২০০৭ সালে মুক্তি পায় বলিউডের সিনেমা ‘ভুল ভুলাইয়া’। এরপর ২০২২ সালে মুক্তি পায় ‘ভুল ভুলাইয়া-২’। এবার আসছে এ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ‘ভুল ভুলাইয়া-৩’। এ সিনেমায় প্রথমবারের মতো দেখা যাবে বলিউড ডিভা মাধুরী দীক্ষিতকে। এবার তার অংশের শুটিং শুরু হতে যাচ্ছে। খবর : পিঙ্কভিলা।
এর আগে সিনেমার বেশ কিছু দৃশ্যের শুটিং সম্পন্ন হয়েছে। তবে মাধুরীর দৃশ্য এবারই প্রথম ধারণ করা হচ্ছে। এমনটাই নিশ্চিত করলেন নির্মাতা অনিজ বাজমি। তিনি জানান, ৯ মার্চ (আজ শনিবার) থেকে মুম্বাই ফিল্ম সিটিতে সিনেমার শুটিং তৃতীয় ধাপের শুটিং শুরু হবে। চলবে টানা আট দিন। এ সময়ের মধ্যেই মাধুরীর দৃশ্য ধারণ করা হবে। এ সময় বিদ্যা বালান ও কার্তিক আরিয়ানের সঙ্গেও বেশ কিছু দৃশ্যে মাধুরীকে দেখা যাবে।
২০০৭ সালে ‘ভুল ভুলাইয়া’ ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা মুক্তি পায়। বক্স অফিসে দাপট দেখানো সেই সিনেমায় অভিনয় করেন অক্ষয় কুমার, বিদ্যা বালান। দক্ষিণী সিনেমার রিমেক বানিয়েছিলেন পরিচালক প্রিয়দর্শন।
এরপর ‘ভুল ভুলাইয়া-২’-এ অভিনয় করেন টাবু, কার্তিক আরিয়ান ও কিয়ারা আদভানি। ২০২২ সালে মুক্তি পাওয়া সেই সিনেমার পরিচালনার দায়িত্বে ছিলেন অনিজ বাজমি। তৃতীয় কিস্তিও একই পরিচালক নির্মাণ করছেন।