এক ছাদের নিচে সব তারকা। সবার উপস্থিতিতে সন্ধ্যাটি যেন আরও মনোমুগ্ধকর হয়ে উঠেছে। এমন এক সন্ধ্যায় এক ফ্রেমে ক্যামেরাবন্দি হলেন দেশের সেকাল থেকে একালের বেশকিছু তারকা। কিংবদন্তি সুবর্ণা মুস্তাফা থেকে শুরু করে আফসানা মিমি, অপি করিম, ঈশিতা, জয়া আহসান, বিদ্যা সিনহা মিম, আজমেরী হক বাঁধন, কুসুম শিকদার, মৌসুমী হামিদ, মিম মানতাসা, শাম্মি ইসলাম নীলা, মুমতাহিনা চৌধুরী টয়াসহ সবাই আছেন। যেই ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
লাক্সয়ের শতবর্ষ উপলক্ষে সবাই এক হয়েছিলেন রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে। সেখানেই দেখা মিলল বিনোদন জগতের এই তারকাদের।
জমকালো এই সন্ধ্যায় পারফর্ম করেছেন বিদ্যা সিনহা মিম। যার শোবিজ পথচলা শুরু হয় ২০০৭ সালে, ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টারের মাধ্যমে।