

দলীয় শৃঙ্খলা ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সাংগঠনিক চাপের প্রেক্ষাপটে কুমিল্লার চান্দিনা উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় বিএনপি।
সোমবার (২৬ জানুয়ারি) রাত ১০টার দিকে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সাংগঠনিক কারণ দেখিয়ে উপজেলা কমিটি বিলুপ্ত করা হলেও দলীয় সূত্র বলছে, চান্দিনা আসনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়ার ঘটনাই এ সিদ্ধান্তের পেছনে প্রধান ভূমিকা রেখেছে।
এর আগে, গত ২১ জানুয়ারি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি মো. আতিকুল আলম শাওনকে দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়। বহিষ্কারের পরও তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৭ (চান্দিনা) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন। এতে স্থানীয় বিএনপির রাজনীতিতে বিভক্তি আরও স্পষ্ট হয়ে ওঠে।
বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে এ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন ড. রেদোয়ান আহমেদ। তবে বহিষ্কৃত নেতার স্বতন্ত্র প্রার্থী হওয়ায় দলের ভোটব্যাংক বিভাজনের আশঙ্কা তৈরি হয়েছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা।
এদিকে চান্দিনা উপজেলা বিএনপি দীর্ঘদিন ধরেই অভ্যন্তরীণ কোন্দল ও নেতৃত্ব সংকটে ভুগছিল। কমিটি বিলুপ্তির মধ্য দিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব নির্বাচনের আগে মাঠ পর্যায়ের সংগঠনকে নিয়ন্ত্রণে আনতে ও শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠার বার্তা দিতে চাচ্ছে বলে মনে করছেন দলীয় সংশ্লিষ্টরা।
চান্দিনা আসনে বিএনপি প্রার্থী ছাড়াও ১১ দলীয় জোটের প্রার্থীসহ মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ অবস্থায় উপজেলা কমিটি বিলুপ্তির সিদ্ধান্ত নির্বাচনী কৌশলের অংশ কি না, তা নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।
মন্তব্য করুন