত্রে দেখা যাবে মাহিকে। যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক শাকিব খান। আর নায়িকা মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। দেশীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে বড় তারকাদের ক্যামিও চরিত্রে দেখা যায় না। তবে বলিউডে অমিতাভ বচ্চন, শাহরুখ, সালমানরা নিয়মিতই এমন চরিত্রে অভিনয় করেন। এর আগে শাকিব-মাহি ‘ভালোবাসা আজকাল’-এ জুটি বেঁধেছিলেন। ২০১৩ সালের ৯ আগস্ট ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি পায়। প্রয়াত পরিচালনা পি এ কাজলের এই সিনেমার পর শাকিব-মাহিকে আর কখনো একসঙ্গে দেখা যায়নি।